বাংলা নিউজ > ময়দান > IND vs AUS Women's T20 WC Semi-Final: তীরে এসে তরী ডুবল ভারতের, ফের অজিদের কাছে হেরে স্বপ্ন ভাঙল ভারতের
ফের অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। ছবি- এএফপি।

IND vs AUS Women's T20 WC Semi-Final: তীরে এসে তরী ডুবল ভারতের, ফের অজিদের কাছে হেরে স্বপ্ন ভাঙল ভারতের

India vs Australia ICC Women's T20 World Cup 2023 Semi-Final Live Score: হরমনপ্রীতের রান-আউটই টার্নিং পয়েন্ট, ভারতকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।

গতবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে সম্মুখসমরে নামে ভারত ও অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখেমুখি হয় ভারত। সাম্প্রতিক অতীতে অজিদের কাছে বারবার আটকে যেতে হয়েছে হরমনপ্রীতদের। এবারও তার অন্যথা হয়নি। সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ভারতকে।

23 Feb 2023, 10:07:48 PM IST

ম্যাচের সেরা গার্ডনার

প্রথমে ব্যাট হাতে ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অ্যাশলেই গার্ডনার। পরে বল হাতে ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গার্ডনার।

23 Feb 2023, 09:43:57 PM IST

ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৭ রানে আটকে যায়। ৫ রানে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ফাইনালের টিকিট পকেটে পোরে। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় হরমনপ্রীতদের। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২০ রান করে নট-আউট থাকেন দীপ্তি শর্মা। ১ বলে ১ রান করেন শিখা।

23 Feb 2023, 09:40:44 PM IST

রাধা যাদব আউট

শেষ ওভারে গার্ডনারের প্রথম বলে ২ রান নেন দীপ্তি। দ্বিতীয় বলেও ২ রান নেন তিনি। তৃতীয় বলে ১ রান নেন দাপ্তি। চতুর্থ বলে আউট হন রাধা। গোল্ডেন ডাকে পেরির হাতে ধরা পড়েন তিনি। ভারত ১৬২ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিখা পান্ডে।

23 Feb 2023, 09:36:11 PM IST

স্নেহ রানা আউট

১৯তম ওভারে জোনাসেনের প্রথন বলে ১ রান নেন রানা। দ্বিতীয় বলে ১ রান নেন দীপ্তি। তৃতীয় বলে কোনও রান ওঠেনি। চতুর্থ বলে ২ রান নেন রানা। পঞ্চম বলে কোনও রান ওঠেনি। শেষ বলে আউট হন স্নেহ রানা। ১০ বলে ১১ রান করে বোল্ড হন তিনি। মারেন ১টি চার। ভারত ১৫৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাধা যাদব। জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার ভারতের।

23 Feb 2023, 09:31:48 PM IST

১৫০ টপকাল ভারত

১৮ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৫৩ রান। জয়ের জন্য ১২ বলে ২০ রান দরকার তাদের। দীপ্তি ১০ ও স্নেহ রানা ৮ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 09:27:37 PM IST

৩ ওভারে ভারতের দরকার ৩১

১৭ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪২ রান। জয়ের জন্য শেষ তিন ওভারে তাদের দরকার ৩১ রান। ১০ বলে ৮ রান করেন দীপ্তি। রানা ব্যাট করছেন ১ রানে।

23 Feb 2023, 09:24:50 PM IST

রিচা ঘোষ আউট

১৫.৬ ওভারে ব্রাউনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে তালিয়ার হাতে ধরা পড়েন রিচা ঘোষ। ১৭ বলে ১৪ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ১৩৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্নেহ রানা। ব্রাউন ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

23 Feb 2023, 09:19:12 PM IST

দুর্ভাগ্যজনক রান-আউট হরমনপ্রীত

১৪.৪ ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত কউর। ধীরে সুস্থে ক্রিজে পৌঁছনোর কথা ছিল হরমনপ্রীতের। তবে পিচে ব্যাট আটকে যাওয়ায় তাঁকে মাঠ ছাড়তে হয়। ৩৪ বলে ৫২ রান করেন হরমনপ্রীত। মারেন ৬টি চার ১টি ছক্কা। ভারত ১৩৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা।

23 Feb 2023, 09:17:37 PM IST

হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত। ১৫তম ওভারে ওয়ারহ্যামের প্রথম ২টি বলে পরপর চার মেরে অর্ধশতরানে পৌঁছন ভারতের ক্যাপ্টেন।

23 Feb 2023, 09:15:23 PM IST

আগ্রাসী ব্যাটিং রিচাদের

১৪তম ওভারে তালিয়া ম্যাকগ্রার দ্বিতীয় বলে জীবনদান পান হরমনপ্রীত। চতুর্থ বলে চার মারেন তিনি। শেষ বলে চার মারেন রিচা। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৪ রান। ৩০ বলে ৪৩ রান করেছেন হরমনপ্রীত। রিচা করেছেন ১৪ বলে ১৪ রান।

23 Feb 2023, 09:08:26 PM IST

জীবনদান পেলেন হরমনপ্রীত

১২.৫ ওভারে ব্রাউনের বলে হরমনপ্রীতের ক্যাচ ছাড়েন অ্যালিসা হিলি। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১১ রান। হরমনপ্রীত ৩৭ ও রিচা ৮ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 09:01:44 PM IST

১০০ টপকাল ভারত

১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ভারত। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১০৭ রান। হরমনপ্রীত ৩৫ ও রিচা ৬ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৪৮ বলে ৬৬ রান দরকার ভারতের।

23 Feb 2023, 08:57:34 PM IST

জেমিমাকে ফেরালেন ব্রাউন

১০.১ ওভারে ব্রাউনের বলে চার মারেন জেমিমা। তবে ঠিক তার পরের বলে উইকেটকিপার হিলির দস্তানায় ধরা পড়েন তিনি। ২৪ বলে ৪৩ রান করেন জেমিমা। মারেন ৬টি চার। ভারত ৯৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিচা ঘোষ। তিনি ওভারের শেষ বলে ১ রান নেন। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৯৮ রান। হরমনপ্রীত ৩৩ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 08:52:41 PM IST

ব্যাট চালাচ্ছেন জেমিমা

দশম ওভারে জর্জিয়ার বলে ২টি চার মারেন জেমিমা। ওভারে মোট ১৩ রান ওঠে। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৩ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৮০ রান দরকার ভারতের। জেমিমা ২২ বলে ৩৯ রান করেছেন। হরমনপ্রীত ২১ বলে ৩৩ রান করেছেন।

23 Feb 2023, 08:50:25 PM IST

৫০ রানের পার্টনারশিপ জেমিমা-হরমনপ্রীতের

৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮০ রান। জেমিমা ও হরমনপ্রীত নিজেদের মধ্যে ৫০ল রানের পার্টনারশিপ পূর্ণ করেন। জেমিমা ২৭ ও হরমনপ্রীত ৩২ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 08:46:10 PM IST

জমাট জুটি জেমিমা-হরমনপ্রীতের

৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৪ রান। জেমিমা রডরিগেজ ১৫ বলে ২৫ রান খরেছেন। তিনি ৩টি চার মেরেছেন। হরমনপ্রীত ১৬ বলে ২৮ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

23 Feb 2023, 08:39:21 PM IST

৫০ টপকাল ভারত

পাওয়ার প্লে-র ৬ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। জেস জোনাসেনের বলে ১টি ছক্কা মারেন হরমনপ্রীত। ওভারে ১২ রান ওঠে। ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৯ রান। ৯ বলে ১৮ রান করেছেন হরমনপ্রীত। ১০ বলে ২০ রান খরেছেন জেমিমা।

23 Feb 2023, 08:35:45 PM IST

পালটা আক্রমণ হরমনপ্রীতদের

পঞ্চম ওভারে এলিস পেরির বলে ১টি চার মারেন জেমিমা, ১টি বাউন্ডারি মারেন হরমনপ্রীত। ওভারে মোট ১৪ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৪৭ রান। হরমনপ্রীত ৬ বলে ১১ রান করেছেন। জেমিমা ৭ বলে ১৬ রান করেছেন।

23 Feb 2023, 08:27:48 PM IST

রান-আউট যস্তিকা

৩.৪ ওভারে নিজের ভুলেই রান-আউট হয়ে মাঠ ছাড়েন যস্তিকা ভাটিয়া। ব্রাউনের বলে শট নিয়েই দৌড় শুরু করেন যস্তিকা। যদিও বল সরাসরি ফিল্ডারের হাতে চলে যাওয়া কোনওভাবেই রান সংগ্রহ করা যেত না। জেমিমা নিজের ক্রিজ ছাড়েননি। যস্তিকা ব্যাটিং ক্রিজে ফিরে আসার আগেই হ্যারিসের ছোঁড়া বল ধরে স্টাম্প ভেঙে দেন হিলি। ৭ বলে ৪ রান করে মাঠ ছাড়েন যস্তিকা। মারেন ১টি চার। ভারত ২৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৩ রান।

23 Feb 2023, 08:21:24 PM IST

সাজঘরে মন্ধনা

২.২ ওভারে গার্ডনারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্মৃতি মন্ধনা। ৫ বলে ২ রান করেন তিনি। ভারত ১৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। তিনি মাঠে নেমে প্রথম ২টি বলে পরপ ২টি চার মারেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৫ রান। জেমিমা ১০ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 08:16:33 PM IST

শেফালি আউট

১.৩ ওভারে মেগান শুটের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শেফালি বর্মা। শেফালি রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হতে হয় শেফালিকে। ৬ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৫ রান।

23 Feb 2023, 08:09:33 PM IST

ভারতের রান তাড়া শুরু

শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন অ্যাশলেই গার্ডনার। প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন শেফালি। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে ১ রান নেন মন্ধনা। পঞ্চম বলে ২ রান নেন শেফালি। শেষ বলে ৪ মারেন তিনি। প্রথম ওভারে ১০ রান সংগ্রহ করে ভারত।

23 Feb 2023, 07:59:23 PM IST

বড় রানের ইনিংস গড়ল অস্ট্রেলিয়া

শেষ ওভারে রেনুকা সিং ঠাকুরের প্রথম বলে ছক্কা মারেন মেগ ল্যানিং। দ্বিতীয় বলে চার মারেন তিনি। তৃতীয় বলে কোনও রান ওঠেনি। চতুর্থ বলে লেগ-বাই হিসেবে ১ রান পায় অস্ট্রেলিয়া। পঞ্চম বলে ১ রান নেন পেরি। শেষ বলে ছক্কা হাঁকান ল্যানিং। ওভারে মোট ১৮ রান ওঠে। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে। ল্যানিং ৩৪ বলে ৪৯ রান করে নট-আউট থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। পেরি ২ বলে ২ রান করেন। রেনুকা ৪ ওভারে ৪১ রান খরচ করেন। জয়ের জন্য ভারতের দরকার ১৭৩ রান।

23 Feb 2023, 07:52:35 PM IST

হ্যারিসকে ফেরালেন শিখা

১৮.৩ ওভারে গ্রেস হ্যারিসকে বোল্ড করে সাজঘরে ফেরান শিখ পান্ডে। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৭ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ১৪৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এলিস পেরি। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৫৪ রান। ল্যানিং ৩৩ রানে ব্যাট করছেন। শিখা ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

23 Feb 2023, 07:47:50 PM IST

গার্ডনারকে ফেরালেন দীপ্তি

১৭.৫ ওভারে দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অ্যাশলেই গার্ডনার। ১৮ বলে ৩১ রান করেন তিনি। মারেন ৫টি চার। অস্ট্রেলিয়া ১৪১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্রেস হ্যারিস। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৪২ রান। ল্যানিং ২৮ রানে ব্যাট করছেন। দীপ্তি ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

23 Feb 2023, 07:45:13 PM IST

রেনুকার ওভারে ১১ রান

১৭তম ওভারে ১১ রান খরচ করেন রেনুকা সিং ঠাকুর। ওভারে ২টি চার মারেন গার্ডনার। অজিদের স্কোর ২ উইকেটে ১৩৭ রান। গার্ডনার ৩০ ও ল্যানিং ২৫ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 07:42:21 PM IST

খরুচে বোলিং রাধার

১৬তম ওভারে ১৩ রান খরচ করেন রাধা যাদব। ২টি চার মারেন গার্ডনার। অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১২৬ রান। গার্ডনার ১২ বলে ২০ রান করেছেন। ল্যানিং ২২ বলে ২৪ রান করেছেন। রাধা ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

23 Feb 2023, 07:38:10 PM IST

১০০ টপকাল অস্ট্রেলিয়া

১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। রানার ওভারে ২টি চার মারেন ল্যানিং। ১টি চার মারেন গার্ডনার। ওভারে ১৪ রান ওঠে। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১১৩ রান। ল্যানিং ২৩ ও গার্ডনার ৮ রানে ব্যাট করছেন। রানা ৪ ওভারে ৩৩ রান খরচ করেছেন।

23 Feb 2023, 07:29:52 PM IST

ফের জীবনদান পেলেন ল্যানিং

১২.৪ ওভারে মেগ ল্যানিংকে স্টাম্প আউট করার সুযোগ হাতছাড়া করেন রিচা ঘোষ। রিচা বল ঠিকমতো ধরতে পারলে আউট হয়ে সাজঘরে ফিরতে হতো অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনকে। ল্যানিং তখন ৯ রানে ব্যাট করছিলেন।

23 Feb 2023, 07:26:11 PM IST

মুনিকে ফেরালেন শিখা

১১.৫ ওভারে শিখা পান্ডের বলে পয়েন্টে শেফালি বর্মার হাতে ধরা পড়েন বেথ মুনি। ৩৭ বলে ৫৪ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। অস্ট্রেলিয়া ৮৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই গার্ডনার। ১২ ওভার শেষে অজিদের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান।

23 Feb 2023, 07:23:24 PM IST

হাফ-সেঞ্চুরি বেথ মুনির

১২তম ওভারে শিখা পান্ডের প্রথম ২টি বলে পরপর চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেথ মুনি। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মুনি।

23 Feb 2023, 07:21:23 PM IST

হাফ-সেঞ্চুরির পথে মুনি

১১তম ওভারে স্নেহ রানার বলে ১টি চার মারেন বেথ মুনি। ওভারে মোট ৯ রান ওঠে। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৭৮ রান। মুনি ৪৪ ও ল্যানিং ৭ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 07:15:19 PM IST

মুনির সহজ ক্যাচ ছাড়লেন শেফালি

৯.২ ওভারে রাধা যাদবের বলে চার মারেন বেথ মুনি। ৯.৪ ওভারে বাউন্ডারি লাইনে মুনির সহজ ক্যাচ ছাড়েন শেফালি। সেই বলে চার রান পেয়ে যান মুনি। জীবনদান পাওয়ার সময় মুনি দাঁড়িয়েছিলেন ৩২ রানে। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬৯ রান। মুনি ৩৭ ও ল্যানিং ৫ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 07:10:52 PM IST

ল্যানিংয়ের ক্যাচ ছাড়লেন রিচা

৮.২ ওভারে স্নেহ রানার বলে মেগ ল্যানিংয়ের ক্যাচ ছাড়লেন রিচা ঘোষ। ল্যানিং তখন ১ রানে ব্যাট করছিলেন। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫৯ রান। মুনি ২৮ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 07:06:29 PM IST

হিলিকে স্টাম্প করলেন রিচা

সপ্তম ওভারে বল করতে এসে ৪ রান খরচ করেন শিখা। অষ্টম ওভারের প্রথম বলে চার মেরে অস্ট্রেলিয়াকে ৫০ রানের গণ্ডি পার করান মুনি। ৭.৩ ওভারে রাধা যাদবের বলে অ্যালিসা হিলিকে স্টাম্প-আউট করেন রিচা ঘোষ। ২৬ বলে ২৫ রান করেন হিলি। মারেন ৩টি চার। অস্ট্রেলিয়া ৫২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেগ ল্যানিং। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫৪ রান।

23 Feb 2023, 06:57:33 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারের খেলা শেষ। অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৪৩ রান। দীপ্তির ওভারে ১টি ছক্কা মারেন মুনি। তিনি ১৯ রানে ব্যাট করছেন। ১৪ বলের ইনিংসে মুনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। হিলি ২২ বলে ২৩ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন।

23 Feb 2023, 06:52:09 PM IST

শিখার ওভারে ৫ রান

পঞ্চম ওভারে প্রথমবার বল করতে আসেন শিখা পান্ডে। তাঁর প্রথম ওভারে ৫ রান তোলে অস্ট্রেলিয়া।৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩১ রান। হিলি ২০ ও মুনি ১০ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 06:49:40 PM IST

টাইট ওভার দীপ্তির

চতুর্থ ওভারে বল করতে এসে ৫ রান খরচ করেন দীপ্তি শর্মা। প্রথম বলে চার মারেন হিলি। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৬ রান। হিলি ১৯ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 06:42:51 PM IST

রেনুকার ওভারে ৭ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন রেনুকা সিং ঠাকুর। প্রথম বলেই চার মারেন হিলি। ওভারে মোট ৭ রান ওঠে। তিন ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২১ রান। হিলি ১৪ ও মুনি ৭ রানে ব্যাট করছেন।

23 Feb 2023, 06:38:53 PM IST

দীপ্তির ওভারে ৮ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন দীপ্তি শর্মা। শেষ বলে চার মারেন মুনি। ওভারে মোট ৮ রান ওঠে। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১৪ রান। 

23 Feb 2023, 06:30:54 PM IST

সেমিফাইনালের লড়াই শুরু

বেথ মুনিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অ্যালিসা হিলি। বোলিং শুরু করেন রেনুকা সিং ঠাকুর। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন হিলি। পঞ্চম বলে ২ রান নেন তিনি। প্রথম ওভারে ৬ রান ওঠে।

23 Feb 2023, 06:24:06 PM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

অ্যালিসা হিলি (উইকেটকিপার), বেথ মুনি, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), অ্যাশলেই গার্ডনার, এলিস পেরি, তালিয়া ম্যাকগ্রা, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহ্যাম, জেস জোনাসেন, মেগান শুট ও ডার্সি ব্রাউন।

23 Feb 2023, 06:13:11 PM IST

ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, যস্তিকা ভাটিয়া, স্নেহ রানা, শিখা পান্ডে, রাধা যাদব ও রেনুকা সিং ঠাকুর।

23 Feb 2023, 06:09:53 PM IST

তিনটি বদল ভারতীয় দলে

সেমিফাইনালে নিজেদের প্রথম একাদশে তিনটি বদল করে ভারত। পূজা বস্ত্রকার ছিটকে গিয়েছেন। তাঁর বদলে দলে ঢোকেন স্নেহ রানা। রাজেশ্বরী গায়কোয়াড়ের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পান রাধা যাদব। যস্তিকা ভাটিয়া দলে ঢোকেন দেবিকা বৈদ্যর পরিবর্তে।

23 Feb 2023, 06:04:29 PM IST

টস জিতল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে টস হারল ভারত। টস জিতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, কেপ টাউনে রান তাড়া করবে ভারত।

23 Feb 2023, 05:45:55 PM IST

অজিদের কাছে বারবার আটকেছেন হরমনপ্রীতরা

গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মানা ছাড়াও বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ফাইনালেও অজিদের কাছে পরাস্ত হন হরমনপ্রীতরা। গত ডিসেম্বরে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-২০ সিরিজেও অজিদের কাছে হার মানতে হয় ভারতকে। ক'দিন আগেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়া হারায় ভারতের মহিলা ক্রিকেট দলকে।

23 Feb 2023, 05:38:32 PM IST

কোন পথে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

১. এ-গ্রুপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারায়।
২. এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে।
৩. এ-গ্রুপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দেয়।
৪. এ-গ্রুপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারায়।

23 Feb 2023, 05:32:28 PM IST

কোন পথে সেমিফাইনালে ভারত

১. বি-গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায়।
২. বি-গ্রুপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দেয়।
৩. বি-গ্রুপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে হারে।
৪. বি-গ্রুপের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে পরাজিত করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ দু'দফার ভোটের পরই 'প্যানিক' বাটনে চাপ BJP-র! রাজ্য নেতাদের জন্য তৈরি ‘চাবুক’ 'আগে হাত জোড় করে...' আদাবে অভ্যস্থ হলেও, 'নমস্কার' দারুণ শক্তিশালী, মত আমিরের ইরানের নেতাকে ‘খুব খারাপ মানুষ’ বলে উল্লেখ NCERT-বইতে, বিতর্ক তুঙ্গে সাতসমুদ্র তেরো নদী পেরিয়ে মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় ফুচকা! খেতেই মুগ্ধ বিচারকরা ৪ রাশির জন্য গুরুর গমন শুভ, অর্থর পাশাপাশি ভিন্ন ক্ষেত্রে হবে অগ্রগতি রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… সংবিধান বদলে দিতে চাইছে, বিজেপির গোপন ছক জানেন? নয়া ধমাকা নিয়ে হাজির মহাজোট

Latest IPL News

ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ টিম ডেভিডের শট লাগল দর্শকের মুখে, এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিল ক্যাপিটালসরা DC ম্যাচে হারের জন্য তিলক বর্মাকেই দোষী মনে করেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ‘ধুর! এক রান, দু রান নিতে ভালো লাগে না’… সরল স্বীকারোক্তি অস্ট্রেলিয়ান ব্যাটারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.