গত বছর ভারতের ৫০ মিটার রাইফেল শুটিং দলের কোচ হন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার। বছর ঘুরতে না ঘুরতেই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই বঙ্গ সন্তান। সেই সঙ্গে উঠে এসেছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অন্দরের রাজনৈতিক কলহ। জয়দীপ কর্মকার নিজে মুখেও সেই কথা স্বীকার করছেন। সেই সঙ্গে তিনি এও দাবি করেছেন, শেষ কয়েক মাস ধরে তাঁর সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
স্পোর্ট স্টারের প্রকাশিত খবর অনুযায়ী গত ১০ জুন ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান জয়দীপ। মেইল মারফত তিনি তা জানিয়ে দেন এনআরএআই-য়ের কাছে। স্পোর্ট স্টারের নেওয়া সাক্ষাৎকারে এই বাঙালি অলিম্পিয়ান জানিয়েছেন, 'মেইল মারফত জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনকে পাঠিয়ে দিয়েছি আমার পদত্যাগপত্র। আমি আর এই দায়িত্বে থাকতে চাই না। এই অ্যাসোসিয়েশনের অন্দরে অনেক রাজনীতি। আমি ঠিক করে কাজ করতে পারছিলাম না। আমার চুক্তি গত ৩১ মার্চই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ফেডারশনের থেকে কোনও মেইলও আমি এতদিনে পাইনি। আমার দায়িত্বের মেয়াদ বাড়ানো হল কিনা। সেই নিয়েও আমাকে কিছু জানানো হয়নি। কেউ যোগাযোগ করার চেষ্টাও করেনি। তাই আমি নিজে থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।'
জয়দীপ কর্মকার দায়িত্ব নেওয়ার পর অনেকেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদক জিতেছেন। পাশাপাশি তাঁর সঙ্গে যে শুটারদের ভালো সম্পর্ক রয়েছে, তাও তিনি জানিয়েছেন। এই অলিম্পিয়ান জানিয়েছেন, 'আমার সঙ্গে প্রত্যেক শুটারের সম্পর্ক খুব ভালো। প্রায় সময়ই কথা হয়। আমি গর্বিত আমি থাকালীন এতো ভালো প্রতিভার সন্ধান পেয়েছি। যারা আমার কথা শোনে এবং সম্মান করে।'
এই প্রথম জাতীয় রাইফেড ফেডারেশনের অন্দরের পরিস্থিতি নিয়ে কেউ মুখ খুলেছেন, তা একেবারেই নয়। এর আগেও অনেকেই এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। পরিস্থিতি যে মোটেই ভালো না তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। এখন এটাই দেখার বিষয় কোচদের এমন মুখ খোলার পর আদৌ পরিস্থিতির কোনও পরিবর্তন হয় কিনা। এমনকী গত বছর কাইরো বিশ্বকাপে জাতীয় রাইফেল ফেডারেশনের ডিরেক্টর পিয়েরে বেউচ্যাম্প জয়দীপ কর্মকারকে ধাক্কা দেন এবং গালি-গালাজ করেন। সেই নিয়ে বলেন, 'গত বছর কাইরো বিশ্বকাপের সময় আমাকে পিয়েরে বেউচ্যাম্প ধাক্কা দেয় এবং বিমানবন্দরে সবার সামনে গালিগালাজ করেন। পরে অবশ্য আমার কাছে ক্ষমা চেয়ে নেন।'
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, 'সত্যি বলতে শুটিংয়ে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। বিশেষ করে ভারতের অর্থনৈতিক অবস্থাতে অনেকেই এই খেলা বেছে নেয় না। ফলে আমরা অনেকটাই পিচিয়ে রয়েছি। প্যারিস অলিম্পিক্সের আগে যা সমস্যায় ফেলতে পারে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।