শুভব্রত মুখার্জি: ফুটবল মাঠে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না প্রিমিয়র লিগের জনপ্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। প্রিমিয়র লিগের পাশাপাশি ইউরোপীয় লিগেও সময়টা একেবারেই মন্দ কাটছে রায়ান টেন হাগের ছাত্রদের। তবে ইউরোপা লিগে গত ম্যাচে সাইপ্রাসের দল ওমোনিয়া নিকোসিয়ার কাছে তাদের মাঠে গিয়ে ৩-২ গোলে জিতে ফিরেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের প্রথম রাউন্ডের ফিরতি পর্বের প্রথম ম্যাচেই সেই নিকোসিয়ার মুখোমুখি হয়েছিল ইউনাইটেড দলকে। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গত ম্যাচের পারফরম্যান্সের ধারে কাছে ঘেঁষতে পারেননি রেড ডেভিলরা। শেষ মুহূর্তের গোলে কোনও রকমে মান বাঁচে তাদের। অন্যদিকে খুড়িয়ে খুড়িয়ে জয় পেল অপর প্রিমিয়র লিগ ক্লাব আর্সেনালও। এক গোলে তারা হারাল বোডো/ গ্লিম্টকে। তবে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিদাদ পেল বড় জয়। ৩-০ গোলে তারা উড়িয়ে দিল শেরিফকে।
ইউরোপা লিগে ইউনাইটেডের ম্যাচটা মনে হয়েছিল গোলশূন্যভাবেই যেন শেষ চলেছে। তবে শেষ পর্যন্ত আয়োজকদের মান রক্ষা করে স্কট ম্যাকটোমিনে। ম্যাচ শেষে যোগ করা সময়ে (৯০+৩ মিনিটে) করা ওই একমাত্র গোলটি করেন তিনি। ১-০ ব্যবধানে জয় পায় ইউনাইটেড দল।প্রথমার্ধ গোলশূন্যই থাকে। পরবর্তী সময়ে দ্বিতীয়ার্ধে দলের শক্তি বাড়ান টেন হাগ। ৮১ মিনিটে ক্যাসেমিরোর পরিবর্তে মাঠে নামানো স্কট ম্যাকটোমিনেকে। সেই তিনিই গোল করে স্বস্তি দেন আয়োজকদের। এদিন ম্যাচে গোল লক্ষ্য করে ৩৪টি শট নেন ইউনাইটেড ফুটবলাররা।জয়ের ফলে ম্যানইউ ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকল।তাদের পয়েন্ট ৯। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল রিয়াল সোসিদাদ।
অপর ম্যাচে অ্যালেক্সজান্ডার সরলথ, ডিয়েগো রিকো এবং পরিবর্ত রবার্তো নাভারোর গোলে ৩-০ গোলে শেরিফকে হারায় রিয়াল সোসিদাদ। অন্যদিকে ম্যাচের ২৪ মিনিটে বুকায়ো সাকা একমাত্র গোলটি করে গ্লিম্টের বিরুদ্ধে জয় এনে দেয় আর্সেনাল দলকে। ইংল্যান্ডের জাতীয় দলের ফুটবলার সাকা বক্সের মধ্যে ঢুকে একটি শট নেন। যা ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলে বোকা বনে যান গ্লিম্ট গোলরক্ষক নিকিতা খাইকিন। এই গ্রুপের অন্য ম্যাচে পিএসভি আইন্দহোভেন ৫-০ গোলে উড়িয়ে দেয় এফসি জুরিখকে। গ্রুপ-সি'তে রিয়াল বেটিস, এএস রোমা ম্যাচ ড্র হয় ১-১ ফলে। অপর ম্যাচে লুডোগোরেটস দল ২-০ গোলে হারায় হেলসিঙ্কিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।