বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Serie A-তে রোমার খারাপ পারফরম্যান্সের জের, চাকরি গেল মোরিনহোর, নতুন কোচের নাম ঘোষণা ক্লাবের

Serie A-তে রোমার খারাপ পারফরম্যান্সের জের, চাকরি গেল মোরিনহোর, নতুন কোচের নাম ঘোষণা ক্লাবের

হোসে মোরিনহো।

২০২২ সালে রোমাকে উয়েফা কনফারেন্স লিগ জিতিয়েছেন হোসে মোরিনহো। গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালেও। তবে এই মরশুমে ইতালিয়ান সিরি-এ-তে রোমার অবস্থান মোটেও ভালো নয়। ২০ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে রোমা ৯ নম্বরে রয়েছে। শেষ ৬ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। এর পর আর মোরিনহোকে রাখার দরকার মনে করেনি রোমা।

রোমার সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের কারণে পর্তুগিজ কোচ হোসে মোরিনহোকে ছাঁটাই করে দেওয়া হল। ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের স্বার্থে জরুরীভিত্তিতে এই পরিবর্তন দরকার ছিল।’

মঙ্গলবার সেরি -এ ক্লাব জানিয়েছে, হোসে মরিনহোকে বরখাস্ত করার পর সীমিত কোচিং অভিজ্ঞতা থাকা ড্যানিয়েল ডি রসিকে রোমার নতুন কোচ নিয়োগ করা হয়েছে। ৪০ বছরের প্রাক্তন ইতালি মিডফিল্ডার তাঁর নিজের শহরের ক্লাবে ফিরে এলেন। যেখানে তিনি প্রায় তাঁর পুরো ফুটবলার ক্যারিয়ার কাটিয়েছেন। রোমা এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ‘এএস রোমা নিশ্চিত করে জানাতে পেরে খুশি যে, ড্যানিয়েল ডি রসিকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

এদিকে ২০২২ সালে রোমাকে উয়েফা কনফারেন্স লিগ জিতিয়েছেন হোসে মোরিনহো। গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালেও। তবে এই মরশুমে ইতালিয়ান সিরি-এ-তে রোমার অবস্থান মোটেও ভালো নয়। ২০ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে রোমা ৯ নম্বরে রয়েছে। শেষ ৬ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। এর পর আর মোরিনহোকে রাখার দরকার মনে করেনি রোমা। মোরিনহোর সঙ্গে তাঁর পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করেছে রোমা।

বিবৃতিতে রোমার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ক্লাবে আসার পর থেকে তাঁর আগ্রহ এবং প্রচেষ্টার জন্য আমরা এএস রোমার সবার পক্ষ থেকে হোসেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা হোসে এবং তার সহকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’

২০২১ সালের মে মাসে টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর তাঁকে নিয়োগ করেছিল রোমা। ক্লাবটির ইতিহাসে তিনি ছিলেন ৬০তম কোচ। চলতি মরশুম শেষেই ৬০ বছর বয়সী মোরিনহোর চুক্তি শেষ হওয়ার কথা ছিল। তাঁর সময়ে কনফারেন্স লিগ আর ইউরোপা লিগে দল সাফল্য পেলেও, সিরি এ-তে রোমা খুব একটা ভালো করতে পারছিল না। তার নিটফল, সরতে হল মোরিনহোকে।

মোরিনহো যোগ দেওয়ার পর শেষ দুই মরশুমেই লিগে ছষ্ঠ হয়েছে রোমা। চলতি মরশুমে এই মুহূর্তে নয় নম্বরে থাকা ইতালিয়ান ক্লাবটি শেষ ম্যাচ হেরেছে এসি মিলানের কাছে, ৩-১ গোলে। রোমাতে মোরিনহো শেষ ম্যাচ হয়ে থাকল সেটিই। গত সপ্তাহে লাজিয়োর বিপক্ষে কোপা ইতালিয়ার ম্যাচে লালকার্ড দেখেছিলেন মোরিনহো। যা ছিল ওই সময়ে ৪ দিনের মধ্যে তাঁর দ্বিতীয় লাল কার্ড। এর আগে গত বছর ইউরোপা লিগের ফাইনালে রেফারিকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সিরি এ-তে পেয়েছিলেন ১০ দিনের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে তার কোচিংয়ে রোমা ১৩৮ ম্যাচের মধ্যে তিনি ৬৮টিতে জয় পেয়েছেন। ৪০টি ম্যাচ হেরেছে। ৩০টি ম্যাচ ড্র হয়েছে।

অথচ রোমাতে মোরিনহো শুরুটা দারুণ করেছিলেন। তাঁর হাত ধরেই ১৯৬১ সালের পর প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতে রোমা। এর পর রোমাকে ইউরোপা লিগের ফাইনালেও তোলেন তিনি। তবে সেভিয়ার কাছে হেরে যান টাইব্রেকারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিস্কুট-ক্রিম রোলে বিপদ! ৩ সংস্থা-বেকারিকে উৎপাদন বন্ধের নির্দেশ প্রশাসনের ওড়িশার থেকেও কমে গেল বাংলার মাথাপিছু আয়! ৬০-র দশকে দেশের গড়ের চেয়েও বেশি ছিল দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মন্দির কতক্ষণ খোলা থাকে?ভোগ খাওয়ার ইচ্ছা? রইল কিছু তথ্য ভরপেট খাইয়ে গণপিটুনি দিয়ে খুন সর্বহারা ভবঘুরেকে, নৃশংস ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিপুরি নাকি ফুচকা, KBC-তে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট দিলেন কাকে? বন্যার আগেই বুঝে যাবে কেন্দ্র, ১৯০টি হ্রদের নীচে বসবে বিশেষ সিস্টেম গয়নার দোকানের কর্মী মিলনের রাজকীয় উত্থান, গ্রেফতার কাউন্সিলরকে নিয়ে লোকে বলছে… বিয়ের পর ছবির পোস্টেরে বচ্চন নয় ভাদুড়ী পদবী ব্যবহার করেছিলেন জয়া,কী বলেন অমিতাভ ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় জাভেদের সঙ্গে বাগযুদ্ধ ইমন-রাঘবের, কেন? ভারতের আরও এক প্রাক্তন কোচকে জালে তুলল রাজস্থান, জুটি বাঁধছেন দ্রাবিড়ের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.