বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: গোটা টেস্ট দুরন্ত ব্যাটিং করেও অবাঞ্ছিত নজিরের মালিক ইংলিশ অধিনায়ক জো রুট

IND vs ENG: গোটা টেস্ট দুরন্ত ব্যাটিং করেও অবাঞ্ছিত নজিরের মালিক ইংলিশ অধিনায়ক জো রুট

প্রথম ইনিংসে শতরানের পর জো রুট। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

প্রথম ইনিংসে অপরাজিত ১৮০ রানের পাশপাশি দ্বিতীয় ইনিংসে ৩৩ রান করেন রুট।

দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে নাটকীয় ভঙ্গিমায় রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। তবে গোটা ম্যাচেই ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন জো রুট। ম্যাচ শেষে ট্র্যাজিক হিরো হয়েই গড়লেন নজির। তবে এ নজির কৃতিত্বের পাশপাশি হতাশারও।

প্রথম ইনিংসে দুরন্ত দক্ষতার পরিচয় দিয়ে নিজের ২২তম শতরান করার পাশপাশি দ্বিতীয় ইংল্যান্ড ক্রিকেটার হিসাবে নয় হাজার রানের মাইলফলকও অতিক্রম করেন রুট। ভারতীয় ফাস্ট বোলারদের আগুনে বোলিংয়ের সামনে বাকি ইংল্য়ান্ড ব্যাটসম্যানরা আত্মসমর্পণ করলেও রুট নিজের শিকড় গেড়ে একদিক আগলে রাখেন।

অবশেষে গোটা দল একপাশ থেকে আউট হয়ে গেলেও ১৮০ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ড অধিনায়ক। পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩৩ রান করেন তিনি। রুট প্রমাণ করে দেন কেন তিনি বর্তমান ক্রিকেটের ‘বহুচর্চিত ফ্যাব’ ফোরের অংশ।

দ্বিতীয় ইনিংসে আউট হয়ে হতাশ রুট। ছবি- রয়টার্স।
দ্বিতীয় ইনিংসে আউট হয়ে হতাশ রুট। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

তবে কাজে এল না রুটের অধিনায়কচিত ইনিংস। ম্যাচ শেষে হতাশই হাতে লাগল তাঁর। প্রায় দেড় শতকের রেকর্ডও ভেঙে রুটের প্রথম ইনিংসে করা ১৮০ রানই টেস্টের ইতিহাসে কোন পরাজিত অধিনায়কের করা সর্বোচ্চ অপরাজিত স্কোর। ১৮৮০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই অস্ট্রেলিয়ান অধিনায়ক বিলি মার্ডকের করা অপরাজিত ১৫৩ রানের ইনিংসকে টপকে এই অবাঞ্ছিত রেকর্ডের মালিক এখন তিনিই।

বন্ধ করুন