ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লড়াই করেও আট রানে হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। রোভম্যান পাওয়েলের ৩৬ বলে অপরাজিত ৬৮ রানের দুর্দান্ত ইনিংসও ভারতের মাটিতে দলের নাগাড়ে পাঁচ নম্বর পরাজয় রুখতে পারেনি। কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে কিন্তু বেশ খুশি পাওয়েল।
পাওয়েলের মতে দলগতভাবে ওয়েস্ট ইন্ডিজ অনেক জায়গাতেই এই ম্যাচে উন্নতি করেছে। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে তিনি বলেন, ‘যদি কেউ ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেট ফলো করে, তাহলে সে আমাদের উন্নতিটা বুঝতে পারবে। গত সিরিজের থেকে আমরা এই সিরিজে অনেক বিষয়েই উন্নতি করেছি। আমরা পার্টনারশিপ গড়তে সক্ষম হয়েছি এবং পরবর্তী ম্যাচগুলোতেও এটা করতে পারলে বেশিরভাগ ম্যাচ আমরাই জিতব।’
তবে নির্দিষ্টভাবে দলের ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেন ২৮ বছর বয়সী তারকা। তাঁর মতে, ‘আজ আমরা একেবারেই ভাল ফিল্ডিং করতে পারেনি। আরও অন্তত ১৫ রান বাঁচানো যেত এবং এটাই আমাদের পরাজয়ের অন্যতম বড় কারণ। আমরা বিশ্বকাপের জন্য দল তৈরি করছি এবং তার জন্য প্রতিটি সিরিজে একটু একটু করে উন্নতি করে যাওয়াটা খুব জরুরি।’ রবিবার (২০ ফেব্রুয়ারি) সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।