শুভব্রত মুখার্জি: ইউক্রেনে, রাশিয়ার হামলার জেরে রাশিয়ার গ্রাপি বাতিল ঘোষণা করা হল ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ। ফর্মুলা ওয়ানের মিডিয়ার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিষয়টি জনসমক্ষে আনা হয়েছে।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে 'এফআইএ ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেলা বিভিন্ন দেশে খেলা হয় এটার প্রধান উদ্দেশ্য মানুষে মানুষে সংযোগ স্থাপন করা। বিভিন্ন দেশকে কাছাকাছি নিয়ে আসাই এর উদ্দেশ্য। আমরা দুঃখের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা স্তম্ভিত। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে শান্তি ফিরে আসবে। বৃহস্পতিবার বিকেলে ফর্মুলা ওয়ানের সমস্ত দল একটা মিটিংয়ে বসে আমাদের খেলাটির অবস্থানের বিষয়ে আলোচনা করে। সমস্ত স্টেকহোল্ডারদের পরামর্শ নেওয়ার পরে আমরা ঠিক করেই এই পরিস্থিতিতে রাশিয়ান গ্রাপির খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়।'
প্রসঙ্গত বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে জার্মান ডাইভার সেবাস্তিয়ান ভেট্টেল জানিয়ে দিয়েছিলেন আগেই রাশিয়ান গ্রাপি হলেও তিনি খেলতেন না। গতবারের চ্যাম্পিয়ন মার্ক ভার্কস্ট্যাপেনের গলায় শোনা গেল এক সুর। আমেরিকান ফর্মুলা ওয়ানের দল হাস ও তাদের দলীয় স্পন্সরশিপের তালিকা থেকে রাশিয়ান কোম্পানি উরালকালিকে বাদ দিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।