
ভারতীয় ফুটবলে বিরাট কোহলির মতো একজন সুপারস্টার দরকার, দাবি অজি ফুটবল তারকার
১ মিনিটে পড়ুন . Updated: 17 Dec 2020, 11:15 PM IST- কাতার বিশ্বকাপের স্টেডিয়াম উদ্বোধনে গিয়ে ভারতীয় ফুটবল নিয়ে মন্তব্য করেন কাহিল।
জনপ্রিয়তার অভাব নেই। ভারতে ফুটবল নিয়ে উন্মাদনাও রয়েছে বিস্তর। তবে খেলাটাকে পরবর্তী পর্যায়ে তুলে ধরতে হলে ভারতীয় ফুটবলে বিরাট কোহলির মতো একজন সুপারস্টার দরকার। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ান ফুটবল গ্রেট টিম কাহিল।
কাতার বিশ্বকাপের অন্যতম ম্যাচ কেন্দ্র আল রাইয়ান স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় ফুটবল নিয়ে আশার বাণী শোনান কাহিল। ৪১ বছর বয়সী তারকা ভারতীয় ফুটবলে সমর্থকদের পাগলামির সঙ্গে ভালো মতোই পরিচিত। জামশেদপুর এফসির হয়ে আইএসএল খেলার সুবাদে তিনি ভারতীয় ফুটবলের সম্ভাবনার দিকটি যথাযথ উপলব্ধি করতে পেরেছেন। তাই খেলাটাকে পরবর্তী পর্যায়ে তুলে ধরতে হলে কী করা প্রয়োজন, সেবিষয়ে নিজের মতামত জানিয়েছেন।
কাহিল বলেন, ‘ভারতে ক্রিকেট যেভাবে সারা দেশকে উদ্বুদ্ধ করতে পেরেছে, তার ফলেই পরবর্তী প্রজন্ম খেলাটার প্রতি আকৃষ্ট হয়। অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারও ওখানে খেলে। বিরাট কোহলি এবং অন্য ক্রিকেটাররা ভারতে সুপারস্টার। ভারতীয় ফুটবলের দরকার কোহলির মতো সুপারস্টার তৈরি করা।’
অস্ট্রেলিয়ান তারকা আরও বলেন, ‘আইএসএলেই হোক অথবা জাতীয় দলে, এমন সুপারস্টার তৈরি করতে হবে। তবেই ভারতীয় ফুটবল স্বপ্ন পূরণ করতে পারবে। ভারতে ফুটবল নিয়ে বিস্তর উন্মাদনা রয়েছে।’