অভিজ্ঞতা vs তারুণ্যের লড়াইয়ে টেক্কা দিলেন শামি-ঋদ্ধি, দিল্লি বনাম গুজরাট ম্যাচে বাংলার চার ক্রিকেটার কেমন খেললেন দেখুন
Updated: 05 Apr 2023, 12:05 AM ISTDC vs GT IPL 2023: কোটলায় দিল্লি বনাম গুজরাট ম্যাচে দু'দলের হয়ে বাংলার মোট চারজন ক্রিকেটার মাঠে নামেন। গুজরাটের হয়ে লড়াই চালান দুই অভিজ্ঞ তারকা শামি-ঋদ্ধি। তরুণ অভিষেকের সঙ্গে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেন মুকেশ কুমার। মুকেশ বয়সে তরুণ নন, তবে আইপিএলে নবাগত। দেখুন ম্যাচে কে কেমন খেললেন।
পরবর্তী ফটো গ্যালারি