ব্যাট হাতে মাঠে ফিরছেন বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, শাহিদ আফ্রিদিরা। বল হাতে আগুন ঝরাতে প্রস্তুত শোয়েব আখতার, ব্রেট লি-রা। লেজেন্ডস লিগ ক্রিকেট ফিরিয়ে আনতে চলেছে মহাতারকাদের পুরনো ঝলক।
২০ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে তিন দলের এই টি-২০ লিগ। খেতাবের জন্য লড়াই চালাবে ইন্ডিয়া মাহারাজাস, এশিয়ান লায়ন্স ও ওয়ার্ল্ড জায়ান্টস এই তিন দল। একে অপরের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলার পর লিগ টেবিলের প্রথম দু'দল মুখোমুখি হবে ফাইনালে।
লেজেন্ডস লিগ ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি:-
২০ জানুয়ারি: ইন্ডিয়া মাহারাজাস বনাম এশিয়ান লায়ন্স (রাত ৮টা)।
২১ জানুয়ারি: ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়ান লায়ন্স (রাত ৮টা)।
২২ জানুয়ারি: ওয়ার্ল্ড জায়ান্টস বনাম ইন্ডিয়া মাহারাজাস (রাত ৮টা)।
২৪ জানুয়ারি: ইন্ডিয়া মাহারাজাস বনাম এশিয়ান লায়ন্স (রাত ৮টা)।
২৬ জানুয়ারি: ওয়ার্ল্ড জায়ান্টস বনাম ইন্ডিয়া মাহারাজাস (রাত ৮টা)।
২৭ জানুয়ারি: ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়ান লায়ন্স (রাত ৮টা)।
২৯ জানুয়ারি: ফাইনাল (রাত ৮টা)।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে খেলা: সোনি টেন-১ (ইংরাজি), সোনি টেন-৩ (হিন্দি)।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে দেখা ম্যাচের যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।