ওয়েলসকে ৪-০ গোলে হারিয়ে প্রথম দলহিসাবে ইউরোর কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ডেনমার্ক। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পরজয়ের পর তাঁরা শুধু যে গ্যারেথ বেলদের হারালেন, তাই না, সৃষ্টি করলেন নতুন নজিরও।
ইউরোর ইতিহাসে প্রথম দল পরপর দুই ম্যাচে চার গোল করল ড্যানিশ ডিনামাইটরা। চেনা মাঠে প্রথমবার ইউরোয় ম্যাচ শুরু করেই জোড়া গোল করে দলের নায়ক হয়ে উঠলেন ক্যাসপার ডলবার্গ। ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের মতো ডলবার্গের শুরুটাও ইয়োহান ক্রুয়েফ এরিনায় খেলা আয়াক্স দলের বিখ্যাত একাডেমির হাত ধরে। প্রতিভা সত্ত্বেও প্রতিভার প্রতি সুবিচার না করতে না পারায় তাঁকে ছেড়ে দেয় আয়াক্স। কিন্তু সেই দলের মাঠেই ফের শিরোনামে ২৩ বছর বয়সী দীঘল চেহারার স্ট্রাইকার।
প্রথম সুযোগেই ম্যাচ শুরু করেই বাজিমাত করে সম্ভবতই খুশি ডলবার্গও। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘সাধারণভাবে আমি খুব খুশি। বেঞ্চে বসে থাকার পর এই সুযোগটার জন্য আমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। আজ যখন আমরা শহরে ঘোরাঘুরি করছিলাম এবং মাঠে প্রবেশ করেছিলাম তখন সেটা আমার কাছে খুবই একটা বিশেষ মুহূর্ত ছিল। এখন সবকিছুই আরও বেশি ভাল লাগছে।’
তরুণ স্ট্রাইকারকে প্রশংসায় ভরিয়ে দেন কোচ হিউলমান্ড ও। তিনি বলেন, ‘ও (ডলবার্গ) আজ দারুণ পারফর্ম করেছে। আমার মতে আমারা একজন তারকা স্ট্রাইকারকে পেয়ে গিয়েছি। ও টুর্নামেন্টের প্রথমদিকে খুব একট সুযোগ পায়নি, তবে আমি ট্রেনিংয়ে ওকে ফিট দেখে বেশ সন্তুষ্ট হই। আমার মনে হয় এই ক্লাইম্যাক্সটা এখানেই হওয়ার ছিল। ওর প্রথম গোলটা অসাধারণ ছিল।’
ম্যাচে নজির গড়ে ওয়েলস দলও। তবে তা গর্ব নয়, বরং লজ্জার। প্রথম দলহিসাবে ইউরোয় পর পর দুই ম্যাচে লাল কার্ড দেখেন ওয়েলস ফুটবলার।ইথান অ্যাম্পাডুর পর এই ম্যাচে খারাপ ট্যাকেল করে মাঠ ছাড়েন হ্যারি উইলসন। ডেনমার্ক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও চেক রিপাবলিক ম্যাচের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে মাঠে নামবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।