বাংলা নিউজ > ময়দান > MLC 2023: ফের দুরন্ত বোল্ট! টেক্সাস সুপার কিংসকে ৬ উইটেকে হারিয়ে ফাইনালে উঠল MI নিউইয়র্ক

MLC 2023: ফের দুরন্ত বোল্ট! টেক্সাস সুপার কিংসকে ৬ উইটেকে হারিয়ে ফাইনালে উঠল MI নিউইয়র্ক

টেক্সাস সুপার কিংসকে ৬ উইটেকে হারিয়ে ফাইনালে উঠল এমআই নিউইয়র্ক (ছবি-টুইটার)

টুর্নামেন্টের চ্যালেঞ্জারে চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি দল টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি দল এমআই নিউইয়র্ক। এই ম্যাচকে বাইশ গজের এলক্লাসিকোও বলা যেতে পারে। এদিনের ম্যাচ সিএসকে-কে ৬ উইকেটে হারিয়ে মেজর লিগ ক্রিকেটের প্রথম মরশুমের ফাইনালে উঠল এমআই।

মেজর লিগ ক্রিকেটের প্রথম মরশুম শেষের দিকে এগিয়ে চলেছে। রোমাঞ্চকর ভাবে চূড়ান্ত সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। শনিবার, টুর্নামেন্টের চ্যালেঞ্জারে চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি দল টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি দল এমআই নিউইয়র্ক। এই ম্যাচকে বাইশ গজের এলক্লাসিকোও বলা যেতে পারে। এদিনের ম্যাচ সিএসকে-কে ৬ উইকেটে হারিয়ে মেজর লিগ ক্রিকেটের প্রথম মরশুমের ফাইনালে উঠল এমআই।

এমআই নিউইয়র্ক এদিন দল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে টেক্সাস সুপার কিংস ৭.৯০ রান রেটে ২০ ওভারে ১৫৮ রান তোলে। দলের শুরুটা ভালো হয়নি। ৩৫ রানের মধ্যে, তিনজন খেলোয়াড় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও, ডেভন কনওয়ে এবং মিলিন্দ কুমার একটি দুর্দান্ত জুটি গড়ে দলকে ১০০ পেরিয়ে যেতে সাহায্যে করে। তবে এদিনের গুরুত্বপূর্ণ ম্যাচে মারাত্মক বোলিং করে প্রতিপক্ষকে বড় স্কোর করতে দেননি এমআই-এর বোলাররা।

টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ বোলার ট্রেন্ট বোল্ট। তিনি সুপার কিংসের বিরুদ্ধে মোট চার ওভার করেন এবং ৬ রানের ইকোনমিতে ২৪ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন। এছাড়া এই তালিকার দুই নম্বরে রয়েছেন টিম ডেভিড। তিনি এক ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন। এছাড়া একটি করে উইকেট নেন এহসান আদিল ও রশিদ খান। ব্যাট হাতে টেক্সাস সুপার কিংসের হয়ে ডেভন কনওয়ে ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। ৩৪ বলে ৩৭ রান করেন মিলিন্দ কুমার। এছাড়া সেভাবে কোনও ব্যাটার দাঁড়াতেই পারেননি।

১৫৯ রান তাড়া করতে নেমে ১৯ ওভারেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় এমআই। এদিন চার উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় এমআই। প্রথমে ব্যাট করতে নেমে স্টাডেন ৬ রান করে সাজঘরে ফিরে গেলেও দলের হাল ধরেন জাহাঙ্গীর ও দলের ক্যাপ্টেন নিকোলাস পুরান। জাহাঙ্গীর ১৮ বলে ৩৬ রানে করেন এবং ২০ বলে ২৩ রা করেন নিকোলাস পুরান। ব্রেভিস ৩৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। টিম ডেভিড ২০ বলে করেন ৩৩ রান। শেষ পর্যন্ত ডেভিড উইসে ১১ বলে ১৯ রান কে ব্রেভিসের সঙ্গে অপরাজিত থাকেন। এদিনের জয়ের ফলে ফাইনালে উঠে গেল এমআই নিউ ইয়র্ক। এবার তাদের লড়াই হবে সিয়াটল অর্কাসের বিরুদ্ধে।

তবে এদিনের ম্যাচে সকলের নজর কেড়েছেন নিউজিল্যান্ডের ৩৪ বছর বয়সি বোলার ট্রেন্ট বোল্ট। তাঁর মারাত্মক বোলিং আবারও প্রতিপক্ষকে ধ্বংস করে দিল। তিনি মেজর লিগ ক্রিকেটে সাতটি ম্যাচ খেলেছেন। এই সময়ে টানা তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে বোল্ট নিয়েছেন চার উইকেট। এছাড়া ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধেও ২০ রানে চার উইকেট নেন তিনি। একইসঙ্গে সিয়াটল অর্কাসের বিরুদ্ধে ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ২০ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন