বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Premier League: ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ০-৩ লজ্জার হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

Premier League: ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ০-৩ লজ্জার হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

এফসি বোর্নমাউথের কাছে ০-৩ হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ছবি: এএফপি

লিগে এর আগে শেষ বার ২০১৯ সালে বোর্নমাউথের বিপক্ষে হেরেছিল ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শেষ বার গত নভেম্বরে নিউক্যাসল ইউনাইটেডের কাছে লিগ কাপের ম্যাচে হেরেছিল তারা। নিজেদের মাঠে গত দুই ম্যাচ জয়ের পর ফের হারের তেতো স্বাদ পেল রেড ডেভিলরা।

দুঃস্বপ্নের শুরু পঞ্চম মিনিটে। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে যদিও ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু গোলের দেখা মেলেনি। বরং একের পর এক গোল হজম করে যেতে হয়েছে। সেই সঙ্গে ঘরের মাঠে এফসি বোর্নমাউথের বিপক্ষে স্রেফ উড়ে গেল এরিক টেন হাগের দল।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ ৩-০ গোলে জিতেছে বোর্নমাউথ। ডমিনিক সোলাঙ্কি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ বিলিং। পরে মার্কাস সেনেসি ব্যবধান আরও বাড়ান।

লিগে এর আগে শেষ বার ২০১৯ সালে বোর্নমাউথের বিপক্ষে হেরেছিল ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শেষ বার গত নভেম্বরে নিউক্যাসল ইউনাইটেডের কাছে লিগ কাপের ম্যাচে হেরেছিল তারা। নিজেদের মাঠে গত দুই ম্যাচ জয়ের পর ফের হারের তেতো স্বাদ পেল রেড ডেভিলরা।

নভেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছিল ইউনাইটেড। ওই তিন ম্যাচে একটি গোলও খায়নি দলটি। ইউনাইটেড কোচ এরিক টেন হাগ মাসের সেরা কোচ এবং ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার নির্বাচিত হন মাসের সেরা খেলোয়াড়। মাস ঘুরতেই ঘুরে গেল ইউনাইটেডের ভাগ্যও। নিউক্যাসলের কাছে হেরে ডিসেম্বর শুরু করা দলটি শনিবার ঘরের মাঠে হেরে বসে বোর্নমাউথের কাছে। ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দিয়েছে বোর্নমাউথ। এই মাসে লিগের তিন ম্যাচে টেন হাগের দলের এটি দ্বিতীয় হার।

শুরু থেকে গতিময় ফুটবল খেললেও, বিরতির আগে পর্যন্ত ইউনাইটেডের আক্রমণে ধার ছিল না তেমন। এর আগে ওল্ড ট্রাফোর্ডে কখনও-ই জয়ের দেখা না পাওয়া বোর্নমাউথ পঞ্চম মিনিটে এগিয়ে যায়। লুইস কুকের পাস থেকে নিখুঁত ফ্লিকে লক্ষ্যভেদ করেন সোলাঙ্কি। অষ্টম মিনিটে ম্যাগুয়ারের হেড আঙুলের টোকায় কোনও মতে ক্রসবারের উপর দিয়ে বের করে দেন বোর্নমাউথের ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো।

৩৯তম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। লুক শ' এবং ম্যাগুয়ারের ফাঁক দিয়ে বেরিয়ে কুকের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে সোলাঙ্কি কোনাকুনি শট নেন, কিন্তু ঝাঁপিয়ে পড়া ওনানাকে পরাস্ত করে বল লাগে দূরের পোস্টে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেডের আক্রমণে ধার বাড়ে। সুযোগও তৈরি হতে থাকে। তবে গোলের মুখ খুলছিল না। তবে ৬৮তম মিনিটে কাউন্টার অ্যাটারে উঠে ব্যবধান দ্বিগুণ করে বোর্নমাউথ। মার্কাস টেভেরনিয়ারের ক্রস ধরে হেডে লক্ষ্যভেদ করেন বিলিং। ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায় ৭৩তম মিনিটে। কর্নার থেকে হল পেয়ে প্রায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা সেনেসি হেডে পরাস্ত করেন ওনানাকে।

৮৪তম মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রুনো ফার্নান্দেস। ফলে লিভারপুলের বিপক্ষে পরের লিগ ম্যাচে এই পর্তুগিজ মিডফিল্ডারকে পাবে না ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পেয়ে জালে জড়ান ড্যাঙ্গো। কিন্তু তিনি শট নেওয়ার আগে তাঁর হাতে বল লাগে। ভিএআর দেখে রেফারি হ্যান্ডবলের সিদ্ধান্ত দেওয়ায় ব্যবধান আর বাড়েনি।

এই হারের ফলে ইউনাইটেডের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগল। ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে ওঠা লিভারপুলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা। ১৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে বোর্নমাউথ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'সব ঠিক আছে তো?' ছেলেকে নিয়েই জন্মদিনের আনন্দে মাতোয়ারা কোয়েল, গরহাজির রানে DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত 'বাবা, আমি আর পারছি না!' দুর্গাপুরে দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্য ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ দু'দফার ভোটের পরই 'প্যানিক' বাটনে চাপ BJP-র! রাজ্য নেতাদের জন্য তৈরি ‘চাবুক’ 'আগে হাত জোড় করে...' আদাবে অভ্যস্থ হলেও, 'নমস্কার' দারুণ শক্তিশালী, মত আমিরের ইরানের নেতাকে ‘খুব খারাপ মানুষ’ বলে উল্লেখ NCERT-বইতে, বিতর্ক তুঙ্গে সাতসমুদ্র তেরো নদী পেরিয়ে মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় ফুচকা! খেতেই মুগ্ধ বিচারকরা

Latest IPL News

DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ টিম ডেভিডের শট লাগল দর্শকের মুখে, এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিল ক্যাপিটালসরা DC ম্যাচে হারের জন্য তিলক বর্মাকেই দোষী মনে করেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.