শুভব্রত মুখার্জি: সবেমাত্র দলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণাঞ্চল। ভারতীয় টেস্ট দলের একদা নিয়মিত সদস্য হনুমা বিহারীর নেতৃত্বেই এই বছরে দলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণাঞ্চল। দুই ইনিংস মিলিয়ে ফাইনালে ১০৫ রানও করেছেন তিনি। বেশ ভালো ব্যাটিং করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ভারতীয় টেস্ট দলের বাইরে রয়েছেন তিনি। তাঁর এই পারফরম্যান্সে ফের একবার জাতীয় দলে জায়গা করে নেওয়ার দাবিও তিনি জানিয়ে রাখলেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলকে দলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন করিয়ে তাঁর মন্তব্য, ‘আমি অধিনায়কত্ব উপভোগ করি।’
দলীপ ট্রফির ফাইনালের পরে হনুমা বিহারী জানিয়েছেন, 'সত্যি বলছি, আমি অধিনায়কত্ব খুব উপভোগ করেছি। ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়া একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে। আমি প্রতি মুহূর্তে সেটা উপভোগ করেছি। তার উপর এমন একটা দল পেলে তো অধিনায়কত্ব আরওই উপভোগ করব, তাই না?' হনুমা বিহারী এবারের ঘরোয়া মরশুমে মধ্যপ্রদেশের হয়ে খেলবেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের বোলিং আক্রমণকে ও কুর্নিশ জানিয়েছেন হনুমা বিহারী।
তিনি বলেছেন, 'অধিনায়ক হিসেবে যখন আপনার হাতে এমন বৈচিত্র্যময় একটি আক্রমণ থাকবে, তখন অধিনায়কত্বের আলাদা কোন চাপ থাকেই না। বোলাররা সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। আমার চাপ নেওয়ার কিছুই ছিল না। আমাদের পরিকল্পনা ছিল বিপক্ষকে প্রতি ওভারে তিন রানের কমে আটকে রাখা। আমরা সেটা করতে সমর্থ হয়েছি। দলের বোলাররা অত্যন্ত ক্ষমতা সম্পন্ন। তারা সহজেই এই কাজটা করতে সম্পন্ন হয়েছে। কোয়ালিটি বোলাররা অধিনায়কের কাজ সহজ করে দেয়।'
কর্ণাটকের তিন পেসার কাভেরাপ্পা, বিজয়কুমার এবং কৌশিকের ভূয়সি প্রশংসা করেছেন তিনি। পশ্চিমাঞ্চলের ২০টি উইকেটের মধ্যে ১৬টি উইকেট নিয়েছেন এই ত্রয়ী। বিহারী বলেন, 'যে তিনজন কর্ণাটকের বোলার এই ম্যাচে খেলেছে, তারা উইকেটটা খুব ভালোভাবে চিনত। আমি আগেও বলেছি দলে এমন বোলার থাকা সুবিধাজনক, যারা পরিবেশ পরিস্থিতিটা ভালোভাবে চেনে। তবে সবকিছুকে ভালোভাবে ব্যবহারও করতে জানতে হয়। পশ্চিমাঞ্চলের বোলারদেরও কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়েছে। তাদের বিরুদ্ধেও নিজের সেরাটা উজাড় করে দেওয়া কিন্তু কম কথা নয়। গতকাল তৃতীয় সেশনে প্রিয়ঙ্ক এবং সরফরাজ খুব ভালো ব্যাট করেছে। সরফরাজের আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। সরফরাজ থাকলে হয়ত কৌশিক এবং কাভেরাপ্পার স্পেলটা ও সামলে দিত।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।