শুভব্রত মুখার্জি: মঙ্গোলিয়াতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের আসর। সেই আসরে প্রথম দিনেই বাজিমাত ভারতের গ্রিকো-রোমান কুস্তিগীরদের। পাঁচজন কুস্তিগীরের মধ্যে তিনজনেই জিতলেন ব্রোঞ্জ পদক। সেই তালিকায় রয়েছেন সুনীল কুমার। মঙ্গোলিয়ার উলানবাতারে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের প্রথম দিনটা ভারতীয় কুস্তিগীরদের জন্য স্মরণীয় হয়ে থাকল।
প্রসঙ্গত এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের মঞ্চে এটি সুনীলের দ্বিতীয় পদক। এর আগে ২০২০ সালে ৮৭ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে তিনি মুখোমুখি হয়েছিলেন মঙ্গোলিয়ার বাতবায়ায় লুতবায়ারের। ম্যাচে প্রথমেই তিনি ৫-০ ফলে এগিয়ে যান। সেখান থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি আর তাকে। ম্যাচটি টেকনিক্যাল সুপিরিয়রিটি জিতে যান সুনীল। খেলার আরও খবরের জন্য এই লিঙ্কে ক্লিক করুন…
সেমিফাইনালে এই টেকনিক্যাল সুপিরিয়রিটির কারণেই ৫-৩ ফলে তিনি উজবেকিস্তানের জালগাসবাই ভেরদিমুরাটভের কাছে হেরেছিলেন। ৫৫ কেজি বিভাগে অর্জুন হালাকুরকি ১০-৭ ফলে ডাভান্দি মুঙ্খ এরডেনকে হারিয়ে পদক জয় নিশ্চিত করেন। ৬৩ কেজি বিভাগে উজবেকিস্তানের ইসলোমজন বাখরামভের বিরুদ্ধে ৭-৪ ফলে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।