শুভব্রত মুখার্জি: ২০২০-২১ মরশুমের অস্ট্রেলিয়া সফর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক ঐতিহাসিক সফর। এই সফরে কার্যত নিজেদের 'বি' দলকে ২২ গজে নামিয়ে অজিভূমে শক্তিশালী ওয়ার্নারদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিলেন। ভারতের সেই দলে একাধিক ক্রিকেটারের চোট থাকা সত্ত্বেও জায়গা হয়নি বাহাতি পেসার জয়দেব উনাদকাটের। তার
পরপরেই ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের তরফে একটি মেসেজ করা হয়েছিল জয়দেব উনাদকাটকে। সেকথা আজ জনসমক্ষে জানিয়েছেন পেসার। উনাদকাটের ব্যথাতে 'সমব্যথি' হওয়ার কথা মেসেজের মাধ্যমে জানিয়েছিলেন তাকে।
প্রসঙ্গত ২০১৯-২০ মরশুমে রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন জয়দেব। ১০ ম্যাচে নিয়েছিলেন ৬৭টি উইকেট। তারপরেও নির্বাচকরা কার্যত সেই সময়তে তাকে উপেক্ষাই করেছিলেন। শার্দুল ঠাকুর, টি নটরাজন, মহম্মদ সিরাজরা সুযোগ পেলেও দলে জায়গা পাননি উনাদকাট। ৩০ বছর বয়সী পেসার ২০১০ সালে ভারতের হয়ে একটি টেস্ট খেলেছিলেন। শেষবার জাতীয় দলের হয়ে ২০১৮ সালে ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলেছিলেন তিনি।
এক প্রথম শ্রেণীর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে উনাদকাট জানিয়েছেন 'অস্ট্রেলিয়া সফর চলাকালীন অশ্বিন ভাই আমাকে জানুয়ারি মাসের ২ তারিখ একটি মেসেজ করেছিল। সেই অস্ট্রেলিয়া সফরে প্রত্যেকে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। এমনকি দলের রিজার্ভ ক্রিকেটাররা ও ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। তার প্রধান কারণ ছিল সেই সময়তে একাধিক ক্রিকেটার চোটগ্রস্ত হয়েছিল। মেসেজে সে (অশ্বিন) লিখেছিল তোমার অবস্থা আমি উপলব্ধি করতে পারছি। যেভাবে তুমি শেষ রঞ্জি মরশুমে পারফরম্যান্স করেছ তাতে করে তোমার ব্যথাটা উপলব্ধি করতে পারছি। তবে তুমি নিজের মাউন্ডসেট এবং নিজের খেলাটা থেকে সরে এস না। ধৈর্য্য ধর তোমারও সময় আসবে।'