শুভব্রত মুখার্জি: পরপর আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। টেস্ট, ওয়ানডে বা টি-২০ সব ফর্ম্যাটেই এক দশকের বেশি সময় ধরে সাফল্য অধরা রয়ে গিয়েছে। ২০১৩ সালে ভারত শেষবার আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল। সেবার ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ডকে হারিয়ে জিতেছিল চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর থেকে ফাইনাল, সেমিফাইনালে ধারাবাহিকভাবে পৌঁছালেও সাফল্য অধরা রয়ে গিয়েছে। দেশের হয়ে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা ওপেনার গৌতম গম্ভীর মনে করেন এর জন্য দায়ী ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত সমস্ত স্টেকহোল্ডাররা। ব্রডকাস্টার থেকে শুরু করে মিডিয়া সকলকেই একহাত নিয়ে তিনি জানিয়েছেন, আমরা দল নিয়ে নয়, নির্দিষ্ট ব্যক্তিকে (ক্রিকেটার) নিয়ে লাফালাফি, মাতামাতি করি। আর সেই কারণেই দীর্ঘদিন ধরে আইসিসি আয়োজিত ট্রফিতে সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না ভারতীয় দল।
আরও পড়ুন… ভারতের মাটিতে তারা সবাই দাদা, আর বাইরে গেলেই- দ্রাবিড়ের সমালোচনায় গাভাসকর
গৌতম গম্ভীরের মতে বাকি সমস্ত দেশের কাছে যখন তাদের দলটাই আগে কোন ব্যক্তি নয় তখন ভারতে রয়েছে এর ঠিক উল্টো সংস্কৃতি। যার ফলেই আইসিসি আয়োজিত ট্রফিতে সাফল্য অধরা রয়ে গেছে। নিউজ ১৮'কে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘দুঃখের বিষয় হল আমাদের দেশ তার দল নিয়ে মাতামাতি করে না। বরং তারা নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে মাতামাতি করতে ভালোবাসে। আমরা মনে করি দেশের থেকে কোনও এক নির্দিষ্ট ব্যক্তিত্ব অনেকটাই বড় নয়। অন্যদিকে আপনি অন্য দেশগুলোকে দেখুন-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে কিন্তু ওরা যে কোন ব্যক্তির থেকে দেশকে অগ্রাধিকার দেয়। ভারতীয় ক্রিকেটের স্টেকহোল্ডাররাও এর জন্য দায়ী। ব্রডকাস্টার, মিডিয়া সকলেই যেন কোন নির্দিষ্ট ব্যক্তির 'পিআর' এজেন্সির মতন ব্যবহার করে। মাত্র তিনজন ক্রিকেটারকেই তারা গোটা দিন ধরে তুলে ধরছে। ধরা যাক আপনিও একটা অর্ধশতরান করেছেন আর আমিও করেছি। মিডিয়া গোটা দিন ধরে আমারটা নিয়েই আলোচনা করল। এই জায়গায় পৌঁছাতে আপনি এবং আমি দুজনেই যে কঠিন পরিশ্রমটা করেছি সেটার ক্ষেত্রে আপনার পরিশ্রমকে গুরত্ব দেওয়াই হল না। সারাদিন ধরে শুধু একজনকে দেখালে তো সমর্থকরা ধরেই নেবে ওই স্টার বাকি কেউ কিছু নয়। অন্য ক্রিকেটারটিকে তো সকলেই গড়পড়তা হিসেবে ধরে নেবে।’
আরও পড়ুন… ২ বছরের কঠোর পরিশ্রমের ফল পেলাম- ম্যাচের সেরা হয়ে দলের পরিকল্পনার কথা বললেন ট্রেভিস হেড
তিনি আরও যোগ করে বলেন, ‘কে বলুন তো একজন ক্রিকেটারকে গড়পড়তা হিসেবে তুলে ধরে? ব্রডকাস্টাররা করে, বিশেষজ্ঞরা করে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া করে। একজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়েই যদি সর্বদা আলোচনা হয় খুব স্বাভাবিকভাবেই অপরজনকে গড়পড়তা মনে হবেই। দুজনেই সমান খাটা খাটনি করেছে। যদি একজনের পারফরম্যান্সকে তুলেই ধরা না হয় তবে তাঁকে আপনার গড়পড়তা মনে হতে বাধ্য। এই নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে মাতামাতি করাই হল একমাত্র কারণ যে কারণে ভারতীয় দল এত বছর ধরে আইসিসি আয়োজিত ট্রফিতে সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না।’
পাশাপাশি এ দিন কোহলি, ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। তাঁর মতে, ‘আমার সঙ্গে ধোনি এবং কোহলির সম্পর্ক একরকম। আমাদের মধ্যে যদি কোন বিষয় নিয়ে ঝামেলা, তর্ক-বিতর্ক হয় তা মাঠের মধ্যেই হয়ে থাকে। কখনও মাঠের বাইরে যায় না। এখানে ব্যক্তিগত কোনও ঝামেলা আমাদের নেই। ওঁরাও যেমন জিততে মুখিয়ে থাকে, আমিও ঠিক তেমনভাবেই জিততে মুখিয়ে থাকি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।