শুভব্রত মুখার্জি: চলতি মহিলা হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ড্র করল সবিতা পুনিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম ম্যাচে টোকিও অলিম্পিক গেমসের ব্রোঞ্জ পদকজয়ী ইংল্যান্ড দলের বিরুদ্ধে পিছিয়ে থেকেও প্রচণ্ড লড়াই করে ড্র করেছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও চিনের বিরুদ্ধে বদলাল না সেই চিত্রপট। প্রথমে পিছিয়ে পড়ে সেই বন্দনা কাটারিয়ার করা গোলে হার বাঁচাল ভারতীয় দল।
স্বাভাবিকভাবেই এই ড্রয়ে খুশি হবেন না সবিতারা। কারণ কয়েক মাস আগেই এফআইএইচ আয়োজিত প্রো হকি লিগের প্রথম লেগে চিনকে ভারত হারিয়েছিল ৭-১ গোলে।দ্বিতীয় লেগেও ভারত জিতেছিল ২-১ ফলে। সেখানে ভারতীয় সমর্থকদের আশা ছিল চলতি মহিলা হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে চাইনিজদের বিরুদ্ধে জয় পাবে ভারতীয় দল। তাদের সেই আশা পূরণ করতে ব্যর্থ গুরজিতরা।
ভারতের বিরুদ্ধে নামার আগে চাইনিজরাও তাদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল। ফলে তাদেরও লক্ষ্য ছিল এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়া। প্রথম কোয়ার্টারে দুই দল কেউ বলার মতন তেমন সুযোগ পায়নি। ফলে খেলার ফল ছিল ০-০। ম্যাচের ২৫ তম মিনিটেই লিড নেয় চিন। ঝ্যাঙ জিয়ালির গোলে এগিয়ে যায় তারা। ভারতীয় ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে সবিতাকে পরাস্ত করেন জিয়ালি। বিরতিতে যাওয়ার সময় ১-০ ফলে পিছিয়ে ছিল ভারতীয় দল।
খেলার ৪৫ তম মিনিটে অর্থাৎ তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ লগ্নে এসে ভারতের হয়ে গোল শোধ করেন বন্দনা কাটারিয়া। চিনের গোলরক্ষকের বা পায়ের প্যাডে লেগে ডিফ্লেক্ট' হয়া বলে গোল করতে ভুল করেননি বন্দনা। গোল পাওয়ার পরে এদিন ভারত আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে চিনের ডিফেন্সে। তবে গোলের মুখ আর কোন দল খুলতে পারেনি। ফলে খেলা শেষ হয় ১-১ ফলে।