আইপিএল শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের মতো অনেক ফ্রাঞ্চাইজিই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এ বছরের আইপিএলে দুই নতুন দলগুলির মধ্যে একটি হল গুজরাট টাইটানস। মরশুমে গুজরাটের সাফল্যের অনেকটাই কিন্তু নির্ভর করবে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সের ওপর।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে হার্দিক ভারতীয় দলের জার্সিতে তো সুযোগ পানইনি, রঞ্জি ট্রফিতেও খেলেননি। নিরন্তর চোট আঘাতে ভোগা ভারতীয় অলরাউন্ডার নিজের ফিটনেসের ওপরই এই সময় কাজ করেছেন। বিশ্বকাপের পর আইপিএলেই হার্দিক প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবেন। তাই তাঁর ফিটনেস কতটা ভাল বা মন্দ হচ্ছে এবং আসন্ন বিশ্বকাপের কথা ভেবে ভারতীয় দলের তরফেও তাঁর ফর্মের ওপর সকলেরই নজর থাকবে।
আইপিএল শুরুর আগেই হার্দিকের ফ্রাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি, দলের অধিনায়কের ফিটনেস আপডেট দিলেন। The Telegraph-কে এক সাক্ষাৎকারে সোলাঙ্কি বলেন, ‘পুনর্বাসন এবং চোট সারিয়ে ফিরে আসার জন্য হার্দিক সমস্ত দিকেই ভীষণ খাটছে। ও জানে যে এতদিন বাইরে থাকার পর ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং নিজের সেরাটা দেওয়ার জন্য ওকে আরও কাজ করতে হবে। ও মোটামুটি ভালভাবেই রিকোভার হচ্ছে এবং সবকিছুতে অংশ নিচ্ছে। তবে ওর জন্য আমাদের একটু ধৈর্য্যও ধরতে হবে।’
ব্যাটার হার্দিকের প্রশংসার পাশাপাশি গুজরাট ফ্রাঞ্চাইজি যে হার্দিকের পরিশ্রম এবং রিকোভারি স্পিড নিয়ে সন্তুষ্ট, সে কথাও জানান সোলাঙ্কি। ‘ব্যাটার হিসাবে ও যে কোনো দলেরই সম্পদ। তবে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটেই সমানভাবে করতে পারা হার্দিক কিন্তু কমপ্লিট প্যাকেজ। তবে ও চোট থেকে ফিরছে এবং ওর দীর্ঘ ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের সবটা ভেবেচিন্তে এগোতে হচ্ছে। ও যেভাবে উন্নতি করছে তাতে আমরা খুশি।’ দাবি সোলাঙ্কির। ২৮ মার্চ আরেক নতুন দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল যাত্রা শুরু করবে হার্দিকে গুজরাট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।