বাংলা নিউজ > ময়দান > ICC ODI World Cup Qualifier: সুপার ওভারে উইন্ডিজকে নাস্তানাবুদ করে জয় ডাচেদের, বিশ বাও জলে ক্যারিবিয়ানদের বিশ্বকাপের আশা

ICC ODI World Cup Qualifier: সুপার ওভারে উইন্ডিজকে নাস্তানাবুদ করে জয় ডাচেদের, বিশ বাও জলে ক্যারিবিয়ানদের বিশ্বকাপের আশা

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা বিশ বাও জলে পাঠাল নেদারল্যান্ডস।

সুপার ওভারে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে লোগান ভ্যান বিক নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন। প্রথমে ব্যাট করে ৩৭৪ রানের পাহাড় গড়েও কোনও লাভ হল না উইন্ডিজের। ৯ উইকেটে সেই রান তুলে ফেলে ম্যাচ টাই করে ডাচেরা। এর পর সুপার ওভারে ক্যারিবিয়ান ব্রিগেডকে একেবারে ল্য়াজেগোবরে করে ছাড়ে ডাচেরা।

ওয়েস্ট ইন্ডিজের তবে কি আর ২০২৩ বিশ্বকাপে খেলা হবে না? নেদারল্যান্ডস কার্যত সেই জায়গায় নিয়ে গিয়েছে ক্য়ারিবিয়ানদের। এক সময়ের বিশ্বজয়ী দলকে ল্যাজে খেলিয়ে সুপার ওভারে ছিটকে দেয় ডাচেরা। যার নিটফল, তৃতীয় দল হিসেবে কোনও পয়েন্ট ছাড়াই সুপার সিক্সে পৌঁছল ক্যারিবিয়ানরা। যে কারণে বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইটা যে তাদের মারাত্মক কঠিন হয়ে গেল, সে কথা বলার অপেক্ষা রাখে না।

সোমবার প্রথমে ব্যাট করে ৩৭৪ রানের পাহাড় গড়েও কোনও লাভ হল না উইন্ডিজের। ৯ উইকেটে সেই রান তুলে ফেলে ম্যাচ টাই করে নেদারল্যান্ডস। এর পর সুপার ওভার খেলা হলে, তাতে ক্যারিবিয়ান ব্রিগেডকে একেবারে ল্য়াজেগোবরে করে ছাড়ে ডাচেরা। সুপার ওভারে ব্যাটে-বলে একাই তাণ্ডব করেন লোগান ভ্যান বিক। আর তাঁর তাণ্ডবে খসে পড়ে উইন্ডিজের যাবতীয় প্রতিরোধ। আর এই ম্যাচ হেরে বিশ বাও জলে চলে গেল ক্যারিবিয়ান ব্রিগেডের ২০২৩ বিশ্বকাপের মূল পর্বে খেলার আশাটুকুও।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শুরুটা খারাপ করেনি। ওপেন করতে নেমে ব্রেন্ডন কিং এবং জনসন চার্লস প্রথম উইকেটে ১০১ রান তুলে ফেলে। ৫৫ বলে ৫৪ করে আউট চার্লস। কিং করেন ৮১ বলে ৭৬ রান। এর পর চতুর্থ উইকেটে ফের দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যায় শাই হোপ এবং নিকোলাস পুরান জুটি। এই জুটি চতুর্থ উইকেটে যোগ করে ১০৮ রান। হোপ অবশ্য ৩৮ বলে ৪৭ রান করে আউট হয়ে যান। কিন্তু পুরান ৬৫ বলে অপরাজিত ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ৩৭৪-এ নিয়ে জেতে সাহায্য করে।

আরও পড়ুন: শুকনো হাতে হয়তো থাকতে হবে না ইডেনকে, বিশ্বকাপের সেমিফাইনাল পেতে পারে কলকাতা- রিপোর্ট

এই কাজে শেষে পুরানকে সাহায্য করেন আটে ব্যাট করতে নামা কিমো পল। তিনি ২৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। নির্দিষ্ট ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান করে উইন্ডিজ। ডাচেদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ব্যাস দি'লিড এবং সাকিব জুলফিকর। লোগান ভ্যান বিক এবং ভিভিয়ান কিংমা ১টি করে উইকেট নিয়েছেন।

রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করে নেদারল্যান্ডস। শুরুর দিকে একটু নড়বড় করলেও তাদের দলের প্রতিটি প্লেয়ার কিন্তু চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। ম্যাচ জিততে নিজেদের সবটা নিংড়ে দিয়ে তারা লড়াই চালিয়ে যান। তার মধ্যে নেদারল্যান্ডসের তেজা নিদামানুরু চাপের মধ্যেও দুরন্ত সেঞ্চুরি করেন। ৭৬ বলে ১১১ রানের দুরন্ত একটি লড়াকু ইনিংস খেলেন তিনি। তাঁকে এই লড়াইয়ে কিছুটা সঙ্গত দেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। তেজা এবং স্কট মিলে পঞ্চম উইকেটে ১৪৩ রান যোগ করেন।

আরও পড়ুন: ৪০০-র উপর রান করে রেকর্ডের পাশাপাশি আমেরিকাকে ৩০৪ রানের বড় হারিয়েও নজির গড়ল জিম্বাবোয়ে

এ ছাড়াও ওপেন করতে নেমে বিক্রমজিৎ সিং ৩৭ (৩২ বল) এবং ম্যাক্স ও'দাউদ ৩৬ (৩৬ বল) রান করেছিলেন। তিনে নেমে ওয়েসলি বেরেসি ২৭ (৩৪ বল) করেন। ব্যাস দি'লিড করে ৩৩ রান (৪৭ বলে)। আটে নেমে লোগান ভ্যান বিক করেন ১৪ বলে ২৮ রান। নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান করে ম্যাচ টাই করে ফেলে নেদারল্যান্ডস। উইন্ডিজের হয়ে রোস্টন চেজ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ এবং আকিল হোসেন। জেসন হোল্ডার নেন ১ উইকেট।

ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে একাই ব্যাটে-বলে বাজিমাত করেন লোগান ভ্যান বিক। সুপার ওভারের ছয় বলে তাঁর রানের পরিসংখ্যান ৪-৬-৪-৬-৬-৪। অর্থাৎ এই ওভারে তিনি জেসন হোল্ডারকে তিনটি ছক্কা এবং তিনটি চার হাঁকান। কোনও উইকেট না হারিয়ে মোট ৩০ রান হয় এই ওভারে।

উইন্ডিজ জবাবে ব্যাট করতে নামলে বল করতে আসেন ভ্যান বিকই। ব্য়াটের পর বল হাতেও তিনি কামাল করেন। চার্লস তাঁর প্রথম বলে ছক্কা দিয়েই শুরুটা করেন। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি উইন্ডিজ। ভ্যান বিকের পরের চার বলে বলে চার, ছক্কা হওয়া দূরের কথা, দ্বিতীয় ও তৃতীয় বলে দু'টি সিঙ্গল রান হয়। আর চতুর্থ এবং পঞ্চম বলে দুই উইকেট পড়ে যায়। সুপার ওভারে হেরে বসে থাকে ওয়েস্ট ইন্ডিজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘মুখ দেখিয়ে বেড়াই না, পেটের জন্য়…’ রাজ্য সভাপতির দৌড়ে কি দিলীপ ঘোষও? মন্দারমণিতে স্ত্রীকে খুন করার অভিযোগ, আত্মঘাতী হলেন স্বামী, তদন্তে কোস্টাল থানা আগামিকাল কেমন কাটবে? খবর নিন আজই! জানুন ১৯ মার্চ বুধবারের রাশিফল BCCI-র সিদ্ধান্ত বদল! বিদেশ সফরে পরিবারের উপস্থিতির নিয়মে আসবে পরিবর্তন-রিপোর্ট জিনের কারসাজিতেই ভারতে মারাত্মক আকার নিচ্ছে ফুসফুস ক্যানসার? যা বলছেন বিজ্ঞানীরা রোজা রেখেও হিন্দু মহিলার জন্য রক্ত দিলেন নাসিম, গর্বের বাংলা! যাদবপুরকাণ্ডে গ্রেফতার ছাত্র, শুরু হল তুমুল বিক্ষোভ, যানজটও চরমে কলতানের কণ্ঠস্বর সংগ্রহ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য, ভাইরাল অডিয়োর জের হাত দিলেই গরম স্মার্টফোন! কোন উপায়ে কুলডাউন? মেয়েকে জড়িয়ে ধরে চুমু আমিরের, 'গোপনীয়তা বজায় রাখুন…', কেন বললেন ভক্তরা?

IPL 2025 News in Bangla

CT 2025 চ্যাম্পিয়ন হয়ে মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটালেন রোহিত! সামনে এল ছবি IPL 2025 শুরুর আগে দেখে নিন বিরাট কোহলিদের RCB-র সম্পূর্ণ স্কোয়াড ও সূচি 'অ্যানিমাল' হয়ে গেলেন ধোনি! গাড়ি থেকে পরপর বেরোল বন্দুক, মাহির রূপে থ নেটপাড়া দলকে সমস্যায় ফেললে শাস্তি যথাযথ! ব্রুকের IPL থেকে নির্বাসনকে সমর্থন KKR তারকার IPL 2025: KKR জার্সিতে আগুন ঝরাচ্ছেন RCB-র বাতিল তরুণ! চাপে গুরবাজ-ডি'ককরা কঠিন সময় আসল পরীক্ষা নেয়: মাঠে পারফর্ম করে সমালোচকদের জবাব দিতে চান শ্রেয়স চিন্নাস্বামীতে ক্রুণালকে গুগলি মিস্টার নাগসের, পার পেলেন না কোচ ফ্লাওয়ারও- Video IPL 2025-র বিজয়ী দল কত টাকা পুরস্কার পেতে পারে? টুর্নামেন্টের সেরা তারকা কত পায়? প্রথম সপ্তাহেই KKR-এর জোড়া ম্যাচ, IPL 2025-এর শুরুর ৭ দিনের সূচিতে চোখ রাখুন বিশ্বসেরা অল-রাউন্ডারকে নিয়ে দুশ্চিন্তায় শ্রেয়সরা, কবে যোগ দেবেন IPL 2025-এ?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.