বেরেত্তিনিকে হারিয়ে এবার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে নোভাক জকোভিচ রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সবথেকে বেশি ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ছুঁয়ে ফেলেছেন। এমনিতে জোকার তাঁর বর্ণোজ্জ্বল কেরিয়ারে অসংখ্য নজির গড়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক নোভাকের এমনই ২০টি উল্লেখযোগ্য রেকর্ড।
১. ফেডেরার ও নাদালের সঙ্গে যুগ্মভাবে সর্বথেকে বেশি ২০টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতেছেন জকোভিচ।
২. সবথেকে বেশি মাস্টার্স ১০০০ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন।
৩. সব বড় টুর্নামেন্ট অন্তত দু'বার করে চ্যাম্পিয়ন হয়েছেন।
৪. বড় টুর্নামেন্টের মোট ৬১টি ট্রফি রয়েছে জকোভিচের ঝুলিতে।
৫. সব বড় টুর্নামেন্টে অন্তত তিনবার ফাইনালে উঠেছেন।
৬. এক মরশুমে ১০টি বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ।
৭. একটানা ১৮টি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন।
৮. এক মরশুমে টানা ১৫টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন।
৯. এক মরশুমে বিশ্বব়্যাঙ্কিংয়ের প্রথম দশের সব তারকাকে হারিয়েছেন।
১০. সব গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতেছেন একাধিক বার।
১১. টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছেন ৪ বার।
১২. প্রতিটা গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেছেন অন্তত ৬ বার করে।
১৩. সব গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ৭৫টির বেশি করে ম্যাচ জিতেছেন।
১৪. ৩৬টি মাস্টার্স জিতেছেন।
১৫. সবথেকে বেশি সপ্তাহ বিশ্বব়্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকেছেন।
১৬. সবথেকে বেশি ৬ বার বিশ্বের এক নম্বর তারকা হিসেবে বছর শেষ করেছেন।
১৭. সবথেকে বেশি ৬ বার আইটিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন।
১৮. ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন।
১৯. ডাবল কেরিয়ার স্ল্যামের রেকর্ড রয়েছে ঝুলিতে।
২০. ডাবল কেরিয়ার গোল্ডেন মার্স্টার্সের নজির গড়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।