বাংলা নিউজ > ময়দান > Hockey: স্পেনের কাছে হারের পর দিনই ড্র হল, সুযোগ নষ্ট করে ডাচেদের সঙ্গে ১-১ করল ভারত

Hockey: স্পেনের কাছে হারের পর দিনই ড্র হল, সুযোগ নষ্ট করে ডাচেদের সঙ্গে ১-১ করল ভারত

ভারতীয় হকি টিম।

ভারত অধিনায়ক হরমনপ্রীত বেশ ভালো ছন্দে রয়েছেন। ম্যাচের ১২তম মিনিটে ভারতের হয়ে একমাত্র গোল করে ১-০ এগিয়ে দিয়েছেন হরমনপ্রীত। তবে ৪০তম মিনিটে নেদারল্যান্ডসের হয়ে জ্যাসপার ব্রিঙ্কম্যান সমতা ফেরান।

২০২২-২৩ এফআইএইচ (FIH) হকি প্রো লিগ শিরোপাজয়ী নেদারল্যান্ডসকে আটকে দিল ভারতের হকি টিম। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ তারা ১-১ ড্র করেছে। স্প্যানিশ হকি ফেডারেশনের ১০০ বছর পূর্তিতে আয়োজিত টুর্নামেন্টে বুধবারই নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে হেরেছিল ভারত। তবে ডাচেদের আটকে দিয়ে কিছুটা রসদ পেলেন হরমনপ্রীত সিং-রা।

ভারত অধিনায়ক হরমনপ্রীত বেশ ভালো ছন্দে রয়েছেন। ম্যাচের ১২তম মিনিটে ভারতের হয়ে একমাত্র গোল করে ১-০ এগিয়ে দিয়েছেন হরমনপ্রীত। তবে ৪০তম মিনিটে নেদারল্যান্ডসের হয়ে জ্যাসপার ব্রিঙ্কম্যান সমতা ফেরান।

ভারত পেনাল্টি কর্নার থেকে গোল করে প্রথমে লিড পায়। তবে ডাচেরা ম্যাচের প্রথম পেনাস্টি কর্নার পায়। তবে সেটা তারা মিস করে। ভারত অবশ্য ১২তম মিনিটে পেনাল্টি কর্নার পেলে, তারা কোনও ভুল করেনি। এবং প্রথম কোয়ার্টারেই ১-০ ব্যবধানে ভারতকে এগিয়ে দেন।

দ্বিতীয় কোয়ার্টারে আবার দুই দলই পেনাল্টি কর্নার পেয়েছিল। কিন্তু সেগুলি কোনও দলই কাজে লাগাতে পারেনি। পিআর শ্রীজেশ শুধু পেনাল্টি নয়, কিছু দুর্দান্ত সেভ করেছেন। ভারত আক্রমণাত্মক মেজাজে ছিল। যে কারণে ডাচ গোলরক্ষক মরিটিস ভিসারের চাপ বাড়ছিল। তবে তিন কাঠির তলায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বল বাঁচাতে থাকেন। ভারত ব্যাক-টু-ব্যাক পেনাল্টি কর্নার পেয়েও তাদের লিড বাড়াতে পারেনি।

হাফ টাইমেও এগিয়েই ছিল বারত। তবে ডাচেরা যেন গোলশোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল। দুই দলই একটি করে পিসি জিতে তৃতীয় কোয়ার্টার শুরু করে। অভিজ্ঞ শ্রীজেশ প্রতিপক্ষের পেনাস্টি কর্নার বারবার রুখে দিচ্ছিলেন। এদিরে ভিসারও ভালো ছন্দে ছিলেন। তিনিও ভারতে আটকে দিচ্ছিলেন।

শেষ পর্যন্ত অভিজ্ঞ ড্র্যাগফ্লিকার জ্যাসপার ব্রিঙ্কম্যান ডাচদের হয়ে সমতা ফেরান। স্বস্তি ফেরে নেদারল্যান্ডস টিমে। তিনি দুরন্ত ছন্দে পেনাল্টি কর্নার থেকেই গোল করে নেদারল্যান্ডসের হয়ে সমতা ফেরান।

তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে হরমনপ্রীতের নেতৃত্বে ভারত একটি দুর্দান্ত পাল্টা আক্রমণ তৈরি করে। কিন্তু আর তারা গোলের মুখ খুলতে পারেনি। চতুর্থ কোয়ার্টারেও টানটান উত্তেজনা ছিল। দলই গোল করার মরিয়া চেষ্টা করে গিয়েছে। বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু সেগুলি গোলে রূপান্তরিত হয়নি। মূলত গোল করতে না পারার জন্যই ম্যাচটি ড্র হয়ে যায়। অসংখ্যা সুযোগ নষ্ট করে ভারত এবং নেদারল্যান্ডস দুই দলই। স্পেনের কাছে হারের পর ভারত যদি বৃহস্পতিবারের ম্যাচটি জিতত, তবে সেটা তাদের জন্য প্লাস পয়েন্ট হতো।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.