এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের কাছে হারতে হলেও পরবর্তী ট-২০ সিরিজ জিতে মধুর প্রতিশোধ নিয়েছে টিম ইন্ডিয়া। এবার লড়াই ওয়ান ডে ফর্ম্যাটে। ব্রিটিশদের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ জিততে পারলে চলতি ইংল্যান্ড সফরে সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের অধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে ভারত। আপাতত সেই পথে এক পা এগিয়ে গেলেন রোহিত শর্মারা। ওভালে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডরে ১০ উইকেটে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া।
ম্যাচের সেরা বুমরাহ
১৯ রানে ৬ উইকেট নিয়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন জসপ্রীত বুমরাহ। সঙ্গত কারণেই তিনি ম্যাচের সেরার পুরস্কার জেতেন।
১০ উইকেটে জয় ভারতের
ইংল্যান্ডের ১১০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিনা উইকেটে ১১৪ রান তুলে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। তারা ১০ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয়। ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ৩১ রান করে নট-আউট থাকেন শিখর ধাওয়ান। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়ান ডে ক্রিকেটে এই প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ জেতে ভারত। সেদিক থেকে রোহিতদের এটি রেকর্ড জয় সন্দেহ নেই।
১০০ টপকাল ভারত
১৮ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১০১ রান। রোহিত শর্মা ৬৭ রানে ব্যাট করছেন। শিখর ধাওয়ান অপরাজিত রয়েছেন ২৭ রানে। জয়ের জন্য ভারতের দরকার ১০ রান।
হাফ-সেঞ্চুরি রোহিতের
৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ভারত ১৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৭ রান সংগ্রহ করেছে। ৭টি চার ও ৪টি ছক্কার সারায্যে ৫৪ বলে ৬৬ রান করেছেন রোহিত। ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ২৪ রান করেছেন ধাওয়ান। জয়ের জন্য ভারতের দরকার ১৪ রান।
১৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৭১
১৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭১ রান। রোহিত শর্মা ৪১ বলে ৪৫ রান করেছেন। শিখর ধাওয়ান ৪৩ বলে ২১ রান করেছেন। জয়ের জন্য ভারতের দরকার আরও ৪০ রান।
৫০ টপকাল ভারত
দশম ওভারে ওভার্টনের শেষ ২টি বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন রোহিত শর্মা। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫৬ রান। রোহিত ২৯ বলে ৩৮ রান করেছেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ধাওয়ান ৩১ বলে ১৫ রান করেছেন।
আগরকরের রেকর্ড ভাঙলেন শামি
ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি উইকেট নেওয়ার পথে আগরকরের সর্বকালীন রেকর্ড ভেঙে দেন মহম্মদ শামি। বিস্তারিত পড়ুন:- IND vs ENG: বুমরাহর আড়ালে থেকেই আগরকরের সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন শামি
টপলির ওভারে ১৬ রান
সপ্তম ওভারে টপলির বলে ২টি চার মারেন ধাওয়ান। ১টি চার মারেন রোহিত। ওভারে মোট ১৬ রান ওঠে। ভারত ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৭ রান তুলেছে। ২১ বলে ২৩ রান করেছেন রোহিত। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ধাওয়ান ২১ বলে ১৩ রান করেছেন।
ভারতের রান তাড়া করা শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন ডেভিড উইলি। প্রথম বলেই ধাওয়ানকে রান-আউট করার সহজ সুযোগ হাতছাড়া করে ইংল্যান্ড। প্রথম ওভারে ১ রান ওঠে।
অল-আউট ইংল্যান্ড
২৫.২ ওভারে ডেভিড উইলিকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসে দাঁড়ি টেনে দেন জসপ্রীত বুমরাহ। উইলি ৩টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২১ রান করে আউট হন। ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ৬ রান করে অপরাজিত থাকেন টপলি। ইংল্যান্ড ১১০ রানে অল-আউট হয়ে যায়। ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের এটি সব থেকে কম রানের দলগত ইনিংস। বুমরাহ ৭.২ ওভারে ৩টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে কোনও ভারতীয় পেসারের এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১১১ রান।
৫ উইকেট বুমরাহর
২৩.২ ওভারে ব্রাইডন কার্সকে বোল্ড করে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন জসপ্রীত বুমরাহ। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন কার্স। ইংল্যান্ড ১০৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রীস টপলি। বুমরাহ ৭ ওভারে ১৯ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
১০০ ছুঁল ইংল্যান্ড
২২ ওভারে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১০০ রান। ডেভিড উইলি ২০ বলে ১৯ রান করেছেন। ১৯ বলে ১৩ রান করেছেন কার্স।
২০ ওভারে ইংল্যান্ড ৮ উইকেটে ৮৪
২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ৮৪ রান। ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের সব থেকে কম রানের দলগত ইনিংস হল ৮৬ রানের। সুতরাং, আর ৩ রান করলে সেই লজ্জা এড়িয়ে যাবে তারা। উইলি ও কার্স, উভয়েই ব্যক্তিগত ৮ রানে ব্যাট করছেন।
ওভার্টনকে ফেরালেন শামি
১৬.৩ ওভারে শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্রেগ ওভার্টন। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৮ রান করে মাঠ ছাড়েন তিনি। ইংল্যান্ড ৬৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্রাইডন কার্স। ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন শামি।
বাটলারকে ফেরালেন শামি
১৪.৩ ওভারে শামির বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন জোস বাটলার। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন ব্রিটিশ দলনায়ক। ইংল্যান্ড ৫৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রেগ ওভার্টন। শামি ৫ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
মইন আলি আউট
১৩.৫ ওভারে নিজের বলেই মইন আলির দুর্দান্ত ক্যাচ ধরেন প্রসিধ কৃষ্ণা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন মইন। ইংল্যান্ড ৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড উইলি। বাটলার ব্যাট করছেন ২৪ রানে।
১০ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ৩০
১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৩০ রান। বুমরাহর ওভারের পঞ্চম বলে মইন আলির ক্যাচ ছাড়েন পন্ত। বাটলার ১৪ রানে ব্যাট করছেন।
লিভিংস্টোনকে ফেরালেন বুমরাহ
৭.৫ ওভারে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিয়াম লিভিংস্টোন। ৮ বল খেলে খাতা খপলতে পারেননি তিনি। এই নিয়ে ইংল্যান্ডের চারজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হলেন। ইংল্যান্ড ২৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। বুমরাহ ৪ ওভারে ২টি মেডেন-সহ ৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। বাটলার ব্যাট করছেন ১১ বলে ১২ রান করে।
বুমরাহ ফেরালেন বেয়ারস্টোকে
৫.৩ ওভারে বুমরাহর বলে পন্তের দস্তানায় ধরা পড়েন জনি বেয়ারস্টো। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৭ রান করে মাঠ ছাড়েন জনি। ইংল্যান্ড ১৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ড ৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২ রান সংগ্রহ করেছে। বুমরাহ ৩ ওভারে ১টি মেডেন-সহ ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেছেন।
স্টোকসকে ফেরালেন শামি
২.৪ ওভারে শামির বলে পন্তের দস্তানায় ধরা পড়েন বেন স্টোকস। টেস্ট দলনায়ক গোল্ডেন ডাকে ফেরায় ইংল্যন্ড ৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন নতুন ওয়ান ডে ক্যাপ্টেন বাটলার। তিনি ক্রিজে এসে ওভারের শেষ ২টি বলেই বাউন্ডারি মারেন। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৫ রান। বাটলার ৮ ও বেয়ারস্টো ৫ রানে ব্যাট করছেন।
জো রুট আউট
১.৬ ওভারে বুমরাহর বলে ব্যাটের কানা লাগিয়ে উইকেটকিপার ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন জো রুট। ২ বল খেলে শূন্য রানে আউট হন রুট। ইংল্যান্ড ৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস। নিজের প্রথম ওভারে কোনও রান খরচ না করেই ২টি উইকেট তুলে নেন বুমরাহ।
জেসনকে ফেরালেন বুমরাহ
১.৪ ওভারে বুমরাহর অফ-স্টাম্পের বাইরের বল ব্যাটের ভিতরের কানায় লাগিয়ে বোল্ড হলেন জেসন রয়। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি রয়। ইংল্যান্ড ৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জো রুট।
ম্যাচ শুরু
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জনি বেয়ারস্টো ও জেসন রয়। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন বেয়ারস্টো।
ইংল্যান্ডের প্রথম একাদশ
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রেগ ওভার্টন, ডেভিড উইলি, ব্রাইডন কার্স ও রীস টপলি।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।
খেছেন না কোহলি
শেষমেশ সত্যি হল আশঙ্কা। চোটের জন্য সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে পারলেন না বিরাট কোহলি। টসের পরে রোহিত শর্মা জানালেন, কোহলির জায়গায় তিন নম্বরে ব্যাট করবেন শ্রেয়স আইয়ার।
টস জিতলেন রোহিত
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। পিচে গাস রয়েছে, আবহাওয়াও মেঘাচ্ছন্না। সেকারণেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন হিটম্যান।
নজর থাকবে ধাওয়ানের দিকে
টেস্ট দল থেকে বাদ পড়েছেন। সম্প্রতি টি-২০ দলেও ডাক পান না শিখর ধাওয়ান। কেবল ওয়ান ডে ফর্ম্যাটে টিম ইন্ডিয়ায় টিকে রয়েছেন গব্বর। যদিও বরাবরের মতো এবারও আইপিএলে ব্যাট হাতে সফল হয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরেও ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামবেন ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। দু'টি সিরিজে অভাবনীয় কিছু করে দেখাতে পারলে শিখর টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের আলোচনায় চলে আসবেন নিশ্চিত।
কোহলি কি মাঠে নামবেন?
কুঁচকিতে চোট রয়েছে বিরাট কোহলির। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বিরাটের মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। ব্যাট হাচে চূড়ান্ত অফ ফর্মে থাকা কোহলি কি চোট নিয়েও মাঠে নামার ঝুঁকি নেবেনে? সবাই তাকিয়ে সেই দিকেই। চোখ রাখুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশে।
ইংল্যান্ড বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃ্ষ্ণা, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং।