কথায় আছে, সকালটাই বলে দেয় সারা দিন কেমন কাটতে চলেছে। জসপ্রীত বুমরাহর কাছে বিষয়টা একেবারেই যথার্থ হয়ে দেখা দেয়। তিনি একেবারে শুরুতেই বুঝে গিয়েছিলেন, ওভালে তাঁর নায়ক হওয়ার মঞ্চ প্রস্তুত।
কেনিংটন ওভালে জসপ্রীত বুমরাহ শুধু নিজের ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং করেন এমন নয়, বরং ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় পেসার হিসেবে সর্বকালের সেরা বোলিং পারফর্ম্যান্স মেলে ধরেন। তিনি ৭.২ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন।
বুমরাহর এমন দুর্দান্ত বোলিংয়ের জন্যই ইংল্যান্ডকে মাত্র ১১০ রানে গুটিয়ে দেয় ভারত। পরে কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্য পৌঁছে যেতে বিশেষ অসুবিধা হয়নি রোহিত শর্মাদের। বুমরাহ সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
পুরস্কার বিতরণী মঞ্চে বুমরাহ বলেন, ‘যখন বল সুইং করে এবং সিম মুভমেন্ট দেখা যায়, সাদা বলের ক্রিকেটে বল করা আকর্ষক হয়ে ওঠে। শুরুর দিকে পিচ থেকে সাহায্য মেলায় ভীষণ খুশি। আমি প্রথম বলেই বুঝে যাই, বল সুইং করছে। যদি সুইং না মেলে, তখন আপনি স্বাভাবিকভাবেই লেনথ আরও পিছিয়ে নেন। যখন বল নড়াচড়া করে, তখন আপনার বাড়তি কিছু করার প্রয়োজন হয় না। পাটা পিচে আপনাকে নিয়ন্ত্রণের পরীক্ষা দিতে হয়।’
আরও পড়ুন:- রোহিতের ছক্কায় আহত গ্যালারিতে বসে থাকা ছোট মেয়ে! ছুটে গেলেন কোন দলের ফিজিও?
পরক্ষণেই বুমরাহ বলেন, ‘শামির সঙ্গে আমার কথা হয়। আমরা ঠিক করি যে, বল যখন সুইং করছে, ফুল নেলথ ডেলিভারির পিছনেই দৌড়ব। সেটাই কার্যকরী হয়ে দাঁড়ায়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।