বাংলা নিউজ > ময়দান > 'প্রথম টেস্ট হারার পরেও আশাবাদী ছিলাম সিরিজ জিতব': ডিন এলগার

'প্রথম টেস্ট হারার পরেও আশাবাদী ছিলাম সিরিজ জিতব': ডিন এলগার

ডিন এলগার (ছবি:রয়টার্স) (REUTERS)

সিরিজ জয়ের পরে ডিন এলগার জানালেন, ‘প্রথম টেস্টে হারার পরেও আমার পুরো বিশ্বাস ছিল আমরা সিরিজ জিততে পারব। ক্রিকেটারদের কাছে আরও ভালো খেলার আহ্বান জানিয়েছিলাম।’

শুভব্রত মুখার্জি: সেঞ্চুরিয়ন টেস্ট হারের পরেও পরপর দুটি টেস্ট জিতে বিরাট বাহিনীর বিরুদ্ধে এক অবিশ্বাস্য সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ টেস্ট এবং কেপ টাউন টেস্ট দুটোই ৭ উইকেটে জিতেছে এলগার বাহিনী। সাম্প্রতিককালে এইভাবে পিছিয়ে থেকে সিরিজ জয় কার্যত বিরল বলা যেতে পারে। ম্যাচ শেষে প্রোটিয়া অধিনায়ক তার দলের ক্রিকেটারদের প্রশংসা করার পাশাপাশি এই বিষয়টিকেও তুলে ধরেছেন।

সিরিজ জয়ের পরে ডিন এলগার জানালেন, ‘খুব খুশি। এই সুখানুভূতি একদিন কিংবা দু'দিনে হয়তো চলে যাবে। হয়তো এই সন্ধ্যাতেও চলে যেতে পারে। দলের ছেলেদের জন্য আমি কতটা খুশি তা বলে বোঝাতে পারব না। অসম্ভব ভালো রেসপন্স করেছে ছেলেরা। প্রথম টেস্টে হারার পরেও আমার পুরো বিশ্বাস ছিল আমরা সিরিজ জিততে পারব। ক্রিকেটারদের কাছে আরও ভালো খেলার আহ্বান জানিয়েছিলাম।’

তিনি আরও যোগ করেন, ‘আমার আহ্বানে তারা যেভাবে সাড়া দিয়েছে তা এককথায় অসাধারণ। আমি অত্যন্ত খুশি। কঠিন চরিত্র না হলে এভাবে ফিরে আসা যায়না। গোটা সিরিজ জুড়ে আমাদের বোলাররা অসাধারণ বোলিং করেছে। আমাদের কাছে এক নবীন ট্যালেন্টেড গ্রুপ রয়েছে যারা প্রতি মুহূর্তে, প্রতি পরিবেশে শিখছে। কোন বড় নাম ছাড়াই যেভাবে আমরা একসাথে রয়েছি । এত ভালো পারফরম্যান্স করেছি তা অকল্পনীয়। দলগত ভাবে আমরা শেষ দুই টেস্টে অনেক উন্নতি করেছি। সিরিজের সমস্ত পজিটিভকে সাথে নিয়েই ইতিমধ্যে পরবর্তী সিরিজ নিয়ে ভাবনা শুরু করেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন