বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > মায়াঙ্কের ঠিকুজি-কুষ্ঠি জানতাম, তাই ওঁকে বেধড়ক মার, দুরন্ত ইনিংসের রহস্য ফাঁস প্রেরকের

মায়াঙ্কের ঠিকুজি-কুষ্ঠি জানতাম, তাই ওঁকে বেধড়ক মার, দুরন্ত ইনিংসের রহস্য ফাঁস প্রেরকের

ঠিকুজি-কুষ্ঠি জানতাম, তাই ওঁকে বেধড়ক মার, দুরন্ত ইনিংসের রহস্য ফাঁস মায়াঙ্কের (PTI)

এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ ম্যাচে গুজরাটের কাছে তারা হেরে যাওয়ার ফলে আজকে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তাদের জিততেই হত। আর এদিনেই তাদের ত্রাতা হয়ে দাঁড়ালেন প্রেরক মানকড়। তার অনবদ্য ইনিংসে ভর করেই ম্যাচে জয় ছিনিয়ে নিল সুপার জায়ান্টস।

শুভব্রত মুখার্জি: চোটের কারণে চলতি আইপিএলটাই শেষ হয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল। দলের সেরা ব্যাটার তথা অধিনায়ক ছিটকে যাওয়ার ফলে প্লে অফের লড়াইতে এমনিতেই ধাক্কা খেয়েছে সুপার জায়ান্টস। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ ম্যাচে গুজরাটের কাছে তারা হেরে যাওয়ার ফলে আজকে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তাদের জিততেই হত। আর এদিনেই তাদের ত্রাতা হয়ে দাঁড়ালেন প্রেরক মানকড়। তার অনবদ্য ইনিংসে ভর করেই ম্যাচে জয় ছিনিয়ে নিল সুপার জায়ান্টস। দুরন্ত অর্ধশতরান করে ম্যাচ সেরা হয়েছেন প্রেরক। ম্যাচ সেরা হয়ে তিনি বলেন এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি তিনি এও বলেন আমার রান করাটার আলাদা গুরুত্ব নেই, যে দলেই খেলি দলের হয়ে ম্যাচে জয়টাই আসল।

প্রেরক জানিয়েছেন 'আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আজকের লখনউ ম্যাচ।আমি কত রান করলাম বা কত স্কোর করলাম সেটার আমার কাছে আলাদা গুরুত্ব নেই। যে দলের হয়েই আমি খেলি না কেন আমি পারফরম্যান্সের মধ্যে দিয়ে যোগদান করতে চাই। দলের জয়টাই আমার কাছে আসল। আমি এই ম্যাচে স্পিনারদেরকে মারার চেষ্টা করছিলাম। প্রথম দিকে ঠিক করে ব্যাটে বলে হচ্ছিল না। আমি জানতাম ময়াঙ্ক (মারকান্ডে) আমাকে আউট করার চেষ্টা করবে। ঘরোয়া ক্রিকেটে আমি ওঁর বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলেছি।তাই আমি বেশ কিছু সুযোগ নিয়েছিলাম। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাবো আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য।'

তিনি আরও যোগ করেন 'এর আগে আমি খুব বেশিবার তিন নম্বরে ব্যাটিং করিনি। তবে আমি প্রথম চারে ব্যাট করেছি। আজকে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি।আমি নিজের ক্ষমতা এবং শক্তিকে সবসময় ব্যাক করি। আর আজকে সেটাই আমাকে সাহায্য করেছে। অন্য প্রান্তে কি ঘটছে সেটা আমার উপর প্রভাব একেবারেই ফেলে না। স্টোয়নিস (মার্কাস) এবং পুরানের (নিকোলাস) কারণে এই ম্যাচটা আমরা জিতেছি।' এদিন ম্যাচে ১৮৩ রান তাড়া করে চার বল বাকি থাকতেই জিতে যায় সুপার জায়ান্টসরা। ৪৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন প্রেরক মানকড়। তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টি চার এবং ২ টি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দেন স্টোয়নিস (৪০) এবং নিকোলাস পুরান (৪৪*)।

বন্ধ করুন