
ICC Awards: দশকের সেরা টেস্ট ক্রিকেটার স্মিথ, টি-২০'র সেরা আফগান তারকা
১ মিনিটে পড়ুন . Updated: 28 Dec 2020, 03:13 PM IST- আইসিসির দশকের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি।
আইসির দশকের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন স্টিভ স্মিথ। অজি তারকা দশকের সেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছেন আগেই।
অন্যদিকে গত দশ বছরের সেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আফগানিস্তানের রশিদ খান। আফগান স্পিনার দশকের সেরা টি-২০ দলেও জায়গা পেয়েছেন।
যদিও দশকের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জেতার পাশাপাশি সব ফর্ম্যাট মিলিয়ে দশ বছরের সেরা ক্রিকেটারের মুকুটও মাথায় পরেছেন বিরাট কোহলি।
স্মিথ নির্ধারিত সময়সীমার মধ্যে টেস্টে ৬৫.৭৯ গড়ে ৭০৪০ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২৬টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২৮টি।
রশিদ খান দশকের সেরা ক্রিকেটারদের তালিকায় একমাত্র বোলার। নির্ধারিত সময়ের মধ্যে আফগান স্পিনার টি-২০ ফর্ম্যাটে সবথেকে বেশি ৮৯টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ১২.৬২। তিনবার ম্যাচে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। ২ বার ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন।
পুরস্কার জয়ের পর রশিদকে যারপরনাই আপ্লুত দেখায়। তিনি বলেন, ‘এমন স্বীকৃতি পেয়ে আমি রীতিমতো বাকরুদ্ধ। সমর্থকদের জন্য ভীষণ খুশি। কোনও আফগান ক্রিকেটার দশকের সেরার স্বীকৃতি পাচ্ছে, এটা আমার দেশের কাছেও গর্বের। আমার পরিবার-পরিজনের কাছেও।’