ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ম্যাচে পরাজিত হল ভারতের মেয়েরা। রেণুকা ও রিচার লড়াই কাজে এল না।
ভারতের স্কোর ১৪০/৫ রান
কাজে এল না রিচার লড়াই। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ভারত তুলল ১৪০ রান। ফলে ১১ রানে পরাজিত হল ভারত।
রান আউট দীপ্তি
৯ বলে সাত রান করে সাজঘরে ফিরলেন দীপ্তি। ক্রিজে রিচা রয়েছেন। এখন ১০ বলে ৩৩ রান দরকার।
অর্ধশতরানের পরেই আউট স্মৃতি
ছক্কা মেরে নিজের অর্ধশতরান পূর্ণ করেছিলেন স্মৃিত। কিন্তু সেই সময়ে ভারতের ম্যাচ জিততে অনেকটা রান দরকার ছিল, তাই রানের গতি বাড়াতে গিয়ে আউট হলেন স্মৃতি।
১৫ ওভারে ভারের স্কোর ৯৩/৩
রিচা ও স্মৃতির দিকে তাকিয়ে গোটা ক্রিকেট মহল। দুই তারকার উপর অনেক কিছু নির্ভর করবে।
আউট হরমনপ্রীত
একলেসটনের বলে কেপসির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত। ১০.২ ওভারে ভারতের স্কোর ৬২/৩ রান।
ভারতের দ্বিতীয় উইকেটের পতন
আউট হলেন জেমিমা। ১৬ বলে ১৩ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ক্যাথরিন ম্যাচে নিজের দ্বিতীয় ক্যাচটি ধরেন। গ্লেনের বলে আউট হন জেমিমা।
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে শেষ। ৬ ওভারে ভারতের স্কোর ৪০/১ রান। স্মৃতি ২০ বলে ২৫ রান করেছেন এবং জেমিমা ৫ বলে ২ রান করে খেলছেন।
আউট শেফালি
বেলের বলে ১১ বলে ৮ রান করে ক্যাথরিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শেফালি বর্মা। ৩.৬ ওভারে ২৯ রানে ভারতের প্রথম উইকেটের পতন হল।
শেফালির চারটে চার
তৃতীয় ওভারে মোট ১৬ রান নিল ভারত। স্মৃতি এই ওভারে চারটি চার মেরে টিম ইন্ডিয়াকে ছন্দে ফেরালেন।
ইনিংসের প্রথম চার মারলেন শেফালি
১.২ ওভারে ভারতয় ইনিংসের প্রথম চার মারলেন শেফালি বর্মা। বড় রানের লক্ষ্যে প্রথম ওভারে মাত্র চার রান তুলল স্মৃতি ও শেফালি।
ভারতের লক্ষ্য ১৫২ রান
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলল ১৫১ রান। ভারতের হয়ে পাঁচ উইকেট শিকার করলেন রেণুকা ঠাকুর। ইংল্যান্ডের হয়ে ৪২ বলে ৫০ করলেন ন্যাট সেভিয়ার ব্রান্ট। ২৭ বলে ৪০ করেন অ্যামি জোনস।
আবার আউট
পাঁচ উইকেট শিকার করলেন রেণুকা ঠাকুর। ক্যাথেরিনে সেভিয়ার ব্রান্টকে শূন্য রানে ফেরালেন রেণুকা।
আবার উইকেট পেলেন রেণুকা
অ্যামি জোনসকে আউট করলেন রেণুকা ঠাকুর। ২৭ বলে ৪০ রান করে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। ১৪৭ রানে ছয় নম্বর উইকেট হারাল ইংল্যান্ড।
৫০ করে আউট ব্রান্ট
৫০ করে দীপ্তি শর্মার বলে স্মৃতির মান্ধনার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ব্রান্ট।
ব্রান্টের অর্ধশতরান
৪১ বলে ৫০ রান করলেন ন্যাট সেভিয়ার ব্রান্ট। এদিনের ইনিংসে ৪১ বলে ৫০ রান করতে পাঁচটি চার মেরেচেন তিনি।
১০০ টপকাল ইংল্যান্ড
১৫ ওভারে ১০০ রান টপকাল ইংল্যান্ড। ১৫ত ওভারে ১৪ রান নিল ইংল্যান্ড। ব্রান্ট ৩৫ বলে ৪৭ রান করে খেলছেন। অ্যামি জোনস ১৪ বলে ১৬ রান করেছেন। শেষ ৫ ওভারে ইংল্যান্ড কত তোলে সেটাই দেখার।
আউট হেথার নাইট
২৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরে ইংল্যান্ড দলকে ৮০ রানে নিয়ে যান হেথার নাইট ও ব্রান্টের জুটি। সেই পার্টনারশিপকে ভেঙে দিলেন শিখা পান্ডে। ২৩ বলে ২৮ রান করে শেফালি বর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান নাইট।
৫০ টপকাল ইংল্যান্ড
চার মেরে দলের পঞ্চাশ টপকালেন ইংল্য়ান্ডের নাইট। ৮.২ ওভারে ৫০ টপকাল ইংল্যান্ড।
৭ ওভারে ৪০/৩
ম্যাচে নিজেদের রাশ ধরে রাখতে চায় ভারত। শুরুতেই রেণুকার গতিতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা। এখন দেখার ব্রিটিশরা স্কোর কোথায় নিয়ে যায়।
আবার উইকেট পেলেন রেণুকা
তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড। সোফিয়া ডাঙ্কলেকে বোল্ড করলেন রেণুকা। ১১ বলে ১০ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৪.৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ২৯/৩ রান।
দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড
টানা দ্বিতীয় ওভারে সাফল্য পান রেণুকা সিং ঠাকুর। ইনিংসের তৃতীয় ওভারে অ্যালিস ক্যাপসিকে ক্লিন বোল্ড করেন তিনি। ছয় বলে তিন রান করেন ক্যাপসি। তার আউটের পর ক্রিজে এসেছেন অভিজ্ঞ খেলোয়াড় নাটালি সাইভার। ছয় বলে ছয় রান করেছেন সোফিয়া ডাঙ্কলি। ইংল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে ১০ রান।
আউট
ইংল্যান্ডের প্রথম উইকেট তুলে নিলেন রেণুকা ঠাকুর। ড্যানিয়েলে ওয়াটকে শূন্য রানে আউট করলেন রেণুকা ঠাকুর। ক্যাচ ধরলেন রিচা ঘোষ। ইংল্য়ান্ডের স্কোর ১/১ রান।
দেখে নিন ভারতের একাদশ
দলে একটি পরিবর্তন করা হয়েছে। শিক্ষাকে দলে আনা হয়েছে। হরমনপ্রীতের নেতৃত্বে দল মাঠে নামছে।
HT বাংলার লাইভে স্বাগত জানাই
গত বছর সেপ্টেম্বর মাসে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে একদিনের সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করেছিল ভারতের মেয়েরা। তার পর আজ আবার ভারতের সামনে ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।