চোটের জন্য টেস্ট সিরিজের দল থেকে আগেই সরে যেতে হয়েছিল রোহিত শর্মাকে। এবার ওয়ান ডে স্কোয়াড থেকেও ছিটকে গেলেন হিটম্যান। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
রোহতের চোট যথা সময়ে সেরে উঠবে না, এমন আশঙ্কা করা হচ্ছিল শুরু থেকেই। বোর্ডের তরফে আগেই ইঙ্গিত মিলেছিল যে, হিটম্যান ছিটকে গেলে ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন নির্বাচিত হতে পারেন রাহুল। সেই আশঙ্কাই শেষমেশ সত্যি প্রমাণিত হয়। যেহেতু জাতীয় নির্বাচকরা কোহলির বদলে রোহিতকে আগেই ভারতের নতুন ওয়ান ডে ক্যাপ্টেন ঘোষণা করেছিলন, তাই বিরাট দলে থাকলেও তাঁকে নেতৃত্বে ফেরানো হয়নি। উল্লেখ্য, রোহিতের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে লোকেশ রাহুল কোহলির ডেপুটির দায়িত্ব পালন করছেন।
সুতরাং রোহিতর নয়, বরং লোকেশ রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজে মাঠে নামবেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে স্কোয়াডে বেশ কিছু চমক রয়েছে। সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, বেঙ্কটেশ আইয়াররা। ফর্মে না থাকলেও ফিরে এসেছেন শিখর ধাওয়ান। ওয়ান ডে স্কোয়াডে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিনও। কামব্যাক করেছেন ওয়াশিংটন সুন্দর।
ভারতের ওয়ান ডে স্কোয়াড: লোকেশ রাহুল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।