দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার শন হিউঙ্গ মিনকে হয়ত বিশ্বকাপে কাতারের মাঠে দেখা যাবে না। তেমনটাই গত বুধবার টটেনহ্যাম জানিয়েছে। মুখে চোট পাওয়ার কারণে তাঁর অস্ত্রোপচার হয়।
চ্যাম্পিয়ান্স লিগের খেলা চলাকালীন মারসেইলের বেম্বার সঙ্গে বল দখলের লড়াইয়ে তাঁর শারীরিক সংঘর্ষ ঘটে। মাঠের মধ্যেই সময় বেশ খানিখক্ষণ সময় নিয়েই তাঁর চিকিৎসা করা হয়। পরবর্তীতে টানেল দিয়ে হেঁটে যাওয়ার সময়ও তাঁকে খানিক বেসামাল নজর আসে।
টটেনহ্যাম তাঁদের ওয়েবসাইট মারফত জানিয়েছেন যে, 'একথা আমরা স্পষ্টই জানিয়ে দিতে পারি যে, হিউ মিঙ শনের বাঁ চোখের পাশে একটা ফ্যাকচার হয়েছে। তাঁর অতিদ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।'
'অস্ত্রোপচারের পর সুস্থ হতে কিছুদিন সময় লাগবে তাঁর। এইসময়টায় আমাদের মেডিক্যাল স্টাফেরা তার দেখভাল করবেন। যাই হবে আমরা চেষ্টা করব সমর্থকদের জানিয়ে দিতে।' ওয়েবসাইটে জানান টটেনহ্যাম।
আর তিন সপ্তাহের মাথায় শুরু হতে চলেছে বিশ্বকাপ। তাঁর আগে শনের এই শারীরিক অবস্থা দুশ্চিন্তা এনে দিচ্ছে দক্ষিণ কোরিয়াকে। শন জাতীয় দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যে ১০৪টি ম্যাচে ৩৫টি গোল করেছেন নিজের দেশের জন্য।
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া রয়েছেন গ্রুপ এইচে। পর্তুগাল, ঘানা এবং উরুগুয়ের পাশাপাশি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।