ICC T20 World Cup 2022 কে ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলা লিগ ম্যাচটি সম্ভবত বিরাট কোহলির ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ম্যাচ ছিল। পাকিস্তানের বিরুদ্ধে এককভাবে দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি, এই ইনিংসের ফলে তিনি টিম ইন্ডিয়াকে জয়ীও করেছিলেন। তবে এই ম্যাচের উইনিং শটটা যে রবিচন্দ্রন অশ্বিন খেলেছিলেন তা অনেকেই হয়তো ভুলে গিয়েছেন। অশ্বিন এখন প্রকাশ করেছেন যে শেষ বলের আগে তাঁর এবং বিরাট কোহলির মধ্যে কী কথা হয়েছিল এবং কীভাবে তিনি মানসিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা ব্যাট হাতে জিতিয়েছিলেন।
টিম ইন্ডিয়ার অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিশ্বকাপে যখন আমি পাকিস্তানের (মহম্মদ নওয়াজ) বিরুদ্ধে শেষ বলে ব্যাট করতে আসি, বিরাট কোহলি সেই একটি বল খেলার জন্য আমাকে প্রায় ৭ রকমের বিকল্প বলে দিয়েছিলেন। আমি যখন বিরাটের চোখের দিকে তাকালাম, তাঁর মাথায় শুধু জয়ের ভাবনা ছিল, সে যেন অন্য গ্রহে ছিল। এটি বিরাট কোহলির একটি দুর্দান্ত ইনিংস ছিল। এটি সর্বকালের সেরা ম্যাচগুলির একটি ছিল।’ সেই ম্যাচে বিরাট ৮২ রান করেছিলেন।
অশ্বিন আরও বলেন শেষ বলটি যখন ওয়াইড করা হয়েছিল, তখন তিনি বুঝেগিয়েছিলেন তাঁরা ম্যাচটি জিততে চলেছেন। এই বিষয়ে অশ্বিন বলেছিলেন, ‘যে মুহূর্তে (মহম্মদ) নওয়াজ ওয়াইড বল করেছিলেন, আমি বুঝে গিয়েছিলাম যে আমরা ম্যাচটা জিততে চলেছি। ক্রিকেট নানাভাবে আপনাকে অনেক বার্তা দিতে থাকে, এটা তেমনই একটা কিছু ছিল। এখান থেকেই আমি ইতিবাচক দিকটা ফিরে পেয়েছিলাম এবং ম্যাচটা জিতেছিলাম। যখন আমি ঘুমাতে যাই এবং তখন যদি এই ভিডিয়োটা দেখি, তখন আমি এই গেমটি সম্পর্কে ভাবি। আমি ভাবি যদি বলটা আমার প্যাডে আঘাত করত তাহলে কী হত, এটি খুবই ক্লোজ ছিল, আমি হয়তো ম্যাচটি শেষ করে দিতাম ( হেরে যেতাম), কিন্তু বিরাট একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।’
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিততে শেষ বলে ভারতের দরকার ছিল দুই রান। দীনেশ কার্তিক আউট হয়ে শেষ বল খেলতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ও বিরাটের মধ্যে কিছু কথাবার্তা হয়। অশ্বিন স্ট্রাইক নেন এবং নওয়াজ বোলিং করেন, কিন্তু অশ্বিন কিছুটা অফসাইডে সরে যান এবং বলটি ওয়াইড হয়ে যায়। এরপর অশ্বিন মিড-অফের দিকে চার মেরে ভারতকে জয়ী করেন। এইভাবে, পাকিস্তানকে হারাতে সফল হয়েছিল ভারত। এরফলে ২০২১ সালের হিসাব সমান করেছিল বিরাট কোহলিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।