বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo Olympics: প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে মেনস সিঙ্গেলসের তৃতীয় রাউন্ডে কোয়ালিফাই করলেন শরথ কমল

ফের টেবিল টেনিসের পিছিয়ে পড়েও জয় ভারতীয় তারকার। রবিবার (২৫ জুলাই) মনিকা বাত্রা, তার আগে সুতীর্থা মুখোপাধ্যায় দুজনেই পিছিয়ে পড়ে নিজেদের ম্যাচ জিতেছিলেন, এবার মনিকার ডবলস পার্টনার শরথ কমলও একই কাজ করে দেখালেন মেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে।

অভিজ্ঞ শরথ ৪-২ গেমে জয় তুলে নিলেন তিয়াগো আপোলোনিয়ার বিরুদ্ধে। প্রথম গেমে একেবারেই দাঁড়াতে পারেননি ভারতীয় টেবিল টেনিস তারকা। মাত্র চার মিনিটেই পরাস্ত হতে হয় তাঁকে। তবে দ্বিতীয় গেম থেকে ঘুরে দাঁড়িয়ে অ্যাটাক ও ডিফেন্স, দুইই মজবুত করে ম্যাচ কামব্যাক করেন ৩৯ বছর বয়সী শরথ।

অবশেষে ২-১১, ১১-৮, ১১-৫, ৯-১১, ১১-৬ ও ১১-৯ তিনি গেমে পরাজিত করেন তাঁর পর্তুগিজ প্রতিপক্ষকে। তবে পরের রাউন্ডে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে শরথের জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মা লংয়ের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে কোর্টে নামবেন শরথ।

বন্ধ করুন