আইপিএল ২০২৩-এর প্রথমার্ধের ৭ ম্যাচের মাত্র ২টিতে জয়ের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স। হারতে হয় ৫টি ম্যাচে। একসময় টানা চারটি ম্যাচে পরাজিত হওয়া কেকেআর শেষমেশ আরসিবিকে তাদের ঘরের মাঠে হারিয়ে জয়ে ফেরে। সুতরাং, দ্বিতীয়ার্ধের প্রথম ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন নীতীশ রানারা। এবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স গুজরাট টাইটানস। আমদাবাদে প্রথম লেগের ম্যাচে গুজরাটের ঝুলিয়ে দেওয়া বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে জয় তুলে নেয় কলকাতা। রিঙ্কু সিং শেষ ৫ বলে ৫টি ছক্কা মেরে টাইটানসের মুখের গ্রাস ছিনিয়ে নেন। স্বাভাবিকভাবেই ইডেনে পালটা দিতে মরিয়া ছিলেন হার্দিক পান্ডিয়ারা। শেষমেশ কলকাতাকে তাদের ঘরের মাঠে হারিয়ে বদলা নেয় গুজরাট টাইটানস।
ম্যাচের সেরা লিটল
চার ওভার বল করে মাত্র ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন জোশ লিটল। তিনি একই ওভারে সাজঘরে ফেরান কেকেআরের দুই ফর্মে থাকা ব্যাটসম্যান বেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানাকে। সেই সঙ্গে রিঙ্কু সিংয়ের অনবদ্য ক্যাচও ধরেন লিটল। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গুজরাট টাইটানসের আইরিশ তারকা।
ইডেনে হার কলকাতার
কলকাতা নাইট রাইডার্সের ৭ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮০ রান তুলে নেয়। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্য়াচ জেতে গুজরাট টাইটানস। সেই সুবাদে প্রথম লেগে হারের মধুর প্রতিশোধ নেন হার্দিক পান্ডিয়ারা। বিজয় শঙ্কর ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩২ রান করে নট-আউট থাকেন ডেভিড মিলার। নীতীশ রানা মাত্র ৫টি বল করে ১৪ রান খরচ করেন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি বিজয় শঙ্করের
২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিজয় শঙ্কর। ১৮তম ওভারে হর্ষিত রানার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
বরুণের ওভারে ২৪ রান
১৭তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ৩টি ছক্কা মারেন বিজয় শঙ্কর। লেগ-বাই হিসেবে ৪ রান পায় টাইটানস। ওভারে মোট ২৪ রান ওঠে। ১৭ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ১৬৬ রান। জিততে শেষ ৩ ওভারে ১৪ রান দরকার তাদের। বিজয় ৪০ ও মিলার ৩০ রানে ব্যাট করছেন। বরুণ ৪ ওভারে ৪২ রান খরচ করেছেন।
জীবনদান পেলেন মিলার
১৫.১ ওভারে আন্দ্রে রাসেলের বলে ডেভিড মিলারের ক্যাচ ছাড়েন সুয়াশ শর্মা। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন বিজয় শঙ্কর। ১৬ ওভার শেষে টাইটানসের স্কোর ৩ উইকেটে ১৪২ রান। জিততে শেষ ৪ ওভারে ৩৮ রান দরকার তাদের। মিলার ২৯ ও বিজয় ২১ রানে ব্যাট করছেন। রাসেল ৩ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
সুয়াশের ওভারে ১৮ রান
১৫তম ওভারে সুয়াশ শর্মার বলে ২টি ছক্কা মারেন ডেভিড মিলার। ১টি চার মারেন বিজয় শঙ্কর। ওভারে মোট ১৮ রান ওঠে। ১৫ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ১২৯ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫১ রান দরকার টাইটানসের। মিলার ২৬ ও বিজয় ১২ রানে ব্যাট করছেন। সুয়াশ ৪ ওভারে ৩৭ রান খরচ করেছেন।
বরুণের ওভারে ৯ রান
১৪তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি চার মারেন ডেভিড মিলার। ওভারে মোট ৯ রান ওঠে। ১৪ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৩ উইকেটে ১১১ রান। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৬৯ রান দরকার তাদের। ১৩ রানে ব্যাট করছেন মিলার। ৩ ওভারে ২২ রান খরচ করেছেন বরুণ।
১০০ টপকাল গুজরাট
১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় গুজরাট টাইটানস। সুয়াশ শর্মার ওভারে ৪ রান ওঠে। টাইটানসের স্কোর ৩ উইকেটে ১০২ রান। মিলার ৬ ও বিজয় ৫ রানে ব্যাট করছেন। সুয়াশ ৩ ওভারে ১৯ রান খরচ করেছেন।
শুভমন গিল আউট
১১.২ ওভারে সুনীল নারিনের বলে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন শুভমন গিল। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৩৫ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন গিল। মারেন ৮টি চার। গুজরাট ৯৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ১২ ওভার শেষে টাইটানসের স্কোর ৩ উইকেটে ৯৮ রান। জয়ের জন্য ৮ ওভারে ৮২ রান দরকার তাদের। নারিন ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
হার্দিক পান্ডিয়া আউট
১০.৪ ওভারে হর্ষিত রানার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন হার্দিক পান্ডিয়া। ২০ বলে ২৬ রান করেন গুজরাট দলনায়ক। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ৯১ রানে ২ উইকেট হারায় টাইটানস। ব্যাট করতে নামেন বিজয় শঙ্কর। ১১ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ৯২ রান। হর্ষিত ৩ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
১০ ওভারে ৯১ রান দরকার গুজরাটের
দশম ওভারে সুনীন নারিনের বলে ১টি বিশাল ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে মোট ১১ রান ওঠে। ১০ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৮৯ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৯১ রান দরকার তাদের। হার্দিক ২৫ ও গিল ৪৮ রানে ব্যাট করছেন। নারিন ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
সুয়াশের ওভারে ৮ রান
নবম ওভারে সুয়াশ শর্মার বলে ৯ রান সংগ্রহ করে গুজরাট টাইটানস। ১টি চার মারেন হার্দিক পান্ডিয়া। ৯ ওভার শেষে টাইটানসের স্কোর ১ উইকেটে ৭৮ রান। গিল ৪৬ ও হার্দিক ১৬ রানে ব্যাট করছেন। সুয়াশ ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।
নারিনের ওভারে ৭ রান
অষ্টম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। তাঁর ওভারে ৭ রান ওঠে। ৮ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৭০ রান। ৪৪ রানে ব্যাট করছেন শুভমন গিল। ১০ রান করেছেন হার্দিক।
সুয়াশের ওভারে ১১ রান
সপ্তম ওভারে সুয়াশ শর্মার বলে ১টি চার মারেন গিল। ১টি লেগ-বাই চার হয়। ওভারে মোট ১১ রান ওঠে। ৭ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৬৩ রান। গিল ৪১ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল গুজরাট
ষষ্ঠ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি চার মারেন শুভমন গিল। ওভারে ৫ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে গুজরাট টাইটানস। ২০ বলে ৩৫ রান করেছেন শুভমন গিল। ৬ বলে ৫ রান করেছেন হার্দিক। বরুণ ২ ওভারে ১৩ রান খরচ করেছেন।
ঋদ্ধিমান সাহা আউট
৪.১ ওভারে আন্দ্রে রাসেলের বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন ঋদ্ধিমান সাহা। ১০ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। গুজরাট ৪১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৪৭ রান। ৩০ রানে ব্যাট করছেন গিল। রাসেল ২ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
বরুণের ওভারে ৯ রান
চতুর্থ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারে মোট ৯ রান ওঠে। ৪ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৪১ রান। গিল ২৯ ও ঋদ্ধি ১০ রানে ব্যাট করছেন।
হর্ষিতের ওভারে ৪টি বাউন্ডারি গিলের
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন হর্ষিত রানা। তাঁর ওভারে ৪টি চার মারেন শুভমন গিল। ওভারে মোট ১৯ রান ওঠে। ৩ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৩২ রান। গিল ২৭ ও ঋদ্ধি ৪ রানে ব্যাট করছেন। হর্ষিত ২ ওভারে ২২ রান খরচ করেছেন।
রাসেলের ওভারে জোড়া বাউন্ডারি গিলের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। তাঁর ওভারে ২টি চার মারেন শুভমন গিল। ওভারে মোট ১০ রান ওঠে। ২ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ১৩ রান। গিল ১০ রানে ব্যাট করছেন।
গুজরাটের রান তাড়া শুরু
মোহিত শর্মার বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন শুভমন গিল। তিনি ঋদ্ধির সঙ্গে ওপেন করতে নামেন। কলকাতার হয়ে বোলিং শুরু করেন হর্ষিত রানা। কেকেআর বেঙ্কটেশকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামায় সুয়াশ শর্মাকে। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ঋদ্ধিমান। প্রথম ওভারে ৩ রান ওঠে।
রাসেল আউট, লড়াইয়ের রসদ কলকাতার
শেষ ওভারে মহম্মদ শামির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন আন্দ্রে রাসেল। ওভারের শেষ বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েন দ্রে রাস। ১৯ বলে ৩৪ রান করেন রাসেল। মারেন ২টি চার ও ৩টি ছক্কা। কলকাতা ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করে। ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়াইজ। শামি ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। জয়ের জন্য গুজরাট টাইটানসের দরকার ১৮০ রান।
লিটলের বোলিং কোটা শেষ
১৯তম ওভারে জোশ লিটল ১১ রান খরচ করেন। ওভারের শেষ বলে ছক্কা মারেন ডেভিড ওয়াইজ। ১৯ ওভার শেষে কলকাতার স্কোর ৬ উইকেটে ১৬৭ রান। রাসেল ২৩ ও ডেভিড ৭ রানে ব্যাট করছেন। লিটল ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
রিঙ্কু সিং আউট
১৭.৩ ওভারে নূর আহমেদের বলে জোশ লিটলের হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ২০ বলে ১৯ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। কলকাতা ১৫৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড ওয়াইজ। নূর ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
১৫০ টপকাল কলকাতা
১৭তম ওভারে রশিদ খানের বলে জোড়া ছক্কা মারেন আন্দ্রে রাসেল। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৭ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৫১ রান। রাসেল ১৩ ও রিঙ্কু ১৯ রানে ব্যাট করছেন। রশিদ ৪ ওভারে ৫৪ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
রহমানউল্লাহ গুরবাজ আউট
১৫.২ ওভারে নূর আহমেদের বলে রশিদ খানের হাতে ধরা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৮১ রান করে মাঠ ছাড়েন তিনি। কলকাতা ১৩৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৩৭ রান। রিঙ্কু ১৮ রানে ব্যাট করছেন। নূর ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
রশিদের ওভারে ১৭ রান
১৫তম ওভারে রশিদ খানের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রহমানউল্লাহ গুরবাজ। ওভারে মোট ১৭ রান ওঠে। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১৩৪ রান। ৮১ রানে ব্যাট করছেন গুরবাজ। রশিদ ৩ ওভারে ৪০ রান খরচ করেছেন।
মোহিতের ওভারে ১২ রান
১৪তম ওভারে প্রথমবার বল করতে আসেন মোহিত শর্মা। তাঁর প্রথম বলেই ছক্কা মারেন রিঙ্কু সিং। ওভারে মোট ১২ রান ওঠে। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১১৭ রান। গুরবাজ ৩৪ বলে ৬৮ রান করেছেন। ১৩ রানে ব্যাট করছেন রিঙ্কু।
১০০ টপকাল কলকাতা
১৩তম ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলেই ছক্কা মেরে কলকাতাকে ১০০ রানের গণ্ডি পার করান রহমানউল্লাহ গুরবাজ। ওভারে ৮ রান ওঠে। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ৪ উইকেটে ১০৫ রান। গুরবাজ ৬৭ রানে ব্যাট করছেন। হার্দিক ৩ ওভারে ৩৪ রান খরচ করেছেন।
লড়াই জারি গুরবাজের
১২তম ওভারে নূর আহমেদের বলে ১টি ছক্কা মারেন রহমানউল্লাহ গুরবাজ। ওভারে মোট ৯ রান ওঠে। ১২ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ৯৭ রান। গুরবাজ ৬০ রানে ব্যাট করছেন।
নীতীশ রানা আউট
একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন জোশ লিটল। ১০.৪ ওভারে লিটলের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েন নীতীশ রানা। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন নাইট দলনায়ক। কলকাতা ৮৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং।
বেঙ্কটেশ আইয়ার আউট
১০.১ ওভারে জোশ লিটলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বেঙ্কটেশ আইয়ার। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১৪ বলে ১১ রান করে মাঠ ছাড়েন বেঙ্কটেশ। কলকাতা ৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতীশ রানা।
অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে মাত্র ৪ রান খরচ করেন নূর আহমেদ। ১০ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৮৪ রান। গুরবাজ ৫২ ও বেঙ্কটেশ ১১ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি গুরবাজের
৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রহমানউল্লাহ গুরবাজ। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৮০ রান। গুরবাজ ৫১ রানে ব্যাট করছেন।
রশিদের ওভারে ৯ রান
অষ্টম ওভারে রশিদ খানের বলে ১টি চার মারেন রহমানউল্লাহ গুরবাজ। ওভারে ৯ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৭৫ রান। ৪৮ রানে ব্যাট করছেন গুরবাজ। রশিদ ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
লিটলের ওভারে ৫ রান
সপ্তম ওভারে বল করতে আসেন জোশ লিটল। তাঁর ওভারে ১টি চার মারেন গুরবাজ। ওভারে মোট ৫ রান ওঠে। ৭ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৬৬ রান। ৪৩ রানে ব্যাট করছেন রহমানউল্লাহ।
পাওয়ার প্লে-তে ৬০ টপকাল কেকেআর
ষষ্ঠ ওভারে রশিদ খানের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রহমানউল্লাহ গুরবাজ। ওভারে ১৪ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৬১ রান। ৩৯ রানে ব্যাট করছেন গুরবাজ।
শার্দুল ঠাকুর আউট
পঞ্চম ওভারে শামির প্রথম বলে চার ও দ্বিতীয় বলে ছক্কা মারেন গুরবাজ। ৪.৬ ওভারে শামির বলে মোহিত শর্মার হাতে ধরা পড়েন শার্দুল ঠাকুর। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি শার্দুল। কেকেআর ৪৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার। গুরবাজ ২৭ রানে ব্যাট করছেন। শামি ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
হার্দিকের ওভারে জোড়া ছক্কা গুরবাজের
চতুর্থ ওভারে হার্দিক পান্ডিয়ার দ্বিতীয় ও চতুর্থ বলে জোড়া ছক্কা মারেন রহমানউল্লাহ গুরবাজ। ওভারে ১৩ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৩৬ রান। গুরবাজ ১৬ রানে ব্যাট করছেন। হার্দিক ২ ওভারে ২৬ রান খরচ করেছেন।
জগদীশান আউট
২.৫ ওভারে মহম্মদ শামির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন নারায়ণ জগদীশান। ১৫ বলে ১৯ রান করেন তিনি। মারেন ৪টি চার। কলকাতা ২৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর।
হার্দিকের ওভারে ৩টি বাউন্ডারি জগদীশানের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। ওভারের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে ৩টি চার মারেন নারায়ণ জগদীশান। ওভারে মোট ১৩ রান ওঠে। ২ ওভার শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১৬ রান। জগদীশান ১৩ রানে ব্যাট করছেন।
৪৫ মিনিট দেরিতে শুরু ম্যাচ
নির্ধারিত সময়ের ৪৫ মিনিট দেরিতে শুরু হল ম্যাচ। নারায়ণ জগদীশানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন জগদীসান। শেষ বলে ২ রান নেন গুরবাজ। প্রথম ওভারে ৩ রান ওঠে।
ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরুর নির্দেশ দিলেন রাসেল
ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরুর নির্দেশ দিলেন আন্দ্রে রাসেল। জন্মদিনে কেকেআরের ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে এভাবেই সম্মান জানাল ইডেন গার্ডেন্স।
ইডেনের রং ফের বেগুনি
সিএসকের বিরুদ্ধে কেকেআরের ম্যাচের সময় ইডেনের গ্যালারির রং ছিল হলুদ। ধোনির জন্যই চেন্নাইয়ের সমর্থনে গলা ফাটায় ইডেনের গ্যালারি। তবে এবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচে ফের ইডেনে চোখে পড়ছে বেগুনি রঙের আধিপত্য।
খেলা শুরু হবে ৪টে ১৫ মিনিটে
এখনও প্রস্তুত হয়নি মাঠ। তাই খেলা শুরু হবে বিকাল ৪টে ১৫ মিনিটে। জানিয়ে দিল বিসিসিআই। যদিও তার জন্য কোনও ওভার কাটা যাচ্ছে না। ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ওভার প্রতি ইনিংসের।
নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ
টসের পরেই হালকা বৃষ্টি নামায় ঢেকে দেওয়া হয় ইডেন। বৃষ্টি থেমেছে। তুলে ফেলা হচ্ছে মাঠের ঢাকা। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
মাইলস্টোন ম্যাচ নীতীশ, বরুণ, রশিদের
কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন নীতীশ রানা তাঁর আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচে মাঠে নামছেন। বরুণ চক্রবর্তী তাঁর কেরিয়ারের ৫০তম আইপিএল ম্যাচ খেলতে নামছেন। রশিদ খান খেলতে নামছেন ১০০তম আইপিএল ম্যাচ। সুতরাং, মাইলস্টোন ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন প্রত্যেকেই।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
কলকাতা- সুয়াশ শর্মা, মনদীপ সিং, অনুকূল রায়, টিম সাউদি ও কুলবন্ত খেজরোলিয়া।গুজরাট- শুভমন গিল, কেএস ভরত, সাই সুদর্শন, শিবম মাভি ও জয়ন্ত যাদব।
গুজরাটের প্রথম একাদশ
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, অভিনব মনোহর, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, জোশ লিটল ও নূর আহমেদ।
কলকাতার প্রথম একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীশান, বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (ক্য়াপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ওয়াইজ, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
জোড়া ধাক্কা নাইট শিবিরে
চোটের জন্য গুজরাটের বিরুদ্ধে কলকাতা দলে পাচ্ছে না ফর্মে থাকা ওপেনার জেসন রয় ও নির্ভরযোগ্য পেসার উমেশ যাদবকে। জেসনের বদলে কেকেআর মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় রহমানউল্লাহ গুরবাজকে। উমেশের বদলে সুযোগ পেলেন হর্ষিত রানা।
টস হারল কলকাতা
কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফিরতি লিগ ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান নাইট রাইডার্সকে। সুতরাং, ইডেনে রান তাড়া করবে টাইটানস। হার্দিক স্পষ্ট জানান যে, যখন রোদ ছিল, তিনি ভেবেছিলেন শুরুতে ব্যাট করবেন। তবে আকাশে মেঘ থাকায় তিনি পরিকল্পনা বদল করেন। নীতীশ রানা অবশ্য স্পষ্ট জানান যে, তিনি টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। তাই টস হেরেও অখুশি নন নাইট দলনায়ক।
স্পটলাইটে থাকবেন বার্থডে বয় রাসেল
শনিবার নিজের জন্মদিনে গুজরাট টাইটানসের বিরুদ্ধে খেলতে নামছেন কেকেআরের ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। জয় দিয়ে দীর্ঘদিনের যোদ্ধার জন্মদিন স্মরণীয় করে রাখতে মরিয়া নাইট রাইডার্স।
চোখ থাকবে শামি-ঋদ্ধির দিকেও
দীর্ঘদিন পরে ঘরের মাঠে খেলতে নামছেন বাংলার দুই ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি। চেনা ইডেনে নিজেদের ছাপ রাখতে চাইবেন দুই তারকা। স্বাভাবিকভাবে নজর থাকবে তাঁদের দিকেও।
প্রথম লেগের ফলাফল
আমদাবাদে প্রথম লেগের ম্যাচে গুজরাট টাইটানসকে শেষ ওভারের থ্রিলারে ৩ উইকেটে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট ৪ উইকেটের বিনিময়ে ২০৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। সাই সুদর্শন ৫৩ ও বিজয় শঙ্কর অপরাজিত ৬৩ রান করেন। ৩টি উইকেট নেন সুনীল নারিন। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলে ম্যাচ জিতে যায়। রিঙ্কু সিং ম্যাচের শেষ ৫টি বলে ৫টি ছক্কা হাঁকান। তিনি ৪৮ রানে অপরাজিত থাকেন। বেঙ্কটেশ আইয়ার ৮৩ ও নীতীশ রানা ৪৫ রান করেন। ৩টি উইকেট নেন রশিদ খান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।