আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের সুবাদে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পয়েছে নমিবিয়া। এবার সুপার ১২-এ তাদের জন্য অপেক্ষা করে আছে হেভিয়েটরা। তবে মাত্র ২৫ লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশের ক্রিকেট দলের কোচ পিয়ের ডি'ব্রুইন কিন্তু লড়াইয়ে এক চুলও জমি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন।
জয়ের পর নমিবিয়া কোচ বলেন, ‘এটা আমাদের এখনও অবধি সফরের দিকে ঘুরে তাকানোর সময় তো বটেই, পাশপাশি একটু মজাও করার সুযোগ। তবে আমরা এখানে এতদূর শুধুমাত্র সংখ্যা বাড়াবো ও কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে সহজ জয় উপহার দেব বলে আসিনি।’ ম্যাচ জয়ের পর কিছুটা সময় বিশ্রাম, তারপরেই আবার সুপার ১২-র প্রস্তুতির পাশপাশি নিজেদের নির্দিষ্ট লক্ষ্য স্থির করবেন বলেও জানান নমিবিয়া কোচ।
এবার নমিবিয়া মুখোমুখি হবে ভারত, পাকিস্তানের মতো দলের। কাজটা কঠিন হলেও প্রতিটা মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চান নমিবিয়া কোচ। ‘ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলির বিরুদ্ধে মাঠে নামা, দলের সকলের জন্যই এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। তবে আমরা ব্যাট, বল, ফিল্ডিং যাই করি না কেন, প্রতিটা বিভাগেই নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে চাই। আমরা শেষ অবধি লড়ে যাব। সুপার ১২-এ মাঠে নামতে মুখিয়ে আছি।’ দাবি ডি'ব্রুইনের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।