HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs SL 2nd T20: জাদেজার ঝোড়ো ইনিংস, শ্রেয়সের দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচ জিতল ভারত

IND vs SL 2nd T20: জাদেজার ঝোড়ো ইনিংস, শ্রেয়সের দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচ জিতল ভারত

১৮ বলে ৪৫ করেন জাদেজা, ৪৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার।

ব্যাট হাতে ভারতের দুই নায়ক রবীন্দ্র জাদেজা ও শ্রেয়স আইয়ার। ছবি- পিটিআই।

ধরমশালায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক দাসুন শানাকা (১৯ বলে ৪৭ রান) এবং ওপেনার পাথুম নিসঙ্কার (৫৩ বলে ৭৫ রান) দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় রান তোলে শ্রীলঙ্কা। শেষ ৪ ওভারেই আসে ৭২ রান। ভারতের ৫ বোলারই একটি করে উইকেট পান। ভারতীয় দল প্রথম ওভারেই রোহিত শর্মার (২ বলে ১ রান) উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, ফের একবার ভারতের ত্রাতা হয়ে উঠেন শ্রেয়স আইয়ার। সিরিজে নাগাড়ে দ্বিতীয় অর্ধশতরান (৪৪ বলে ৭৪ রান) করে অপরাজিত থাকেন তিনি। অপরদিকে, প্রথমে সঞ্জু স্যামসান (২৫ বলে ৩৯ রান) ও পরে রবীন্দ্র জাদেজার (১৮ বলে ৪৫ রান) ঝোড়ো ব্য়াটিংয়ে ১৭ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ তথা সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া।

26 Feb 2022, 10:52 PM IST

ম্যাচ সেরা শ্রেয়স আইয়ার

ছয়টি চার ও চারটি ছক্কার সুবাদে ৪৪ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলার সুবাদে শ্রেয়স আইয়ারকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

26 Feb 2022, 10:26 PM IST

সিরিজ জয় 

১৭ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে গেল ভারতীয় দল। চার মেরে ম্যাচ শেষ করলেন রবীন্দ্র জাদেজা। ১৮ বলে অপরাজিত ৪৫ রান করেন জাদেজা, ৪৪ বলে ৭৪ রান করে নট আউট থাকেন শ্রেয়স আইয়ার।

26 Feb 2022, 10:24 PM IST

জয় মাত্র সময়ের অপেক্ষা

১৭তম ওভারে উঠল ৭ রান। বর্তমান স্কোর ১৮২-৩। ভারতের জয়ের জন্য আর মাত্র দুই রান বাকি।

26 Feb 2022, 10:20 PM IST

দুরন্ত জাদেজা

১৬ নম্বর ওভারে চামিরার বিরুদ্ধে একাই ২১ রান করলেন জাদেজা, ওভারে উঠল ২২ রান। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১৭৫-৩। জাদেজা ১৫ বলে ৩৯ রান করেছেন, শ্রেয়স খেলছেন ৬৯ রানে (৪০ বলে)। জয়ের জন্য আর মাত্র ৯ রান চাই।

26 Feb 2022, 10:15 PM IST

১৫তম ওভারে উঠল ১৭ রান

১৫তম ওভারে বিনুরার বিরুদ্ধে ১৭ রান তুলল ভারতীয় দল। ১৫০-র গণ্ডিও টপকে গেল টিম ইন্ডিয়া। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১৫৩-৩। জাদেজা খেলছেন ১৮ রানে (৯ বলে), শ্রেয়সের সংগ্রহ ৬৯ রান (৪০ বলে)। ৩০ বলে জয়ের জন্য আর মাত্র ৩২ রান দরকার, হাতে রয়েছে ৭ উইকেট।

26 Feb 2022, 10:01 PM IST

সঞ্জু আউট

ইনিংসের ১৩তম ওভারে লাহিরু কুমারাকে তিন ছক্কা ও একটি চার হাঁকিয়ে মোট ২৩ রান (একটি ওয়াইড) তুললেও ওভারের শেষ বলে আউট হলেন সঞ্জু স্যামসন। ২৫ বলে ৩৯ রান করেন সঞ্জু। স্লিপে দুর্ধর্ষভাবে লাফিয়ে তাঁর ক্যাচ ধরেন বিনুরা ফার্নান্ডো। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১২৮-৩। ক্রিজে নতুন ব্যাটার রবীন্দ্র জাদেজা।

26 Feb 2022, 09:53 PM IST

শতরান পূর্ণ করল ভারত

ইনিংসের ১২ নম্বর ওভারে ১০০-র গণ্ডি টপকাল টিম ইন্ডিয়া। ১২ ওভার শেষে ভারতের স্কোর ১০৫-২। শ্রেয়স খেলছেন ৬৪ রানে (৩৬ বলে), সঞ্জু খেলছেন ১৭ রানে (১৯ বলে)।

26 Feb 2022, 09:48 PM IST

নাগাড়ে দ্বিতীয় অর্ধশতরান শ্রেয়সের

গত ম্যাচে ২৫ বলে ৫০ করেছিলেন, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩০ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার। নিজের ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন শ্রেয়স। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৯১-২।

26 Feb 2022, 09:42 PM IST

১০ ওভার শেষে ভারতের স্কোর ৮০-২

দশম ওভারে উঠল ১০ রান। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৮০-২। ম্যাচ জিততে হলে বাকি ১০ ওভারে টিম ইন্ডিয়াকে ১০৪ রান করতে হবে।

26 Feb 2022, 09:37 PM IST

আগ্রাসী শ্রেয়স 

প্রবীণ জয়াবিক্রমের ওভারে ১৪ রান তুলল টিম ইন্ডিয়া। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৭০-২। এই ওভারে জয়াবিক্রমেকে পর পর দুই বলে দু'টি ছক্কা হাঁকান শ্রেয়স আইয়ার।

26 Feb 2022, 09:29 PM IST

৫০-র গণ্ডি টপকাল ভারত

ইনিংসের সপ্তম ওভারে ৫০-র গণ্ডি টপকাল ভারতীয় দল। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫১-২। শ্রেয়স ব্যাট করছেন ২৮ রানে (১৮ বলে), সঞ্জু খেলছেন ২ রানে (৭ বলে)।

26 Feb 2022, 09:26 PM IST

পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভারে ৪৬ রান তুলল ভারত। তবে ইতিমধ্যেই রোহিত শর্মা ও ইশান কিষাণের উইকেট খুইয়েছে টিম ইন্ডিয়া।।

26 Feb 2022, 09:18 PM IST

ইশান কিষাণ আউট

লাহিরু কুমারার বলে দাসুনা শানাকার হাতে ক্যাচ দিয়ে আউট হন ইশান কিষাণ। ১৫ বলে ১৬ রান ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। ৫.১ ওভারে ভারতের স্কোর ৪৪/২ উইকেট

26 Feb 2022, 09:17 PM IST

বাউন্ডারির হ্যাটট্রিক

পর পর তিনটে বাউন্ডারি হাঁকালেন শ্রেয়স আইয়ার। বিনুরার ওভারের শেষ তিন বলে তিনটে চার হাঁকান শ্রেয়স আইয়ার। 

26 Feb 2022, 09:12 PM IST

চার ওভার শেষে ভারতের স্কোর ৩০/১

রোহিত আউট হয়ে যাওয়ার পরে ইনিংসের হাল ধরেছেন ইশান ও শ্রেয়স। এখনও পর্যন্ত ইশান করেছেন ১৬ রান ও শ্রেয়স করেছেন ১১ রান। 

26 Feb 2022, 09:09 PM IST

চোট পেলেন ইশান কিষাণ

চতুর্থ ওভারে দ্বিতীয় বলে হেলমেটে লাগে ইশান কিষাণের। লাহিরু কুমারার বাউন্স ইশানের হেলমেটে লাগে। খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। তবে পরে আবার ব্যাট করতে শুরু করেন ইশান। 

26 Feb 2022, 09:06 PM IST

তিন ওভার শেষে স্কোর ২৩/১

দুশমান্থার দ্বিতীয় ওভারে অল্পের জন্য রক্ষা পেলেন শ্রেয়স আযার। বল সুইং না করলে হয়তো আউট হতেন আইয়ার। ম্যাচর তৃতীয় ওভারে এল ৫ রান।

26 Feb 2022, 09:00 PM IST

বাউন্ডারি মেরে খাতা খুললেন শ্রেয়স

রোহিত আউট হতে তিন নম্বরে ব্যাট করতে নামলেন শ্রেয়স আইয়ার। ওভারের পঞ্চম বলে চার হাঁকিয়ে ইনিংসে নিজের রানের খাতা খুললেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ওভারেও ৯ রান করল ভারত। দ্বিতীয় ওভারের শেষে ভারতের স্কোর ১৮/১

26 Feb 2022, 08:56 PM IST

রোহিত শর্মা আউট

ভারতের প্রথম উইকেটের পতন।  দুশমান্থা চামিরার প্রথম ওভারের শেষ বলে বোল্ড আউট হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১ ওভারে ভারতের স্কোর ৯/১ 

26 Feb 2022, 08:54 PM IST

ইশানের বাউন্ডারি

দুশমান্থার ওভার দিয়ে শুরু শ্রীলঙ্কার বোলিং ইনিংস। প্রথম বলে রোহিত এক রান নেন। প্রথম ওভারের তৃতীয় বলে এদিন ভারতীয় ইনিংসের প্রথম চার হাঁকান ইশান কিষাণ।

26 Feb 2022, 08:46 PM IST

ভারতের বোলিং

রোহিত শর্মা এই ম্যাচে মাত্র পাঁচ বোলারই ব্যবহার করেন। সব বোলাররাই উইতকেট নিলেও সবথেকে কম (২৪) রান দেন জসপ্রীত বুমরাহ। হার্ষাল প্যাটেল চার ওভারে ৫২ রান খরচ করেন। রবীন্দ্র জাদেজা ৩৭, ভুবনেশ্বর কুমার ৩৬ ও যুজবেন্দ্র চাহাল ২৭ রান খরচ করেন।

26 Feb 2022, 08:42 PM IST

শেষ ওভারে উঠল ২৩

দুর্ধর্ষ হিটিংয়ের নমুনা দিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলল শ্রীলঙ্কা। শানাকা ৪৭ রানে (১৯ বলে) অপরাজিত রইলেন। হার্ষাল ইনিংসের শেষ ওভারে ২৩ রান দেন। শেষ পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ৮০ রান তোলেন লঙ্কান লায়ান্সরা। করুণারত্নে মাঠে নামলেও একটিও বল খেলার সুযোগ পাননি।

26 Feb 2022, 08:34 PM IST

নিসঙ্কা আউট

৫৩ বলে ৭৫ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে ১৯ নম্বর ওভারে ভুবনেশ্বরের বলে এলবিডব্লু হলেন পাথুম নিসঙ্কা। তবে এই ওভার শ্রীলঙ্কা ১৬ রান করে। ১৫০-র গণ্ডিও টপকে যায় দ্বীপরাষ্ট্র। ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬০-৫। ক্রিজে নতুন ব্যাটার চামিকা করুণারত্নে। শানাকা ২৯ রানে (১৩ বলে) ব্যাট করছেন। নিসঙ্কা ও শানাকা পঞ্চম উইকেটে ৫৮ রান যোগ করেন।

26 Feb 2022, 08:26 PM IST

ব্যাক টু ব্যাক বড় ওভার 

গত ওভারে ১৯ রান তোলার পর ইনিংসের ১৮তম ওভারে বুমরাহের বিরুদ্ধে ১৪ রান করলেন নিসঙ্কা-শানাকা। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৪৪-৪। নিসঙ্কা খেলছেন ৭৩ রানে (৫১ বলে), শানাকার সংগ্রহ ১৬ রান (৯ বলে)।

26 Feb 2022, 08:20 PM IST

বড় ওভার

হার্ষাল প্যাটেলের বিরুদ্ধে ইনিংসের নম্বর ওভারে ১৯ রান করল শ্রীলঙ্কা। হার্ষালকে শানাকা দুটি ছক্কা হাঁকান ও নিসঙ্কা একটি চার মারেন। ১৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩০-৪।

26 Feb 2022, 08:18 PM IST

নিসঙ্কার অর্ধশতরান

চাহালের বলে ১৫ নম্বর ওভারের চতুর্থ বলে চার মেরে নিজের পঞ্চম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান পূরণ করলেন নিসঙ্কা। বর্তমানে তিনি ৫৪ রানে (৪৪ বলে) ব্যাট করছেন। শানাকা খেলছেন ৩ রানে (৪ বলে)। ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১১১-৪।

26 Feb 2022, 08:15 PM IST

চন্ডীমল আউট

ভুবনেশ্বরের বলে ১৪ ওভারের চতুর্থ বলে ৯ রানে (১০ বলে) আউট হলেন দীনেশ চন্ডীমল। অবশ্য ১০০-র গণ্ডি টপকে গিয়েছে শ্রীলঙ্কা। ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৩-৪। নতুন ব্যাটার লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

26 Feb 2022, 07:59 PM IST

তিনে তিন; মিশারাকে আউট করলেন হার্ষাল

নাগাড়ে তৃতীয় ওভারে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে গেল শ্রীলঙ্কা। গুনতিলকে, আসালঙ্কার পর এবার সাজঘরে ফিরলেন কামিল মিশারাও। মাত্র ১ রানে (৪ বলে) তাঁকে আউট করেন হার্ষাল প্যাটাল। ক্রিজে নতুন ব্যাটার দীনেশ চন্ডীমল। ১১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭৬-৩। নিসঙ্কা ৩১ রানে (২৮ বলে) অপরাজিত রয়েছেন।

26 Feb 2022, 07:56 PM IST

আসালঙ্কা আউট

গত ওভারে জাদেজার বলে আউট হয়েছিলেন গুনতিলকে, পরের ওভারেই চাহালকে সুইপ মারতে গিয়ে আউট হলেন গত ম্যাচে শ্রীলঙ্কার হয়ে অর্ধশতরান করা আসালঙ্কা। তিনি মাত্র ২ রান (৫ রান) করেন। ৭১ রানে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।

26 Feb 2022, 07:41 PM IST

গুনতিলকে আউট

রবীন্দ্র জাদেজাকে ওভারের প্রথম তিন বলে ১৬ রান মারার পর, চতুর্থ বলেও আবার বড় শট মারতে গিয়ে ৩৮ রানে (২৯ বলে) আউট হলেন গুনতিলকে। ৬৭ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। ক্রিজে নতুন ব্যাটার চরিথ আসালঙ্কা।

26 Feb 2022, 07:38 PM IST

৫০-র গণ্ডি টপকাল শ্রীলঙ্কা

৮ নম্বর ওভারে অবশেষে ৫০-র গণ্ডি টপকাল শ্রীলঙ্কা। ৮ ওভার শেষে স্কোর ৫১-০। গুনতিলকে খেলছেন ২২ রানে (২৫ বলে), নিসঙ্কা করেছেন ২৫ রান (২৩ বলে)।

26 Feb 2022, 07:36 PM IST

জাদেজার বিরুদ্ধে আক্রমণাত্মক শ্রীলঙ্কা

পাওয়ার প্লেতে তেমন রান করতে না পারলেও স্পিনাররা আসতেই আক্রমণ করার প্রচেষ্টা শুরু করে দিয়েছেন লঙ্কান ব্যাটাররা। ৭ নম্বর ওভারে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে ৯ রান তুললেন শ্রীলঙ্কান ব্যাটাররা। শ্রীলঙ্কার বর্তমান স্কোর ৪১-০। 

26 Feb 2022, 07:30 PM IST

পাওয়ার প্লে শেষ

যুজবেন্দ্র চাহালের প্রথম ওভার থেকে এল ৭ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩২-০।

26 Feb 2022, 07:27 PM IST

ইনিংসের সবচেয়ে বড় ওভার

বুমরাহ-ভুবনেশ্বরের পর হার্ষাল প্যাটেল বলে আসতেই খানিকটা হাত খুললেন শ্রীলঙ্কান ব্যাটাররা। ইনিংসের পঞ্চম ওভারে উঠল ১০ রান। ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫-০। নিসঙ্কা খেলছেন ৮ রানে (১২ বলে), গুনতিলকের সংগ্রহ ১৩ (১৮ বলে)।

26 Feb 2022, 07:20 PM IST

শ্রীলঙ্কান ওপেনারদের বেঁধে রেখেছে ভারতীয় বোলিং

শ্রীলঙ্কান বোলারদের এখনও পর্যন্ত হাত খোলার তেমন কোনো সুযোগ দেয়নি ভারতীয় বোলাররা। তিন ওভার শেষে দ্বীপরাষ্ট্রের স্কোর ১২-০।

26 Feb 2022, 07:06 PM IST

ভাল শুরু ভুবির

পাথুম নিসঙ্কা ও দানুষ্কা গুনতিলকের বিরুদ্ধে ভাল প্রথম ওভার বল করলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে মাত্র ২ রান দিলেন ভুবি।

26 Feb 2022, 06:40 PM IST

শ্রীলঙ্কা দলে দুই বদল

গত ম্যাচ থেকে দুই বদল ঘটিয়ে এই ম্যাচে মাঠে নামছে লঙ্কান লায়ান্সরা। জেফ্রি বন্দরসে ও জানিথ লিয়ানাঙের বদলে দলে এলেন দানুষ্কা গুনতিলকে ও বিনুরা ফার্নান্ডো

শ্রীলঙ্কার একাদশ-

পাথুম নিসঙ্কা, কামিল মিশারা, চরিথ আসালঙ্কা, দানুষ্কা গুনতিলকে, দীনেশ চণ্ডীমল (উইকেটকিপার), দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, প্রবীণ জয়াবিক্রমে, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, লাহিরু কুমারা।

26 Feb 2022, 06:35 PM IST

অপরিবর্তিত ভারতীয় দল

গত ম্যাচের ১১ জনকে নিয়েই এই ম্যাচেও মাঠে নামছে টিম ইন্ডিয়া।

ভারতের প্রথম একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, দীপক হুডা, সঞ্জু স্যামসন, বেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্ষাল প্যাটেল।

26 Feb 2022, 06:32 PM IST

টসে জিতল  ভারত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

26 Feb 2022, 06:27 PM IST

দুই দলের আপডেট

চোট আঘাতে জর্জরিত ভারত ও শ্রীলঙ্কা দুই দলই। এমনিতেই চোটের কারণে ভারতের হয়ে দীপক চাহার, লোকেশ রাহুলরা এই সিরিজে খেলতে পারেননি। আবার সম্প্রতি রুতুরাজ গায়কোয়াড়ও সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলি হিসাবে ভারতীয় দলে মায়াঙ্ক আগরওয়াল যোগ দিয়েছেন। অপরদিকে, শ্রীলঙ্কার তরফে মাহিশ থিকশানা ও কুশল মেন্ডিসও চোটের কারণে খেলতে পারছেন না। তাঁদের বদলি হিসাবে ধনঞ্জয় ডি'সিলভা ও নিরোশান ডিকওয়ালা লঙ্কান দলে যোগ দিয়েছেন। 

26 Feb 2022, 06:23 PM IST

ধরমশালায় ভারতের রেকর্ড

আজ পর্যন্ত ধরমশালার ময়দানে একটিমাত্র টি-টোয়েন্টি খেলেছে ভারতীয় দল। ২০১৯ সালের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

26 Feb 2022, 06:03 PM IST

রেকর্ডের হাতছানি অধিনায়ক রোহিতের

আর দরকার মাত্র ১৯ রান, তাহলেই তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান করার মাইলফলক গড়বেন রোহিত শর্মা। এই ম্যাচেই এই ১৯ রান করতে পারলে বাবর আজমের পর দ্বিতীয় দ্রুততম অধিনায়ক হিসাবে ১০০০ টি-টোয়েন্টি রান করবেন রোহিত। পাশাপাশি এই ম্যাচ জিতলেই রোহিত কেন উইলিয়ামসন ও ইয়ন মর্গ্যানকে টপকে ঘরের মাঠে অধিনায়ক হিসাবে সবথেকে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড নিজের নামে করবেন। বর্তমানে ভারতে হওয়া ১৬টি ম্যাচের ১৫টিতেই জিতেছেন অধিনায়ক রোহিত।

26 Feb 2022, 06:03 PM IST

শেষ সাক্ষাৎকার

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। ব্যাটিং হোক বা বোলিং, দুই বিভাগেই ধারেভারে শ্রীলঙ্কার থেকে অনেক শক্তিশালী দেখিয়েছে ভারতীয় দলকে। এবার ধরমশালার সুদৃশ্য মাঠে দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কাকে হারিয়ে আরও এক সিরিজ জয়ের হাতছানি ভারতীয় দলের সামনে।

Latest News

IPL-এর একটি ম্যাচে দুই দলই অল আউট, বিরল নজির MI vs KKR ম্যাচে ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত, 'অভাগী' মিথিলা বলছেন, ‘আমি আপ্লুত…’ MI-কে বিধ্বস্ত করে বেগুনি টুপির দৌড়ে KKR-র নারিন-বরুণ,কমলা টুপি রয়েছে কার দখলে? KKR কাছে হেরে হতাশা চেপে রাখতে পারলেন না হার্দিক, জানালেন কাদের দোষে হারল MI 'মুম্বইয়ের উপর যে চাপ তৈরি করব, তা ভয়ংকর হবে', ISL জিততে তৈরি মোহনবাগান ফ্যানরা Sweating Problem: গরমে দুর্গন্ধযুক্ত ঘাম থেকে মুক্তি পাবেন এভাবে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল Bengal Pro T20 League: কবে থেকে শুরু হতে চলেছে আইপিএলের আদলে চালু হওয়া নয়া লিগ?

Latest IPL News

IPL-এর একটি ম্যাচে দুই দলই অল আউট, বিরল নজির MI vs KKR ম্যাচে KKR কাছে হেরে হতাশা চেপে রাখতে পারলেন না হার্দিক, জানালেন কাদের দোষে হারল MI রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR বুমরাহের বিষাক্ত ইয়র্কারে ছানাবড়া বেঙ্কি-স্টার্করা, ওয়াংখেড়েতে ৫০ উইকেটের নজির হেড না টেল! ক্যামেরায় দেখাল না MI vs KKR ম্যাচের টসের রেজাল্ট, শুরু হল বিতর্ক ‘একটু বিশ্রাম দরকার’, ৩টে ছবি করে ক্লান্ত ৬০ ছুঁইছুঁই শাহরুখ! কবে ফিরছেন ফ্লোরে? টিমে রাসেল, ফিরলেন হেতমায়ের, সুযোগ পেলেন গাব্বার নায়ক! দল ঘোষণা করল উইন্ডিজ বয়স ১০৩ বছর! CSK-এর সুপার ফ্যানের জন্য বিশেষ উপহার পাঠালেন মহেন্দ্র সিং ধোনি CSK ছাড়ার আগে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন মুস্তাফিজ, লিখলেন আবেগপ্রবণ বার্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ