HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > India vs England: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের থেকে মাত্র ১৩ রানে পিছিয়ে ভারত

India vs England: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের থেকে মাত্র ১৩ রানে পিছিয়ে ভারত

ব্রিটিশদের প্রথম ইনিংসে ১১২ রানে গুটিয়ে দেন কোহলিরা।

বিরাট কোহলি। ছবি- বিসিসিআই।

ভারতের মাটিতে গোলাপি বলে দ্বিতীয় দিন-রাতের টেস্ট ম্যাচে ভারত-ইংল্যান্ড মুখোমুখি আমদাবাদে। ৪ ম্যাচের সিরিজের এটি তৃতীয় টেস্ট। সিরিজ আপাতত ১-১ সমতায় দাঁড়িয়ে।

24 Feb 2021, 10:06 PM IST

প্রথম দিনের খেলা শেষ

ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে তাদের প্রথম ইনিংসে করে ৩ উইকেটের বিনিময়ে ৯৯ রান তুলেছে। টিম ইন্ডিয়া ৩৩ ওভার ব্যাট করেছে। রোহিত শর্মা ৫৭ ও অজিঙ্কা রাহানে ১ রানে অপরাজিত রয়েছেন।

24 Feb 2021, 09:58 PM IST

কোহলি আউট

৩৩তম ওভারে লিচের দ্বিতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ২৭ রান করে ক্রিজ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ৯৮ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রাহানে।

24 Feb 2021, 09:50 PM IST

জোড়া ক্যাচ ছাড়লেন পোপ

পরপর ২ ওভারে ওলি পোপ রোহিত ও কোহলির ক্যাচ মিস করেন। ২৯তম ওভারে লিচের তৃতীয় বলে রোহিতের ক্যাচ ছাড়েন পোপ। ৩০তম ওভারে অ্যান্ডারসনের প্রথম বলে কোহলির ক্যাচ মিস করেন তিনি।

24 Feb 2021, 09:48 PM IST

৩০ ওভারে ভারত ৯১/২

৩০ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ২ উইকেচের বিনিময়ে ৯১ রান তুলেছে। রোহিত ৫৩ ও কোহলি ২৪ রানে ব্যাট করছেন।

24 Feb 2021, 09:21 PM IST

রোহিতের হাফ-সেঞ্চুরি

ইনিংসের ২৫তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন হিটম্যান। ২৫ ওভারে ভারত ২ উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলেছে। রোহিত ৫০ ও কোহলি ১৯ রানে ব্যাট করছেন।

24 Feb 2021, 09:02 PM IST

ভারত ৫০

ইনিংসের ২০তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ভারত। ২০ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটের বিনিময়ে ৫১ রান তুলেছে। রোহিত ৩৩ ও কোহলি ৫ রানে ব্যাট করছেন।

24 Feb 2021, 08:32 PM IST

পূজারা আউট

গিল আউট হওয়ার পরের ওভারেই উইকেট দিয়ে আসেন সদ্য ক্রিজে আসা চেতেশ্বর পূজারা। ইনিংসে ১৬তম ওভারের পঞ্চম বলে জ্যাক লিচ তুলে নেন পূজারার উইকেট। খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন চেতেশ্বর। ভারত ৩৪ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান কোহলি।

24 Feb 2021, 08:30 PM IST

গিল আউট

১৫তম ওভারের শেষ বলে জোফ্রা আর্চার আউট করেন শুভমন গিলকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ১১ রান করে ক্রাউলির হাতে ধরা পড়েন শুভমন। ভারত দলগত ৩৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পূজারা।

24 Feb 2021, 08:06 PM IST

১০ ওভারে ভারত ১৪/০

১০ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে। গিল ৪ ও রোহিত ১০ রানে ব্যাট করছেন।

24 Feb 2021, 06:55 PM IST

ডিনার

ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের নৈশভোজের বিরতিতে ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫ রান তুলেছে। ৫ রানই সংগ্রহ করেছেন রোহিত শর্মা। 

24 Feb 2021, 06:29 PM IST

ভারতের ইনিংস শুরু

ভারতের হয়ে ইনিংসের ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন অ্যান্ডারসন।

24 Feb 2021, 06:27 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

ভারতের হয়ে প্রথম ইনিংসে অক্ষর প্যাটেল ৩৮ রানে ৬ উইকেট নেন। ২৬ রানে ৩ উইকেট দখল করেন অশ্বিন। ২৬ রানে ১ উইকেট নিয়েছেন ইশান্ত। উইকেট পাননি বুমরাহ।

24 Feb 2021, 06:26 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে জ্যাক ক্রাউলি ৫৩, ডমিনিক সিবলি ০, জনি বেয়ারস্টো ০, জো রুট ১৭, বেন স্টোকস ৬, ওলি পোপ ১, বেন ফোকস ১২, জোফ্রা আর্চার ১১, জ্যাক লিচ ৩, স্টুয়ার্ট ব্রড ৩ ও জেমস অ্যান্ডারসন অপরাজিত ০ রান করেন।

24 Feb 2021, 06:20 PM IST

ইংল্যান্ড অল-আউট

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৮.৪ ওভারে ১১২ রানে অল-আউট হয়ে যায়।

24 Feb 2021, 06:17 PM IST

 ফোকস আউট

৪৯তম ওভারের চতুর্থ বলে বেন ফোকসকে আউট করেন অক্ষর। ইনিংসে এটি তাঁর ৬ নম্বর শিকার। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ১২ রান করে বোল্ড হন ফোকস। শূন্য রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন।

24 Feb 2021, 06:09 PM IST

 ব্রড আউট

ইনিংসের ৪৭তম ওভারের তৃতীয় বলে স্টুয়ার্ট ব্রডকে আউট করেন অক্ষর প্যাটেল। ২৯ বলে ৩ রান করে বুমরাহর হাতে ধরা পড়েন ব্রড। ইংল্যান্ড ১০৫ রানে ৯ উইকেট হারায়। অক্ষর প্যাটেল ইনিংসে ৫ উইকেট দখল করেন। ক্রিজে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান অ্যান্ডারসন।

24 Feb 2021, 06:04 PM IST

৪৫ ওভারে ইংল্যান্ড ১০৪/৮

৪৫ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১০৪ রান তুলেছে। ফোকস ৫ ও ব্রড ৩ রানে ব্যাট করছেন।

24 Feb 2021, 05:36 PM IST

ইংল্যান্ড ১০০

ইনিংসের ৩৮তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

24 Feb 2021, 05:34 PM IST

লিচ আউট

৩৮তম ওভারের তৃতীয় বলে অশ্বিন আউট করেন জ্যাক লিচকে। ১৪ বলে ৩ রান করে পূজারার হাতে ধরা পড়েন লিচ। ইংল্যান্ড ৯৮ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ব্রড। 

24 Feb 2021, 05:20 PM IST

আর্চার আউট

৩৫তম ওভারের দ্বিতীয় বলে অক্ষর প্যাটেল আউট করেন জোফ্রা আর্চারকে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১১ রান করে বোল্ড হন আর্চার। ইনিংসে অক্ষরের এটি চতুর্থ উইকেট। ইংল্যান্ড ৯৩ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান লিচ।

24 Feb 2021, 05:13 PM IST

৩০ ওভারে ইংল্যান্ড ৮৬/৬

৩০ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে। আর্চার ৪ ও ফোকস ১ রানে ব্যাট করছেন।

24 Feb 2021, 05:02 PM IST

স্টোকস আউট

২৯তম ওভারের পঞ্চম বলে বেন স্টোকসকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন অক্ষর প্যাটেল। ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন স্টোকস। ইংল্যান্ড ৮১ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান আর্চার।

24 Feb 2021, 05:00 PM IST

পোপ আউট

চায়ের বিরতির পরেই পোপের উইকেট তুলে নিলেন অশ্বিন। ইনিংসের ২৮তম ওভারের চতুর্থ বলে পোপকে বোল্ড করেন অশ্বিন। ১২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইংল্যান্ড ৮১ রানে ৫ উইকেট হারায়।  নতুন ব্যাটসম্যান ফোকস।

24 Feb 2021, 04:36 PM IST

চায়ের বিরতি 

প্রথম দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড ২৭ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে। স্টোকস ৬ ও পোপ ১ রানে ব্যাট করছেন। অক্ষর প্যাটে ২টি এবং ইশান্ত ও অশ্বিন ১টি করে উইকেট নিয়েছেন।

24 Feb 2021, 04:27 PM IST

ক্রাউলি আউট

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা জ্যাক ক্রাউলিকে সাজঘরে ফেরালেন অক্ষর প্যাটেল। ইনিংসে এটি অক্ষরের দ্বিতীয় উইকেট। ইনিংসের ২৫তম ওভারের চতুর্থ বলে ক্রাউলিকে এলবিডব্লিউ ফাঁদে জড়ান অক্ষর। ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৫৩ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ ওপেনার। ইংল্যান্ড ৮০ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পোপ।

24 Feb 2021, 04:17 PM IST

রুট আউট

২২তম ওভারের পঞ্চম বলে জো রুটকে সাজঘরে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ১৭ রান করে এলবিডব্লিউ হন রুট। ইংল্যান্ড ৭৪ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান স্টোকস।

24 Feb 2021, 04:11 PM IST

২০ ওভারে ইংল্যান্ড ৬৭/২

২০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে। ক্রাউলি ৫২ ও রুট ১১ রানে ব্যাট করছেন।

24 Feb 2021, 04:00 PM IST

হাফ-সেঞ্চুরি ক্রাউলির

১৯তম ওভারের তৃতীয় বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাক ক্রাউলি। ১০টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে অর্ধশতরান পূ৪ণ করেন তিনি।

24 Feb 2021, 03:46 PM IST

ইংল্যান্ডের ৫০

১৪ ওভারে ইংল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করে। ১৪ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। রুট ৮ ও ক্রাউলি ৩৯ রানে ব্যাট করছেন।

24 Feb 2021, 03:28 PM IST

১০ ওভারে ইংল্যান্ড ৩০/২

১০ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩০ রান তুলেছে। রুট ৩ ও ক্রাউলি ২৩ রানে ব্যাট করছেন।

24 Feb 2021, 03:14 PM IST

বেয়ারস্টো আউট

ইনিংসের সপ্তম ওভারে অক্ষর প্যাটেলকে দিয়ে স্পিন আক্রমণ শুরু করেন বিরাট। প্রথম বলেই বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে দলনায়কের আস্থার মর্যাদা রাখেন তিনি। খাতা খোলার আগে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় জনিকে। ইংল্যান্ড ২৭ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান জো রুট।

24 Feb 2021, 02:49 PM IST

সিবলি আউট

শুরুতেই ভারতকে সাফল্য এনে দিলেন ইশান্ত শর্মা। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে তিনি আউট করেন ডমিনিক সিবলিকে। খাতা খোলার আগেই তিনি রোহিত সর্মার হাতে ধরা পড়েন। ইংল্যান্ড দলগত ২ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান বেয়ারস্টো।

24 Feb 2021, 02:35 PM IST

ম্যাচ শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জ্যাক ক্রাউলি ও ডমিনিক সিবলি। ভারতের হয়ে নতুন বলে আক্রমণ শুরু করেন ১০০তম টেস্ট খেলতে নামা ইশান্ত।

24 Feb 2021, 02:34 PM IST

রাষ্ট্রপতির সঙ্গে ক্রিকেটারদের পরিচয়

মোতেরায় রাষ্ট্রপরি রামনাথ কোবিন্দের সঙ্গে ক্রিকেটারদের পরিচয় করিয়ে দিলেন বিরাট কোহলি। সারিবদ্ধভাবে দু'দলের জাতীয় সঙ্গীতের পর খেলা শুরু। রাষ্ট্রপতি কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাইলস্টোন টেস্টে মাঠে নামা ইশান্তের হাতে বিশেষ স্মারক তুলে দেন।

24 Feb 2021, 02:13 PM IST

ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন

ইংল্যান্ড তাদের প্রথম একাদশে চারটি রদবদল করে। দলে ঢোকেন অ্যান্ডারসন, আর্চার, বেয়ারস্টো ও ক্রাউলি। বাদ পড়েন বার্নস, লরেন্স, স্টোন ও মঈন আলি। মঈন অবশ্য স্কোয়াড ছেড়ে দেশে ফিরে গিয়েছেন।

ইংল্যান্ডের প্রথম একাদশ: ডমিনিক সিবলি, জ্যাক ক্রাউলি, জনি বেয়ারস্টো, জো রুট (ক্যাপ্টেন), বেন স্টোকস, ওলি পোপ, বেন ফোকস (উইকেটকিপার), জোফ্রা আর্চার, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

সিরিজে এই প্রথমবার ব্রড ও অ্যান্ডারসন একসঙ্গে মাঠে নামছেন। বেয়ারস্টো খেললেও উইকেটকিপিং করবেন না। উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন বেন ফোকস।

24 Feb 2021, 02:10 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

ভারতের প্রথম একাদশে দু'টি রদবদল হয়। মহম্মদ সিরাজের পরিবর্তে দলে ফেরেন জসপ্রীত বুমরাহ। কুলদীপের জায়গায় কামব্যাক করেন ওয়াশিংটন সুন্দর।

ভারতের হয়ে মাঠে নামছেন: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুম্দর, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা।

24 Feb 2021, 02:07 PM IST

মাইলস্টোন টেস্ট ইশান্তের

মোতেরায় কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচে মাঠে নামছেন ইশন্ত শর্মা। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করলেন তিনি। সবমিলিয়ে চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্টের এলিট লিস্টে ঢুকে পড়লেন তিনি। কপিল ও ইশান্ ছাড়া ভারতের হয়ে ১০০-র বেশি টেস্ট খেলা বোলার হলেন অনিল কুম্বলে ও হরভজন সিং। 

24 Feb 2021, 02:07 PM IST

টস জিতলেন রুট

আমদাবাদে সিরিজের তৃতীয় টেস্টে টস জিতলেন রো রুট। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

Latest News

তায়কোন্ডোর ব্ল্যাক বেল্ট, কমনওয়েলথে পতাকা বয়েছেন! এবার ক্রিকেটে নজির আবতাহার ‘গদ্দার’ বলে আক্রমণ শানিয়েছিলেন মমতা, বীরভূমে পালটা গর্জে উঠলেন মিঠুন গরম থেকে বাঁচতে দার্জিলিং, গিজগিজ করছে ভিড়, বুকিং ছাড়়া গেলেই পকেট ফাঁকা! ঘড়ি-আংটি-তাগায় সংক্রমণের শঙ্কা, হাসপাতালগুলিকে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক টানা ৭ বছর ধরে নাবালিকা মেয়েকে ধর্ষণ! যাবজ্জীবন কারাদণ্ড হল গুণধর বাবার Mental Health: মন কি শান্ত থাকে না? বাস্তু মতে এই ব্যবস্থাগুলি গ্রহণ করুন পাকিস্তানে সতীধাম হিংলাজে প্রতিবারের মত এবারও ধুমধাম করে হল দেবীর পুজো সরকারের যুক্তি না শুনেই SDPO-কে ৫ লাখ জরিমানা, অভিজিতের নির্দেশ বাতিল হাইকোর্টের 'অভিযুক্তকে বাঁচাতে কেন আবেদন?' সন্দেশখালি মামলায় সুপ্রিম প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য হাজার টাকার শাড়ি ১০ হাজারে বিক্রির অভিযোগ! কত কোটির সম্পত্তি, হিসেব দিলেন রচনা

Latest IPL News

এই ব্যর্থতা ব্যাটিং ইউনিটের, কেকেআরের কাছে হেরে বোলারদের আড়াল করলেন ঋষভ পন্ত ইডেনে সৌরভকে চমকে দিয়ে চুমু শাহরুখের, দুই কিংবদন্তির খুনসুটিতে গৌণ হল হার-জিত ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.