ভারতীয় মহিলা হকি দল FIH জুনিয়র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাল। রবিবার পুল পর্বে জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারায় ভারত। শনিবার নিজেদের প্রথম গ্রুপ ডি ম্যাচে ওয়েলসকে ৫-১ গোলে হারিয়েছিল ভারত। এই ম্যাচে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত করে ভারতীয় দল। ভারতের পক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেলালরেমসিয়ামি গোল করেন। এরপরে মমতাজ খান ম্যাচের ২৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন।ম্যাচের ৫৭মিনিটে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন জুলে ব্লুয়েল।
৮ এপ্রিল কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হওয়ার আগে ভারতীয় দল ৫ এপ্রিল পুল পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। তবে তার আগে ভারতীয় দল দুটি ম্যাচে দুটিতেই জয় পেয়েছে। বর্তমানে পুল ডি-এর শীর্ষে রয়েছে এবং জার্মানির দল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতিটি পুল থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
এ দিন জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার পায় ভারতীয় দল। দীপিকার ড্র্যাগ ফ্লিক জার্মান গোলরক্ষক মালি উইচম্যান রক্ষা করেন কিন্তু লালরেমসিয়ামি রিবাউন্ডে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ভারতীয় রক্ষণে ক্রমাগত চাপ দিয়ে জার্মানি অনেক পেনাল্টি কর্নার পেলেও গোলরক্ষক বিচু দেবী করিবামের তৎপরতা ভেদ করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে জেট ফ্লিসচুটজের পেনাল্টি স্ট্রোকে দুর্দান্ত ডিফেন্স করেন তিনি।
মুমতাজ ২৫তম মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে দলের লিড দ্বিগুণ করেন। দুই গোলে পিছিয়ে থাকার পর জার্মান দল আক্রমণ চালিয়ে গেলেও ভারতীয় রক্ষণ ভেদ করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে ভারতীয় দল তাদের খেলার মাত্রা আরও বাড়িয়ে দেয়। বেশ কয়েকবার জার্মানির বৃত্তে পৌঁছালেও গোল করতে ব্যর্থ হয় ভারত। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ব্লুয়েল উল্টো শটে দুর্দান্ত ফিল্ড গোল করলেও তা যথেষ্ট প্রমাণিত হয়নি। ভারত এই প্রতিযোগিতায় চারবার অংশগ্রহণ করেছে। এখনও পর্যন্ত ভারতের সেরা পারফরমেন্স ২০১৩ সালে দেখা গিয়েছিল। সেই বছরে ভারত ব্রোঞ্জ পদক জিতে সেরা পারফরম্যান্স করেছিল।