বাংলা নিউজ > ময়দান > Wimbledon 2023: ইতিহাসে প্রথম অবাছাই মহিলা হিসেবে উইলম্বডন জয়, ফিনিক্স পাখি হলেন ভন্দ্রোউসোভা

Wimbledon 2023: ইতিহাসে প্রথম অবাছাই মহিলা হিসেবে উইলম্বডন জয়, ফিনিক্স পাখি হলেন ভন্দ্রোউসোভা

ইতিহাস গড়ে মার্কেটা ভন্দ্রোউসোভা। (ছবি সৌজন্যে এপি)

Wimbledon 2023: উইলম্বডনে ইতিহাস গড়ে ফেললেন চেক রিপাবলিকের মার্কেটা ভন্দ্রোউসোভা। উইম্বলডনের ইতিহাসে মহিলা সিঙ্গলসে প্রথম অবাছাই হিসেবে খেতাব জয়ের নজির গড়লেন তিনি। যিনি এক বছর আগেও সম্ভবত এই মুহূর্তের কথা স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

শুভব্রত মুখার্জি: শনিবার উইম্বলডনের সেন্টার কোর্টে রচিত হল ইতিহাস। এক রূপকথার কাহিনী লিখে এই ইতিহাস গড়ে ফেললেন চেক রিপাবলিকের মার্কেটা ভন্দ্রোউসোভা। উইম্বলডনের ইতিহাসে মহিলা সিঙ্গলসে প্রথম অবাছাই হিসেবে খেতাব জয়ের নজির গড়লেন তিনি। পাশাপাশি তাঁর টেনিস কেরিয়ারে জিতে নিলেন প্রথম গ্রান্ড স্ল্যামের শিরোপাও। ফাইনালে এদিন উইম্বলডনের ঘাসের কোর্টে তাঁর দুরন্ত টেনিসে রাঙিয়ে তুললেন ভন্দ্রোউসোভা। যার কোনও জবাব কার্যত ছিল না তুরস্কের ওন্স জাবেউড়ের কাছে।

এদিন স্ট্রেট সেটে জাবেউরকে হারিয়ে দিলেন ভন্দ্রোউসোভা। খেলার ফল চেক রিপাবলিকের খেলোয়াড়ের পক্ষে ৬-৪,৬-৪। ফলে ফের এক দুর্ভাগ্য সঙ্গী হল জাবেউড়ের। যিনি এই নিয়ে দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ হলেন। পরপর দুই বছর উইম্বলডনের মহিলা সিঙ্গেলসের ফাইনালে উঠেও শিরোপা অধরা থেকে গেল‌ তাঁর কাছে। এদিন দুই প্রতিযোগীর কাছেই ছিল এটা প্রথম গ্রান্ডস্ল্যাম জয়ের সুযোগ। দুজনের কাছেই ছিল ইতিহাস রচনা করার সুযোগ। তবে বাজিমাত করতে পারলেন না জাবেউর।

এদিন নিজের দুর্বল সাভির্সের খেসারত দিতে হল জাবেউরকে। বাজিমাত করলেন ভন্দ্রোউসোভা। গত বছর উইম্বলডনের পাশাপাশি ইউএস ওপেনের ফাইনালেও উঠে হারতে হয়েছিল জাবেউরকে। টেনিস ইতিহাসে একমাত্র আরবীয় এবং উত্তর আফ্রিকার মহিলা হিসেবে গ্রান্ড স্ল্যামের‌ ফাইনালে যাওয়ার নজির রয়েছে ওন্স জাবেউড়ের। অন্যদিকে অবাছাই ২৪ বছরের ভন্দ্রোউসোভা ফরাসি ওপেনের ফাইনালে ২০১৯ সালে পৌঁছেও হারের‌ সম্মুখীন হয়েছিলেন। ১৯৬৩ সালে বিলি জিন কিংয়ের পরে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠে আগেই নজির গড়েছিলেন ভন্দ্রোউসোভা। এবার ফাইনাল জিতে আরও একটি পালক যুক্ত হল তাঁর কৃতিত্বের মুকুটে।

এদিনের ফাইনালে প্রথম এবং দ্বিতীয় সেটে কার্যত রিপ্লের সাক্ষী থাকলেন দর্শকরা। দুই সেটেই একটা সময় স্কোর ছিল ৪-৪। এই অবস্থায় ওন্স জাবেউড়ের সার্ভিস ভাঙেন ভন্দ্রোউসোভা। তারপর নিজের সার্ভ ধরে রেখে সেট জয় নিশ্চিত করেন তিনি। প্রথম সেটে একটা সময়ে ভন্দ্রোউসোভার সার্ভ ব্রেক করে ২-০ ফলে এগিয়ে গিয়েছিলেন জাবেউর। এরপর জাবেউরের সার্ভ ভেঙে ১-২ করেন ভন্দ্রোউসোভা। তারপর নিজের সার্ভ ধরে রেখে সমতা ফেরান। ২-২ অবস্থায় ফের ভন্দ্রোউসোভার সার্ভ ভেঙে এবং নিজের সার্ভ ধরে রেখে ৪-২ ফলে এগিয়ে যান জাবেউর।

এরপর জাবেউরের সার্ভ ব্রেক করে এবং নিজের সার্ভ ধরে রেখে খেলার ফল ৪-৪ করেন ভন্দ্রোউসোভা। প্রথম সেট যখন ৪-৪ অবস্থায় তখন জাবেউরের সার্ভে এক দুরন্ত ক্রস কোর্ট শটে ফের গেম ব্রেক করে ৫-৪ ফলে এগিয়ে যান ভন্দ্রোউসোভা। এরপর নিজের সার্ভ ধরে রেখে প্রথম সেট জয় নিশ্চিত করেন। দ্বিতীয় সেটে ও একটা সময়ে ৩-১ ফলে এগিয়ে ছিলেন জাবেউর। সেখান থেকে ম্যাচ ৪-৪ করেন ভন্দ্রোউসোভা। এরপর প্রথম সেটের মতন এই জায়গায় দাঁড়িয়ে জাবেউরের সার্ভ ব্রেক করে ৫-৪ ফলে এগিয়ে যান তিনি। এরপর নিজের সার্ভ ধরে রেখে সেট জয়ের পাশাপাশি ম্যাচ জিতে ইতিহাস রচনা করলেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন