বাংলা নিউজ > ময়দান > IND vs WI: ভাজ্জিকে টপকে ভারতের জন্য দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হলেন অশ্বিন, গড়লেন আরও একাধিক রেকর্ড

IND vs WI: ভাজ্জিকে টপকে ভারতের জন্য দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হলেন অশ্বিন, গড়লেন আরও একাধিক রেকর্ড

সাত উইকেট নেওয়ার পরে রবিচন্দ্রন অশ্বিন (ছবি-এএফপি)

অশ্বিন এই ম্যাচে দুটো ইনিংস মিলিয়ে ১২টি উইকেট নিয়েছিলেন এবং এর সঙ্গে তিনি একাধিক রেকর্ডও গড়ে ফেলেছিলেন। রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচে কী কী রেকর্ড গড়লেন তার আগে জেনে নিন ডমিনিকাতে তিনি কতটা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। এই অফ স্পিনার প্রথম ইনিংসে ২৪.৩ ওভার বল করে মাত্র ৬০ রান দিয়ে ৫ উইকেট নেন।

যা আশা করা হয়েছিল অবশেষে তাই হল। বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত, প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে একতরফাভাবে হারিয়ে দিয়েছে। ডোমিনিকা টেস্টে ভারত মাত্র তিন দিনে ইনিংস ও ১৪১ রানে ম্যাচ জিতেছে। ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে, ভারত পাঁচ উইকেটে ৪২১ রান তুলে তাদের ইনিংস ঘোষণা করে। এর পরে অফ-স্পিনার আর অশ্বিন দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে নিজের স্পিন জালে আটকে দেন এবং মাত্র ১৩০ রানে শেষ হয় উইন্ডিজের দ্বিতীয় ইনিংস। অশ্বিন এই ম্যাচে দুটো ইনিংস মিলিয়ে ১২টি উইকেট নিয়েছিলেন এবং এর সঙ্গে তিনি একাধিক রেকর্ডও গড়ে ফেলেছিলেন।

রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচে কী কী রেকর্ড গড়লেন তার আগে জেনে নিন ডমিনিকাতে তিনি কতটা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। এই অফ স্পিনার প্রথম ইনিংসে ২৪.৩ ওভার বল করে মাত্র ৬০ রান দিয়ে ৫ উইকেট নেন। অশ্বিন দ্বিতীয় ইনিংসে আরও বিপজ্জনক হয়ে ওঠেন এবং এবার তিনি ৭১ রানে ৭ উইকেট নেন। অশ্বিনও এই ম্যাচে এমন কীর্তি গড়লেন যা ভারতের ইতিহাসে প্রথমবার ঘটল। সেই সঙ্গে শেন ওয়ার্নের বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।

১) রবিচন্দ্রন অশ্বিনই প্রথম ভারতীয় বোলার যিনি ওয়েস্ট ইন্ডিজে একই টেস্টের উভয় ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন।

২) অশ্বিন ২৩তম বার টেস্ট ম্যাচে শেষ উইকেট নিয়েছেন, যা একটি বিশ্ব রেকর্ড। এই বিষয়ে শেন ওয়ার্নকে টপকেছেন অশ্বিন।

৩) ভারতের এই অফ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ ৬টি পাঁচ উইকেট নেওয়ার বোলার হয়েছেন। হরভজন সিংকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।

৪) অশ্বিন আট বারের মতো টেস্ট ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি করলেন। এর সঙ্গে, তিনি প্রাক্তন অভিজ্ঞ স্পিনার অনিকাল কুম্বলেকেও ছুঁয়ে ফেলেছেন, যিনি তাঁর ক্যারিয়ারে আট বার এই কীর্তি করেছিলেন। যেখানে ৫ বার এমনটা করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভাজ্জি। অশ্বিন যদি শেষ টেস্ট ম্যাচেও ১০ উইকেট নেন, তাহলে তিনি এই বিষয়ে ভারতের এক নম্বর বোলার হয়ে উঠবেন।

৫) আর অশ্বিনের ১৩১ রানে ১২ উইকেট বিদেশের মাটিতে তাঁর সেরা পারফরম্যান্স। অশ্বিনের ইনিংসে ৭১ রানে ৭ উইকেট নেওয়াও বিদেশের মাটিতে তাঁর সেরা ফিগার হয়ে উঠেছে।

৬) টেস্ট ক্রিকেটে অশ্বিনের ৩৪তম বার পাঁচ উইকেট শিকার করেছেন এবং সর্বাধিকবার এটি করার জন্য শীর্ষ-পাঁচ বোলারদের তালিকায় যোগ দিয়েছেন। মুথাইয়া মুরলিধরনের (৬৭) সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন।

৭) টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি বার ১২ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে পৌঁছেছেন অশ্বিন। ক্যারিয়ারে ৬ষ্ঠ বারের মতো শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার মুথাইয়া মুরলিধরনের সমান করেন তিনি।

৮) অশ্বিন তাঁর টেস্ট ক্যারিয়ারে ৬ষ্ঠ বারের মতো উভয় ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। এই নিয়ে তিনি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সিডনি বার্নসের সমকক্ষ হয়েছেন। এক ম্যাচের উভয় ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার বিষয়ে শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলিধরনের নাম। তিনি এই কীর্তিটি ১১ বার করেছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রেডিয়াম জ্যাকেট পরে কারা ইউটিউবারের বাড়িতে নর্দমার জল, মানুষের মল ফেলে গেল? ‘স্রোতে গা ভাসিয়ে ঘটনাটা ঘটিয়ে ফেলেছি’ যৌন বিতর্কে পুলিশের কাছে ক্ষমা চাইলেন সময় থানার ভিতরেই সালিশ ডেকে যুবককে অপমান, থানা চত্বরেই দেহ উদ্ধারে অভিযোগ পরিবারের অক্ষর টস জিততেই তাঁর উপর জোর করে প্রথমে ব্যাটিং চাপাতে চেয়েছিলেন পন্ত- ভিডিয়ো RG কর কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি, CBI দফতর অভিযান ডাক্তারদের তুলসী মূলের এই উপায়ে খুলবে ভাগ্যের বন্ধ দরজা, সাফল্যের পথ হবে প্রশস্ত মেলবোর্নে কনসার্টে ঢুকতে ৩ঘণ্টা দেরি, দর্শকদের অপমানে কাঁদলেন অপমানিত নেহা কক্কর জিনপিংয়ের মুখোমুখি হচ্ছেন ইউনুস! আলোচনার টেবিলে কী কী রাখতে পারে কৌশলী বেজিং? ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব? ছত্তিশগড়ে আবারও সফল মাওদমন অভিযান, এনকাউন্টারে খতম ৩ মাওবাদী, দাবি পুলিশের

IPL 2025 News in Bangla

অক্ষর টস জিততেই তাঁর উপর জোর করে প্রথমে ব্যাটিং চাপাতে চেয়েছিলেন পন্ত- ভিডিয়ো 'মিনি হার্ট অ্যাটাক' হতেই থাকবে, দিল্লি সমর্থকদের নিশ্চিন্ত হতে মানা করলেন অক্ষর ‘সিঙ্গল নাও, ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে দেব’, ১১ নম্বরের কাছে মিনতি আশুতোষের এই প্রথম '২০০ টপকে' হারল LSG, সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নতুন রেকর্ড DC-র দিল্লিকে জিতিয়ে সুইচ হিট সেলিব্রেশন আশুতোষের, আঙুল তুলে কাকে বার্তা দিতে চাইলেন? রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট তালিকার সেরা ৪-এ দিল্লি, শীর্ষে রয়েছে কারা? KKR কত নম্বরে? গোয়েঙ্কা ওয়েট করছেন! পন্তের ভুলে LSG হারতেই মিমের বন্যা, নেটপাড়া বলল ‘সামলে….’ IPL- ‘আমি জানতাম ম্যাচ জিতিয়ে দেব’, বিধ্বংসী ব্যাটিংয়ে LSGকে উড়িয়ে বললেন আশুতোষ বড় নামেদের ব্যর্থতার ভিড়ে, অঙ্ক কষে লড়াই আশুতোষের, একা ম্যাচ জেতালেন দিল্লিকে কেউ নেয়নি, বদলি হয়েই প্রথম ওভারে ২ উইকেট শার্দুলের, LSG-র ২ অনামী স্পিনার কারা?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.