IND vs AUS WTC Final: আনলাকি নয়, ভারতের ‘লাকি থার্টিন’ হিসেবে টেস্টে ৫ হাজার রান রাহানের, দেখুন তালিকায় কারা রয়েছেন
Updated: 09 Jun 2023, 10:13 PM ISTIndia vs Australia ICC World Test Championship Final: সংস্কারবশত ১৩ নম্বরকে অনেকেই আনলাকি বা দুর্ভাগ্যজনক হিসেবে বিবেচনা করেন। তবে টেস্টে ৫০০০ রান করা কখনই দুর্ভাগ্যের হতে পারে না। বরং ভারতের ১৩ নম্বর ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করা অজিঙ্কা রাহানে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন নিশ্চিত।
পরবর্তী ফটো গ্যালারি