বাংলা নিউজ > ময়দান > সরকারের সঙ্গে আমাদের লড়াই নেই- অবসর ভাঙার ইঙ্গিত দিলেন সাক্ষী মালিক

সরকারের সঙ্গে আমাদের লড়াই নেই- অবসর ভাঙার ইঙ্গিত দিলেন সাক্ষী মালিক

অবসর ভাঙবেন সাক্ষী মালিক?

ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং জাতীয় কুস্তি সংস্থার সভাপতি নির্বাচিত হতেই, কুস্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন সাক্ষী মালিক। সাংবাদিক বৈঠকে কেঁদে ফেলে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তিনি। তবে রবিবার তিনি অবসর ভাঙার ইঙ্গিত দিয়ে রাখলেন।

শুভব্রত মুখার্জি: ভারতীয় রেসলিং তথা কুস্তির ইতিহাসে অন্যতম সেরা কুস্তিগীর সাক্ষী মালিক। অলিম্পিক্সের মঞ্চে দেশকে পদকও এনে দিয়েছেন সাক্ষী। সাম্প্রতিক সময়ে সাক্ষী, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের দাঁত চাপা লড়াইয়ের সাক্ষী থেকেছে প্রত্যেকটি ভারতবাসী। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে রাজপথে নেমে তাঁরা কঠোর লড়াই চালিয়েছিলেন। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল ব্রিজভূষণ শরণ শর্মার হাতে। এই অভিযোগ তুলে যে আন্দোলন গড়ে উঠেছিল, তাতে কার্যত নেতৃত্ব দিয়েছিলেন সাক্ষী মালিকরা। তার জেরেই পদ থেকে সরতে হয়েছিল ব্রিজভূষণকে।

এর পরে অনুষ্ঠিত হয় নির্বাচন। সেই নির্বাচনে আবার ব্রিজভূষণ শরণ শর্মার কাছের লোক সঞ্জয় সিং জিতেছে। আর এই ঘটনার পরেই হঠাৎ করেই অবসর ঘোষণা করেন সাক্ষী মালিক। তবে রবিবার কেন্দ্রীয় সরকার ভারতীয় রেসলিং ফেডারেশনকে আপাতত সাসপেন্ড করেছে। আর তার পরেই সাক্ষী ফের আসরে নেমেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, সরকারের সঙ্গে লড়াই নেই, অবসর নিয়েছেন ঠিকই, তবে মহিলা কুস্তিগীরদের ন্যায়ের জন্য লড়বেন তিনি।

ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রতি কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমি লিখিত (নিষেধাজ্ঞার বিষয়ে) কোনও কিছু এখন ও দেখিনি। আমি জানি না যে, শুধু মিস্টার সিং (সঞ্জয়) নাকি গোটা নির্বাচিত বডির উপরেই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। আমাদের লড়াই কখনও-ই সরকারের বিরুদ্ধে ছিল না। আমার লড়াই ছিল মহিলা কুস্তিগীরদের জন্য। আমি অবসর নিয়েছি ঠিকই। তবে মহিলা কুস্তিগীরদের ন্যায়ের জন্য লড়ব।আমার সেই লড়াই থামেনি।’

পাশাপাশি তাঁর অবসরের সিদ্ধান্তের পরিবর্তনও যে পরিবর্তিত পরিস্থিতিতে সম্ভব, তার একটা ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘আমি এখনই এই (অবসর তুলে নেওয়ার বিষয়ে) নিয়ে কিছু বলতে পারব না। আমার সিদ্ধান্ত নির্ভর করছে পরিস্থিতির উপরে। কী ধরনের ফেডারেশন গঠিত হচ্ছে, তা দেখে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

রবিবারেই জাতীয় ক্রীড়া নীতি ভেঙে তড়িঘড়ি টুর্নামেন্ট আয়োজনের যে সিদ্ধান্ত ডব্লুএফআই নিয়েছিল, তাঁকে সম্পূর্ণ অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে ক্রীড়ামন্ত্রক। আর এর জেরেই গোটা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচিত কর্মকর্তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহেই ব্রিজভূষণ শরণ শর্মার খুব কাছের মানুষ হিসাবে পরিচিত সঞ্জয় সিং নির্বাচিত হন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসাবে। তার পরপরেই অবসর ঘোষণা করেন সাক্ষী মালিক।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ক্ষমতায় ফিরলেই সংবিধান বদলে দেবে, তবে এখন বলছে…তোপ প্রিয়াঙ্কার রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.