ফের শিরোনামে নেইমার। তবে এবার তিনি নন। তাঁর বাবাকে গ্রেফতার করল করল স্থানীয় পুলিশ। জানা গিয়েছে নেইমারের বাবা পরিবেশগত অপরাধের কারণে গ্রেফতার হয়েছেন। মাঙ্গারাটিবাতে নেইমারের বাড়িতে নিষিদ্ধ কার্যকলাপ করেন নেইমারের বাবা। এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মঙ্গারটিবা সিটি হল এবং সিভিল পুলিশ একযোগে এই অভিযান চালিয়ে গ্রেফতার করেছে তারকা ফুটবলারের বাবাকে বলে, সূত্র মারফত জানা যাচ্ছে।
নেইমারের বাবাকে গ্রেফতার করার পরে ফুটবল এবং বিশ্ব পরিবেশ মহলে ঝড় ওঠে। পরিবেশবিদরা মনে করতে থাকেন সমাজে জনপ্রিয় মুখরা যদি এইরকম অপরাধ করতে থাকেন তাহলে সাধারণ মানুষ কী করবে। যদিও এই ঘটনার নেইমারের বাবাকে গ্রেফতার করা হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে বিপুল পরিমাণের আর্থিক জরিমানা করা হয়েছে। ব্রাজিলীয় এই তারকা ফুটবলারের বাবাকে দিতে হয়েছে ৫ মিলিয়ন ব্রাজিলিও রিয়েল।
এই তারকা ফুটবলারের বাবা বাড়িতে একটি কৃত্রিম রথ তৈরি করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ পেয়েছিল পুলিশ। এই কাজের ফলে তিনি বনভূমি ধ্বংস পাথরভাঙ্গা এবং একটি নদীর গতিপথ পরিবর্তন সংক্রান্ত পরিবেশ অপরাধে যুক্ত হয়ে পড়েন। এর সঙ্গে সঙ্গেই এই অকৃত্রিম রথ তৈরি করতে বেশ অনেকগুলি পরিবেশ বিধি মানেননি নেইমারের বাবা। তাঁর বিরুদ্ধে জলের গতিপথের পরিবর্তন, অনুমোদন ছাড়াই নদীর জলের বিমূর্তকরণ, কৃত্রিম হ্রদের জন্য জলের বিমূর্তকরণ, মাটির কাজ, অনুমোদন ছাড়াই পাথর ও শিলা খনন সংক্রান্ত অভিযোগ ওঠে। পুলিশ তাকে গ্রেফতার করলেও জরিমানা নিয়ে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
পারিবারিক সমস্যা ছাড়াও, নেইমার তাঁর পেশাদার জীবনে একটি খারাপ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বার্সেলোনা ছেড়ে রেকর্ড অর্থে তিনি যোগদান প্যারিসের ক্লাব পিএসজিতে। কিন্তু তারপর থেকেই সেই ভাবে ফর্মে দেখা যায়নি তাঁকে। দলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হয়েছেন। তাঁর সতীর্থ এবং ফুটবল বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড় লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও আগামী মরশুমে পিএসজি ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে। তবে নেইমার তার চাইলেও এখন করতে পারবেন না কারণ ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। তবে শোনা যাচ্ছে আবুধাবির একটি ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।