
Ind vs Eng: বিরাটকে কীভাবে আউট করতে হবে, বুঝে উঠতে পারছেন না ইংরেজ তারকা
১ মিনিটে পড়ুন . Updated: 31 Jan 2021, 01:44 PM IST- 'বিরাটের ব্যাটিং টেকনিকে নেই কোনও দুর্বলতা।'
শুভব্রত মুখার্জি
আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই পিতৃত্বকালীন ছুটির কারণে বিরাট কোহলি দেশে ফিরে এসেছিলেন। এবার ইংল্যান্ড সিরিজে ফের দলে ফিরেছেন অধিনায়ক বিরাট। আগের বছর টেস্টে একটিও শতরানের ইনিংস না খেলতে পারা বিরাট স্বাভাবিকভাবেই মুখিয়ে থাকবেন।
স্বাভাবিকভাবেই বিরাট কোহলির উইকেটটি নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন ইংল্যান্ডের বোলাররাও। এই বিষয়ে বলতে গিয়েই সম্প্রতি এক ভিডিয়ো কনফারেন্সে মইন আলি জানালেন বিরাট সম্বন্ধে তাঁদের ভাবনাচিন্তার কথা। তিনি বলেন, 'বিরাট নিঃসন্দেহে এক অসাধারণ ক্রিকেটার। ও অবশ্যই উদ্ধুদ্ধ হয়ে খেলে। আমাদের বিরুদ্ধে রান করতে ও মুখিয়ে থাকবে। অজিদের বিরুদ্ধে সিরিজে ভারত দারুণ ফল করেছে। কিন্তু পিতৃত্বকালীন ছুটির কারনে ও সিরিজে খেলতে পারেনি। ফলে এই সিরিজে ওর রান করার খিদেটা আরও বেশি থাকবে।'
বিরাটকে আউট করার প্রসঙ্গে মইন বলেন, 'আমি জানি না, আমরা কীভাবে ওকে আউট করবো। আমার মনে হয় না, ওর ব্যাটিংয়ে সেভাবে কোনও দুর্বলতা আছে। তবে আমাদের বোলিং লাইন আপও খুব ভালো। কয়েকজন ভালো পেসার আছে আমাদের।আমরা খুব ভালো বন্ধু। তবে নিজেদের মধ্যে কথোপকথনের সময় আমরা খুব একটা ক্রিকেট নিয়ে কোনওদিন আলোচনা করিনি।'