১ জুন থেকে মোহনবাগান নামের আগে পাকাপাকি ভাবে উঠে যাচ্ছে এটিকের নাম। তাঁর পরিবর্তে মোহনবাগান নামের পরে যুক্ত করা হচ্ছে সুপার জায়ান্টস। অর্থাৎ আগামী বছর আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টস হিসাবে দেখা যাবে সবুজ মেরুনকে। সদ্য শেষ হওয়া মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দেন সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে তারা এটিকে নামটি সরিয়ে দিচ্ছেন। তার পরিবর্তে মোহনবাগান সুপার জায়ান্টস করা হচ্ছে।
সেই মতো এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ জুন থেকে পাকাপাকি ভাবে এটিকে সরে যাচ্ছে মোহনবাগান নামের আগে থেকে। এই এটিকে সরানো নিয়ে কম হইচই হয়নি। সমর্থকরা প্রতিবাদ করেন। এবার সমর্থকদের আবেগকে প্রাধান্য দিয়ে এটিকে সরিয়ে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই সঙ্গে এবার আরও বড় উদ্যোগ নিলেন লখনউ সুপার জায়ান্টস দলের কর্ণধার।
আগামী ২০ মে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। আর সেই ম্যাচে ঐতিহ্যশালী মোহনবাগানকে সম্মান জানাবেন লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটাররা। তাই সেই ম্যাচে সবুজ মেরুন জার্সি পরে খেলতে নামবেন ক্রুনাল পান্ডিয়ারা। লখনউ সুপার জায়ান্টসের অফিসিয়াল টুইটার পেজে এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যেই সেই ম্যাচের জার্সি প্রকাশ্যে চলে এসেছে।
সঞ্জীব গোয়েঙ্কার এমন সিদ্ধান্তে খুশি বাগান সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন মোহনবাগানের সমর্থকরা। ফলে কেকেআর ম্য়াচের আগে বাড়তি উন্মাদনা বাড়িয়ে দিল লখনউ সুপার জায়ান্টসের এই সিদ্ধান্ত। এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লখনউ। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। ফলে নাইটদের প্লেঅফে জায়গা করে নিতে হলে শেষ ম্যাচ জিততেই হবে। পাশাপাশি অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। ফলে শনিবার খুব গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে শাহরুখ খানের দল। তার আগেই কিছুটা হলেও কেকেআরকে চাপ বাড়িয়ে রাখলেন সঞ্জীব গোয়েঙ্কা। এখন এটাই দেখার শনিবার সবুজ মেরুন জার্সিতে ইডেন ভরে ওঠে নাকি বেগুনি জার্সিতে ভরে ওঠে? তবে বাগান সমর্থকরা যে এতে বেশ খুশি তা বলার অপেক্ষা রাখে না।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)