প্রায় এক দশক ধরে ডাচ মহিলা হকি দলের সঙ্গে যুক্ত ছিলেন জানেকে স্কপম্যান। তিনি খেলতেন রক্ষণভাগে এবং দলের হয়ে বহু কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বাঁচিয়েছেন। বলা যায় দলের রক্ষণভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। এছাড়াও অলিম্পিকে একবার সোনার পদকও জিতে ছিলেন ৪৬ বছর বয়সী ডাচ তারকা। বর্তমানে তিনি ভারতের মহিলা হকি দলের হেড কোচ। আড়াই বছর ধরে তিনি যুক্ত রয়েছেন দলের সঙ্গে।
তবে এবার জানেকে স্কপম্যানের মুখে হকি ইন্ডিয়ার বিরুদ্ধে মুখ খুলতে শোনা গেল। এক সাংবাদিক সম্মেলনে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে মহিলা হকি দলের হেড কোচের বক্তব্য যে হকি ইন্ডিয়ার ব্যবহার দেখে মনে হয় না যে তাঁকে তারা সম্মান করে বা গুরুত্ব দেয়। এখানেই শেষ নয় তিনি আরও জানিয়েছেন যে তিনি এমন একটি পরিবেশে বড় হয়েছেন যেখানে মেয়েদের সর্বদা সম্মান দেওয়া হয়।
জানেকে স্কপম্যান বলেন, 'হকি ইন্ডিয়ার আধিকারিকদের বোঝা অত্যন্ত শক্ত। আমি ছোটবেলা থেকে এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে মেয়েদের সর্বদা সম্মান দেওয়া হয় এবং গুরুত্বও দেওয়া হয়। কিন্তু এখানে সেটা আমি একেবারেই পাই না এবং আমার মনেও হয় না এরা আমাকে সম্মান করে বা গুরুত্ব দেয়।' পাশাপাশি, প্যারিস অলিম্পিক্স খেলার জন্য যোগ্যতা অর্জন না করলে দলের সঙ্গে ভবিষ্যতে থাকবেন কিনা সেই প্রসঙ্গেও মুখ খোলেন জানেকে। তিনি বলেন, 'যদিও জানি ওটা খুব শক্ত হবে। তবে দিনের শেষে আমি এটাই বলবো যে আমি দলের সকল মেয়েদের খুব ভালোবাসি। ওদের সকলের মধ্যে প্রতিভা রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে ব্যাপারটা খুবই কঠিন।'
পাশাপাশি, জানেকে পুরুষ হকি দলের কোচের প্রসঙ্গ টেনে এনে বৈষম্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'আমি শুধু দেখে কিভাবে আমার সঙ্গে ও পুরুষ দলের কোচের সঙ্গে ব্যবহার করা হয়। আমাদের মেয়েরা বিনা নালিশ করে পরিশ্রম করে। আমি ওদেরকে খুব ভালোবাসি। আমি যা বলি ওরা তাই করে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলব যে নেদারল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে কোচিং করা এবং এখানে একজন মহিলা দলের কোচ হওয়া অত্যন্ত কঠিন। আমি আবারও বলছি যে আমি এমন পরিবেশ থেকে এসেছি যেখানে সবার মতামতকে সম্মান দেওয়া হয় এবং গুরুত্বও দেওয়া হয়। এখানে তো সেটা হয়না। সত্যিই এখানে খুব কঠিন।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।