ভারতীয় ওডিআই দল নিয়ে নানা বিতর্ক চলছে। বাংলাদেশের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করার পরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ইশান কিষাণকে না খেলানো নিয়ে চলছে তীব্র বিতর্ক। টি-টোয়েন্টিতে দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদবকেও দলে না রাখায় সমালোচনা হচ্ছে।
বিশেষ করে ইশান যেখানে ওডিআই-এ দুরন্ত ছন্দে ওডিআই-এ দ্বিশতরান করেছেন, তার পরেও কেন তাঁকে দলের বাইরে থাকতে হচ্ছে, তার উত্তর খুঁজে পাচ্ছে না বিশেষজ্ঞরা। নিঃসন্দেহে ইশান একজন মারকুটে, আক্রমণাত্মক মেজাজের প্লেয়ার। তিনি আবার বাঁ-হাতিও। ডান-হাতি, বাঁ-হাতির সংমিশ্রণ যে কোনও দলের জন্যই উপরি পাওনা। পাশাপাশি তিনি একজন ভালো উইকেটরক্ষকও। সেখানে রোহিত শর্মা সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন না।
আরও পড়ুন: জল দিতে দেরি করায় সতীর্থের ওপর মেজাজ গরম করলেন ব্যাড বয় হার্দিক- ভিডিয়ো
দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে পরাজিত করে সিরিজ জয়ের পর ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকে একজন বাঁ-হাতি ব্যাটসম্যান অর্থাৎ ইশানকে দলে রাখার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে রোহিত বলেন, ‘দলে একজন বাঁ-হাতি থাকলে ভালো হবে, তবে আমি এতে খুব বেশি বিশ্বাস করি না। আদর্শগত ভাবে আমরা একজন বাঁ-হাতি দলে রাখতে চাই, তবে মিডল অর্ডারে খেলা ডান-হাতি ব্যাটারদের মান আমরা জানি। যারা চাপের মুখে পরিস্থিতি মোকাবিলা করতে পারে।’
আর মিড অর্ডারে ব্যাটারদের প্রসঙ্গে বলতে গিয়ে কেএল রাহুলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রোহিত। রাহুল এ দিন অপরাজিত ৬৪ করে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। বেশ কিছু ম্যাচে তেমন সাফল্য পাচ্ছিলেন না রাহুল। বৃহস্পতিবার চাপের মুখে দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। রোহিত বলছিলেন, ‘বেশ কিছু দিন ধরে পাঁচ নম্বরে ব্যাট করছে রাহুল। পাঁচ নম্বরে এক জন অভিজ্ঞ ব্যাটার থাকলে উপরের দিকের ব্যাটাররা অনেক আত্মবিশ্বাসী থাকতে পারে। বেশ ভালো খেলল রাহুল। যেমন ইনিংস প্রয়োজন ছিল, তেমনই খেলল ঠিক।’
আরও পড়ুন: ভারতের লজ্জা মুছে লঙ্কানদের হতাশার নজির, টিম ইন্ডিয়া স্পর্শ করল অজিদের রেকর্ড
ব্রাত্যের খাতায় থাকা কুলদীপ যাদব, এ দিনের ম্যাচের সেরা। তাঁর দুরন্ত পারফরম্যান্সের পরে রোহিত তাঁকে নিয়ে উচ্ছ্বাস দেখালেন। তিনি বলেছেন, ‘কুলদীপকে আক্রমণে আনার পরেই উইকেট পেল। বেশ আত্মবিশ্বাস নিয়ে বল করল ও। কুলদীপের আত্মবিশ্বাস আমাদের দলের জন্য ইতিবাচক।’
ইশান বা সূর্য তৃতীয় ওডিআই-এ খেলবেন কিনা, সেই নিয়ে মুখ খোলেননি রোহিত। তিনি বলেছেন, উইকেট দেখে তার পর সিদ্ধান্ত নেবেন। রোহিত বলেছেন, ‘তৃতীয় ম্যাচের দিকেও নজর থাকবে আমাদের। দলে কোনও পরিবর্তন করব কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে উইকেট দেখার পর।’