৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতে আয়োজিত হতে চলেছে ২০২৩ আইসিসি ওডিআই বিশ্বকাপ। সম্প্রতি ক্রীড়াসূচি সংক্রান্ত যে খবরটি প্রকাশ্যে এসেছে, তাতে জানা গিয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্স এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজিত হতে পারে।
এর আগে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, চেন্নাই এবং মুম্বই ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের জন্য এগিয়ে রয়েছে। কিন্তু এখন বিশ্বকাপে ক্রীড়া সূচির বিষয়গুলি যত এগোচ্ছে, তত একটু একটু করে নানা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। আর সেই রকমই একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু হয়েছে আলোচনা।
আরও পড়ুন: ৪০০-র উপর রান করে রেকর্ডের পাশাপাশি আমেরিকাকে ৩০৪ রানের বড় হারিয়েও নজির গড়ল জিম্বাবোয়ে
এক সূত্র রেভস্পোর্টসকে নিশ্চিত করেছে যে, ইডেন গার্ডেন্স একটি সেমিফাইনাল আয়োজন করবে। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালের আয়োজন করেছিল ওয়াংখেড়ে স্টেডিয়াম, তারা এবার অন্য সেমিফাইনাটি আয়োজন করবে।
সেই সূত্র দাবি করেছে, ‘ইডেন গার্ডেন্স একটি সেমিফাইনালের আয়োজন করতে পারে। তবে এটা নিশ্চিত যে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে অন্য সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমদাবাদে ফাইনাল হবে। ২৭ জুন মুম্বইতে আইসিসির ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে।’
আরও পড়ুন: ১৫ মাস পর রাহানে সহ-অধিনায়ক হলে, পূজারাও দলে ফিরতে পারেন- বড় ইঙ্গিত BCCI সূত্রের
সূচির প্রাথমিক সংস্করণ অনুযায়ী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি এখন অন্য কোথাও অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। এদিকে আমবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২টি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। একটি) ভারত-পাকিস্তান ম্যাচ, দ্বিতীয়টি) বিশ্বকাপের ফাইনাল।
যদিও আমদাবাদে গ্রুপ পর্বের ম্যাচ খেলার বিষয়ে পাকিস্তান তীব্র আপত্তি জানিয়েছে। তারা আইসিসি-কে ভেন্য়ু পরিবর্তনের আবেদন জানিয়েছিল। কিন্তু রাজি হয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এদিকে পাকিস্তানের জন্যই আইসিসি বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণার ক্ষেত্রে মারাত্মক বিলম্ব করছে। এর আগে কখনও এত দেরী করে আইসিসি বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি। ২৭ জুন মুম্বইতে আইসিসির একটি বিশেষ অনুষ্ঠানে সম্পূর্ণ ক্রীড়াসূচি প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।