Hindustan Hindi News

প্যারিস অলিম্পিক্স গেমস

২৬ জুলাই - ১১ অগস্ট

অলিম্পিক্সের হাল-হকিকত

৩২ তম অলিম্পিক্স আয়োজনের দায়িত্বে প্যারিস। অলিম্পিক্স শুরু ২৬ জুলাই। শেষ ১১ অগস্ট। তবে হ্যান্ডবল, ফুটবল এবং রাগবি শুরু ২৪ জুলাই থেকে। মোট সেশনের সংখ্যা ৭৫৪ (প্রতিযোগিতা ও সেরিমনি মিলিয়ে)। অলিম্পিক্সে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ২০০-র বেশি। তাছাড়া আছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির রিফিউজি অলিম্পিক্স টিম। মোট ভেন্যুর সংখ্যা হল ৩২। মোট খেলার সংখ্যা ৩২। মোট ইভেন্টের সংখ্যা ৩২৯। প্যারিস অলিম্পিক্সে মোট অ্যাথলিটের সংখ্যা ১০,৫০০০। প্যারিস অলিম্পিক্সে কোন কোন ইভেন্ট আছে? আর্চারি, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, আর্টিস্টিক সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বাস্কেটবল (৩*৩), বিচ ভলিবল, বক্সিং, ব্রেকিং, ক্যানোয় স্লালোম, ক্যানোয় স্প্রিন্ট, সাইক্লিং বিএমএক্স ফ্রিস্ট্রাইল, সাইক্লিং বিএমএক্স রেসিং, সাইক্লিং মাউন্টেন বাইক, সাইক্লিং রোড, সাইক্লিং ট্র্যাক, ডাইভিং, ইকুয়েস্ট্রিয়ান, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, ম্যারাথন সুইমিং, মর্ডান পেন্টাথলন, রিদিমিক জিমন্যাস্টিক, রোয়িং, রাগবি সেভেনস, সেলিং, শ্যুটিং, স্কেটবোর্ডিং, স্পোর্টস ক্লাইমিং, সার্ফিং, সুইমিং, টেবিল টেনিস, তায়কোন্ডো, টেনিস, ট্রাম্পোলিন, ট্রায়াথলন, ভলিবল, ওয়াটার পোলো, ভারোত্তোলন, কুস্তি। অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার ব্রেকিং যুক্ত হয়েছে প্যারিসেই। তবে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ব্রেকিং থাকবে না। তাছাড়া টোকিয়ো অলিম্পিক্সে এমন কয়েকটি খেলার ‘অভিষেক’ হয়েছে, যেগুলি প্যারিসে নয়ারূপ পেয়েছে। এবার প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক পিভি সিন্ধু এবং শরথ কমল। অলিম্পিক্সে দু'বার পদক জিতেছেন সিন্ধু (টোকিয়ো পর্যন্ত)। আর শরথ কমনওয়েলথ গেমসে ১৩টি পদক জিতেছেন। ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানেও ভারতের দু'জন পতাকাবাহক ছিলেন - মেরি কম এবং মনপ্রীত সিং। এবার প্যারিস অলিম্পিক্সের জন্য মেরি কমকে ভারতের শেফ দ্য মিশন করা হয়েছিল। তবে ব্যক্তিগত কারণে তিনি নাম প্রত্যাহার করে নেন। সেই পরিস্থিতিতে নয়া শেফ দ্য মিশনের নাম ঘোষণা করা হয়। এবার প্যারিস অলিম্পিক্সে ভারতের শেফ দ্য মিশন হলেন গগন নারাং। যিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন গগন। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে পদক জিতেছিলেন।

অলিম্পিকের খুঁটিনাটি

অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত পদক জিতেছিলেন কে?

খাশাবা দাদাসাহেব যাদব। , ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন।

ভারতের দ্বিতীয় ব্যক্তিগত অলিম্পিক্স মেডেলের সঙ্গে কলকাতা-যোগ ছিল, কে জিতেছিলেন?

কলকাতার ছেলে লিয়েন্ডার পেজ ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন।

ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান কে?

আরতি সাহা। ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক্সে যখন অংশগ্রহণ করেছিলেন, তাঁর বয়স ছিল ১১ বছর ১০ মাস ৩০৫ দিন।

২০২৪ সালের অলিম্পিক্সে ভারতের সবথেকে সর্বকনিষ্ঠ প্রতিনিধি কে?

ধীনিধি দেশাইঘু, বয়স ১৪ (সাঁতার, মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল)।

অলিম্পিক্সেও ক্রিকেট খেলা হয়েছিল। কত সালে?

১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে ক্রিকেট ছিল। মাত্র দুটি দল ছিল। ২০২৮ সালে আবার ক্রিকেট ফিরবে।

বাংলা নিউজ>ময়দান>অলিম্পিক্সের হাল-হকিকত