মহিলাদের হকি ফাইভ এস বিশ্বকাপে বড়ো সাফল্য পেলো নেদারল্যান্ডস। টুর্নামেন্টের ফাইনালে জয় পেল তারা। প্রথম থেকে আক্রমণাত্মক খেলা খেলে শেষে ম্যাচ পকেটে তুলে নিল নেদারল্যান্ডস। ভারতীয় মেয়েদের বিরুদ্ধে তারা শেষ করলো ৭-২ ফলাফলে। এই জয়ের সাথে প্রথম মহিলা হকি বিশ্বকাপে বিজয়ী দল হল তারা। পাশাপাশি, এদিন হারের মুখ দেখলো ভারতীয় মহিলা দল। একেবারে তীরে এসে তরী ডুবল তাদের। শত চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারলেন না তারা। কোনও ভাবেই ভেদ করে এগোতে পারলোনা ডাচদের রক্ষণভাগ।
শনিবার, অর্থাৎ ২৭ জানুয়ারি, ছিল প্রথম মহিলা ফাইভ এস হকি বিশ্বকাপের ফাইনাল। এদিন মাস্কাটের স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও নেদারল্যান্ডসের মহিলা দল। প্রথম থেকে শেষ অবধি আক্রমণাত্মক খেলা তুলে ধরে ডাচ মেয়েরা। অন্যদিকে, একেবারেই দিশেহারা দেখায় ভারতের মেয়েদের। ম্যাচ জিততে না পারায় একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়েন ভারতীয় সমর্থকরা। স্বাভাবিকভাবেই উল্টো চিত্র দেখা যায় নেদারল্যান্ডসের ক্ষেত্রে। দলের সাফল্য ডাচ সমর্থকদের মুখে হাসি ফোটায়।
এদিন ম্যাচ শুরু হওয়ার ২ মিনিটের মাথায় প্রথম গোলটি করে নেদারল্যান্ডস। নিজের দলকে এগিয়ে দেন জ্যানেক ভেন্ডেভেন। দ্বিতীয় ও তৃতীয় গোলটিও আসে চোখের নিমেষে। চতুর্থ এবং অষ্টম মিনিটে নেদারল্যান্ডসকে আরও সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেন বেন্টে ভ্যান্ডার ভেল্ট। চতুর্থ এবং পঞ্চম গোলটি করেন লানা কালসে ও সোশ্যা বেনিঙ্গা ১১ ও ১৩ মিনিটের মাথায়। ১৪ মিনিটের মাথায় দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন জ্যানেক ভেন্ডেভেন। যদিও এরপর পরপর দুটি গোল আসে ভারতের তরফ থেকে। ২০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন জ্যোতি ছেত্রী এবং ২৩ মিনিটের মাথায় দলের হয় দ্বিতীয় গোলটি করেন রুতাজা দাদাসো পিসাল। যদিও নেদারল্যান্ডের সপ্তম গোলটি আসতে বেশি দেরি হয়নি। ২৭ মিনিটের মাথায় ফের গোল হাঁকান লানা কালসে। সব মিলিয়ে গোটা ম্যাচ জুড়ে একেবারে দিশেহারা দেখায় ভারতীয় মহিলা দলের খেলোয়াড়দের এবং সহজেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি জিতে নেয় নেদারল্যান্ডস।
প্রসঙ্গত, এই প্রথমবার খেলা হয়েছে মহিলাদের হকি ফাইভ এস বিশ্বকাপ। ম্যাচের স্থান হিসেবে বেছে নেওয়া হয় ওমানকে। টুর্নামেন্ট শুরু হয়েছিল চলতি মাসের ২৪ তারিখে। মোট ১৬টি দল অংশগ্রহণ করে বিশ্বকাপে। সর্বোচ্চ গোলদাতা হন উরুগুয়ের টেরেসা ভিয়ানা এবং সেরা খেলোয়াড় হন নেদারল্যান্ডের নূর ডি বাট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।