২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের প্রথম সুপার টুয়েলভ ম্যাচে ফের সম্মুখসমরে নামে দু'দল। উল্লেখযোগ্য বিষয় হল, এক বছরের ব্যবধানে দু'দেশের স্কোয়াডে বৈপ্লবিক কিছু রদবদল হয়নি। তবে দু'টি ম্যাচে উভয় দলের প্লেয়িং ইলেভেনে কয়েকটি বদল চোখে পড়েছে।
অস্ট্রেলিয়া কার্যত একই দল নিয়ে মাঠে নামে। তাদের প্লেয়িং ইলেভেনে একটি মাত্র বদল চোখে পড়ে। স্টিভ স্মিথ বাদ পড়েছেন প্রথম একাদশ থেকে। পরিবর্তে দলে ঢুকেছেন টিম ডেভিড।
যদিও নিউজিল্যান্ডের ২টি ম্যাচের প্লেয়িং ইলেভেনে বদল হয়েছে চারজনের নাম। গত বছর ফাইনালে মাঠে নামা মার্টিন গাপ্তিল, ডারিল মিচেল, টিম সেফার্ত ও অ্যাডাম মিলিন এই ম্যাচে অনুপস্থিত। তাঁদের জায়গায় মাঠে নেমেছেন ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান ও লকি ফার্গুসন।
২০২১ টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।
২০২২ টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।
দলে নেই: স্টিভ স্মিথ।
দলে ঢুকেছেন: টিম ডেভিড।
২০২১ টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেন: মার্টিন গাপ্তিল, ডারিল মিচেল, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, টিম সেফার্ত, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলিন, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
২০২২ টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেন: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
দলে নেই: মার্টিন গাপ্তিল, ডারিল মিচেল, টিম সেফার্ত ও অ্যাডাম মিলিন।
দলে ঢুকেছেন: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান ও লকি ফার্গুসন।